1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইন-শৃঙ্খলা বাহিনীর শৈথিল্য

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ মার্চ ২০১৪

বাংলাদেশে উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর শৈথিল্যের কারণে ব্যাপক সহিংসতা হয়েছে৷ ডয়চে ভেলেকে এ কথাই জানিয়েছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ বা জানিপপ-এর চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ৷

Bangladesch Stimmenauszählung 05.01.2014
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

বাংলাদেশের ৩১টি বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন নিয়ে নির্বাচন পর্যবেক্ষণে কাজ করে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বা ইডাব্লিউজি৷ তাদের মতে, উপজেলা পরিষদের প্রথম পর্যায়ে নির্বাচন শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় পর্যায়ের নির্বাচন ছিল সহিংসতাপূর্ণ৷ ভোটারদের ভয়ভীতি ও জাল ভোটের প্রচেষ্টার কারণে অনেক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়৷ মানের দিক দিয়েও দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অধগতি হয়েছে৷

ইডাব্লিউজি-র পরিচালক আবদুল হালিম জানান, ২৭শে ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে ১১৫টির মধ্যে ৪১টি উপজেলায় ১,২৪৫ জন পর্যবেক্ষক নিয়োগ করেন তারা৷ তিনি বলেন, ইডাব্লিউজি-র পর্যবেক্ষণে দেখা যায়, বেশ কিছু কেন্দ্রে ব্যাপক সহিংসতা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং জাল ভোট প্রদানের চেষ্টায় ভোটগ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত হয়৷ পর্যবেক্ষক দল ১৬টি উপজেলায় ভোট চলাকালে মোট ৯০টি নির্বাচনি প্রচারণার ঘটনা পর্যবেক্ষণ করেছেন, যা আইন বহির্ভূত৷ ভোটারদের ভোটদানে বাধা দেয়া অথবা প্রতিরোধের ৭১টি ঘটনা ঘটেছে তাদের পর্যবেক্ষণ এলাকায়৷ এছাড়া নোয়াখালীতে সহিংসতায় নিহত হয়েছে ১ জন৷

ইডাব্লিউজি-র সদস্য জানিপপ-এর চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে সহিংসতার কারণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে শৈথিল্য৷ তাঁদের মধ্যে পেশাদারী মনোভাব ছিল না৷ অনেকটা গা-ছাড়া ভাবে তাঁরা নির্বাচনি দায়িত্ব পালন করেছেন৷ আর এই নির্বাচনে মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের তেমন কোনো ভূমিকা নেই৷ কারণ নির্বাচন কমিশনের কর্মকর্তারা রিটার্নিং ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন না৷ যাঁরা দায়িত্ব পালন করছেন তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে৷ ফলে জাল ভোট এবং সহিংসতা প্রতিরোধে নির্বাচন কশিমনের তেমন কিছু করার নেই৷

ড. কলিমুল্লাহ বলেন, সামনে আরো চারটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে৷ তাই এখনই এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়া উচিত৷ বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে পেশাদারি মনোভাবে ফিরিয়ে আনতে হবে৷ এছাড়া নির্বাচনি কর্মকর্তাদের প্রভাবমূক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ