1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপজেলা নির্বাচন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ ফেব্রুয়ারি ২০১৪

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৯৭টি উপজেলায় গ্রহণ শেষ হয়েছে৷ বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়৷ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে৷

ছবি: AFP/Getty Images

বিরোধী দল ছাড়াই ৫ই জানুয়ারি একতরফাভাবে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ওই নির্বাচনে ব্যাপক সহিংসতা এবং প্রাণহানির ঘটনা ঘটে৷ উপজেলা নির্বাচন নির্দলীয় হলেও অনানুষ্ঠানিকভাবে এতে সব দল অংশ নিচ্ছে৷ এতে এই নির্বাচনকে ঘিরে একটি উত্‍সবের আমেজ তৈরি হয়েছে৷

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ৯৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪২৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০৫ জন এবং নারী ভাইস প্রেসিডেন্ট পদে ৩২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এ সব উপজেলার মোট ভোটারসংখ্যা ১ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৪৩৭ জন৷ এর মধ্যে নারী ভোটার ৮১ লাখ ৫৪ হাজার ৫৩ জন৷ আর পুরুষ ভোটার ৮০ লাখ ৬১ হাজার ৩৮৪ জন৷ পাঁচ বছর পর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মাঠ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছেছবি: DW/M. Mamun

প্রথম ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৬ হাজার ৯শ ৯৫টি৷ সারা দেশের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমিশন সচিবালয়ে একটি সেল গঠন করা হয়েছে৷ নেতৃত্বে রয়েছেন নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দীন৷ এই পর্যবেক্ষক দলে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, ব়্যাব, বিজিবি, আনসার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন৷ তাঁরা কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বসে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন৷ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য গেলো সোমবার থেকে মাঠ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে৷ প্রতিটি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে এক প্ল্যাটুন সেনাসদস্য টহল দিচ্ছেন৷ শুক্রবার পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন৷ এছাড়া নিয়মিত সদস্য হিসেবে ব়্যাব-বিজিবি-পুলিশ এবং আনসার সদস্যরা আছেন৷

উপজেলা নির্বাচনের ফলাফল কেমন হবে তা নিয়ে আওয়ামী লীগ এবং সরকারের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে৷ বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ নেয়ার কারণে ফলাফলকে এতো গুরুত্ব দেয়া হয়েছে৷ ৯৭টি উপজেলার অন্তত ৪০টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে৷

নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমিশন সচিবালয়ে একটি সেল গঠন করা হয়েছেছবি: DW

তৃণমূল চাঙ্গা রাখা এবং আন্দোলনে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে নির্বাচন করছে বিএনপি৷ এই নির্বাচনকে আন্দোলনের ‘দম' হিসেবে দেখছে বিএনপি৷ পাশাপাশি একচেটিয়া বিজয়ের মধ্য দিয়ে দলটি দেখাতে চায় জনগণ তাদের সঙ্গে আছে৷ এ জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে৷ বিএনপি জাতীয় নির্বাচনে অংশ না নিলেও কেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে? এমন প্রশ্নের জবাবে বিএনপি-র চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘তাঁরা সরকারকে আনচ্যালেঞ্জড যেতে দিতে চান না৷ এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে সরকারের জনপ্রিয়তা শূণ্যের কোঠায়৷ আর জোর করলে সাধারণ মানুষ জানতে পারবে এই সরকার ভোটে পাশ করেনা৷'

৯৭ উপজেলার ৫৪টিতে বিএনপির একাধিক নেতা প্রার্থী ছিলেন৷ কেন্দ্রের পরামর্শে বেশিরভাগ উপজেলায় শেষ পর্যন্ত একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে৷ তবে এখনও ১৫/১৬টি উপজেলায় একাধিক প্রার্থী রয়ে গেছেন৷ নির্বাচনের সঙ্গে যুক্ত দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, নির্বাচন সুষ্ঠু হলে প্রথম দফার নির্বাচনে ৭০ থেকে ৮০ শতাংশ উপজেলায় তাদের জয় হবে৷ তবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে তাদের সংশয় আছে৷

বিএনপি-র পক্ষ থেকে মঙ্গলবার নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে৷ লিখিত অভিযোগ করার পর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘‘বিএনপির প্রার্থীদের গ্রেফতার এবং তাদের বাড়ি-ঘরে হামলা চালান হচ্ছে৷ সরকার ৫ই জানুয়ারির মত সবকিছু দখল করতে চাইছে৷ আর নির্বাচন কমিশন নির্বিকার৷''

এর জবাবে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নুহ উল আলম লেনিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিরোধী দলে থাকলে এরকম অভিযোগ সবাই করে৷ উপজেলা নির্বাচনে সরকার কোন প্রভাব বিস্তার করছেনা৷ দু'একটি বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখার কিছু নেই৷''

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘উপজেলা নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন হলেও জাতীয় পর্যায়ে এর প্রভাব আছে৷ এই নির্বাচনে সরকার পরিবর্তন না হলেও বড় দু'টি দলের জনপ্রিয়তা বোঝা যাবে৷'' তবে তিনি আরও বলেন, ‘‘নির্বাচনকে যেভাবে জাতীয় নির্বাচনে পরিণত করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়৷ বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার মেনে নেয়া যায়না৷ কারণ আইনত এটা দলীয় নির্বাচন নয়৷'' আর নির্বাচন কমিশন তাদের কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি৷ ‘‘কমিশন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করবে তার তত্‍পরতা দৃশ্যমান নয়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ