1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের ওপর চাপ বাড়বে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ মার্চ ২০১৪

উপজেলা নির্বাচনের পর সরকারে ওপর সংলাপের চাপ বাড়বে৷ চাপ বাড়বে সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য৷ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যেমন চাপ আসবে, তেমনি চাপ সৃষ্টি করবে বিএনপিও৷ তাই এ নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ৷

Bangladesch Parlamentswahlen
ছবি: Reuters

এরই মধ্যে দুই পর্বে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি এগিয়ে আছে৷ ১৫ই মার্চ তৃতীয় পর্বের নির্বাচন৷ মোট ছয় পর্বে এই নির্বাচন শেষ হবে আগামী মে মাসে৷ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এরই মধ্যে বলেছেন, উপজেলা নির্বাচনের পর নতুন করে আন্দোলন শুরু হবে৷ তারা সব দলের অংশগ্রহণে নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের দাবিতে আন্দোলন আরো বেগবান করবে৷

এদিকে মঙ্গলবার ঢাকায় ক্যানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেন বলেছেন, ‘‘৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি৷'' তিনি বলেন, ‘‘তাঁরা চান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে সহিংসতামুক্ত একটি নির্বাচনের উপায় বের করুক৷'' তাঁর মতে, ‘‘বাংলাদেশে নির্বাচনকে ঘিরে যে ধরণের সহিংসতা হয়, তা উন্নয়ন ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার জন্য খারাপ৷ তাই শুধু পরবর্তী নির্বাচন নয়, আগামী সব নির্বাচন যাতে সহিংসতা ছাড়া হয়, সেজন্য প্রধান রাজনৈতিক দলগুলোর একটি সমাধানে আসা উচিত৷''

রাজনীতির বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের আগের অবস্থানেই আছে বলে মনে হয়৷ তবে তারা সরকারকে কিছুটা সময় দিচ্ছে৷ তারা উপজেলা নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেখতে চাইছে৷'' ড. আহমদের মতে, ‘‘বিএনপি যদি শেষ পর্যন্ত উপজেলায় তাদের জয় ধরে রাখতে পারে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে ব্যবহার করবে৷ তারা বলতে পারবে বিএনপি জনপ্রিয় দল৷ সব দলের অংশগ্রহণে একটি নতুন জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রিয়তা প্রমাণের সুযোগের কথা তখন বলবে তারা৷''

অধ্যাপক ইমতিয়াজ আহমদের মতে, ‘‘এই উপজেলা নির্বাচনের মাধ্যমে বিএনপিও অনেকটা ঘুরে দাড়াবে৷ অধিকাংশ উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি তাদের দলে হয়, তাহলে তাদের পক্ষে আন্দোলন গড়ে তোলা সহজ হবে৷ তারাও বলতে পারবে যে, তারাই সবচেয়ে জনপ্রিয় দল৷'' তিনি বলেন, সরকারও হয়ত সেটা বুঝতে পেরেছে৷ তাই তারাও উপজেলা নির্বাচনকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে৷ তারা চাইছে, বাকি নির্বাচনে যেন তাদের প্রার্থীরা ভালো করেন৷ আর দুই দলের এই মনোভাবের কারণেই ক্রমে উপজেলা নির্বাচনে সহিংসতা বাড়ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ