1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

উপগ্রহচিত্রে রাশিয়ার বিশাল কনভয়ের ছবি

১ মার্চ ২০২২

রাশিয়া কি এবার কিয়েভ দখল করবে? মঙ্গলবার সকালে উপগ্রহচিত্রে ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ির বিরাট কনভয়ের ছবি ধরা পড়েছে।

রাশিয়ার কনভয়
ছবি: Maxar /AP/picture alliance

প্রায় ৪০ মাইল লম্বা একটি রাশিয়ার সাঁজোয়া কনভয়ের ছবি ধরা পড়েছে উপগ্রহচিত্রে। কনভয়টি ধীরে ধীরে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে বলে ইউক্রেনের প্রশাসন জানিয়েছে। ওই কনভয়ে বিপুল পরিমাণ যুদ্ধের ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি আছে। আছে প্রচুর সেনা। বিশাল ওই কনভয় নিয়ে কী উদ্দেশ্যে রাশিয়া কিয়েভের দিকে এগোচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ছবি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই কিয়েভ সংলগ্ন অঞ্চলে বোমা মারতে শুরু করেছে রাশিয়া। কিয়েভে হামলার সাইরেন বাজানো হয়েছে। সকলকে নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়তে বলা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল খারকিভের পরিস্থিতিও ভালো নয়। সোমবার সেখানে লাগাতার মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শহরের মেয়র জানিয়েছেন, হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নাগরিকদের বেসমেন্টে আশ্রয় নিতে বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। খারকিভে খাদ্য এবং জল ক্রমশ কমে আসছে বলেও মেয়র জানিয়েছেন।

দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর বারদিয়ানস্ক রাশিয়া সম্পূর্ণভাবে দখল করে ফেলেছে বলে ইউক্রেনের অভিযোগ। সেখানেও রাশিয়ার ট্যাঙ্কের বিশাল কনভয় মোতায়েন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সেখান থেকে ৮৫ কিলোমিটার দূরে মারিউপলেও প্রবল যুদ্ধ চলছে। রাশিয়া ওই অঞ্চলটিও দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে ইউক্রেন জানিয়েছে।

রাশিয়া পাল্টা দাবি করেছে ইউক্রেনও বহু জায়গায় সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চল দোনেতস্কে ইউক্রেন লাগাতার শেলিং করছে বলে অভিযোগ। সাধারণ মানুষের ঘর ভাঙছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়া দাবি করেছে, বহু সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে সেখানে।

এসজি/জিএইচ (রয়টার্স, বিবিসি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ