1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপজেলা নির্বাচন

সমীর কুমার দে, ঢাকা২৭ ফেব্রুয়ারি ২০১৪

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট বৃহস্পতিবার৷ এই ধাপে ১১৬ উপজেলায় মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে সকল ধরনের নির্বাচনি প্রচারণা৷ বন্ধ আছে সব ধরনের যান্ত্রিক যান চলাচল৷ এখন উত্‍সব আমেজে শুধু ভোট গ্রহণের অপেক্ষা৷

Bangladesch Stimmenauszählung 05.01.2014
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

সুশাসনের জন্য নাগরিক বা সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘নির্বাচনি আইন-কানুন ও বিধি-বিধান অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা৷ কিন্তু দুঃখজনক হলো, একক প্রার্থী নির্ধারণের উদ্দেশ্যে মনোনীত বা নির্ধারিত প্রার্থী ছাড়া অন্যান্যদের প্রার্থিতা প্রত্যাহরের জন্য রাজনৈতিক দলগুলো থেকে চাপ দেয়া হচ্ছে৷ বিষয়টি নির্বাচনকে প্রভাবিত করার শামিল, যা সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন৷ রাজনৈতিক দলগুলোর এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ এ ব্যাপারে নির্বাচন কমিশনও চুপচাপ৷''

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ৮ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে ১ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ৬৪৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷ নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা না থাকলেও, মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ উপজেলা পর্যায়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে সেনাবাহিনী৷ পর্যাপ্ত ব়্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌ-বাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যও নামানো হয়েছে৷ এছাড়া প্রতিটি উপজেলায় পৌঁছে দেয়া হয়েছে ব্যালট বাক্স, পেপার, কলম পেন্সিল, অমোচনীয় কালিসহ ভোট গ্রহণের প্রয়োজনীয় সকল উপকরণ৷ অর্থাৎ, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন৷ জানা গেছে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই ভোটের লড়াই৷

নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ ডয়চে ভেলেকে বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের পুরো প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে৷ কোথাও কোনো অনিয়ম বা গোলযোগের খবর পেলে সেই সব কেন্দ্রের ভোট বন্ধ রাখার জন্যও বলা হয়েছে৷ তবে আইন-শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে, তাতে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে বলে আশা তাঁর৷

এই ১১৬টি উপজেলায় চেয়ারম্যান পদের জন্য ৫০৫ জন, ভাইস চেয়ারম্যান পদের জন্য ৫১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৩৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ভোট গ্রহণ উপলক্ষ্যে বৃহস্পতিবার নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে৷ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব অবহেলায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন৷ শুধু তাই নয়, ভোট গ্রহণ শুরুর পর থেকে ৬৪ ঘণ্টা পর্যন্ত ঐ সব এলাকায় জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন৷

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, প্রথম ধাপের নির্বাচনে বিএনপি বেশ ভালো ফল করেছে৷ এখন দেখার বিষয় এই নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ ফল পক্ষে নিতে অবৈধ কোনো পন্থা গ্রহণ করে কিনা৷ যদি আওয়ামী লীগ সে পথে না যায়, তাহলে সেটা সবার জন্য মঙ্গলজনক হবে৷

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে কারচুপি ও অনিয়ম হলে সারা দেশ মিছিলে ও প্রতিবাদে উত্তাল করে তোলা হবে৷ রিজভী অভিযোগ করেন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিএনপির সমর্থক প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা হচ্ছে৷ যদি নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে মিছিলে মিছিলে সারা দেশ উত্তাল করে তোলা হবে৷ এছাড়া অনিয়মের সঙ্গে যে সরকারি কর্মকর্তা জড়িত থাকবেন, তাঁদের নাম-ঠিকানা তালিকা আকারে তৈরি করে রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ