1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

৪ নভেম্বর ২০১২

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুদক৷ আর অর্থমন্ত্রী বলেছেন পদ্মা সেতু নিয়ে সব জটিলতার অবসান ঘটেছে৷ এ মাসেই বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসছেন৷

Korruption in Bangladesch, Banknoten als Bestechung Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে ড. মসিউর রহমানের আগে ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক৷ তাদের মধ্যে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনও রয়েছেন৷ আবুল হোসেনকে মন্ত্রিত্ব থেকেও বাদ দেয়া হয়েছে৷ আর ড. মসিউর রহমানকে একমাসের ছুটি দেয়া হলেও তিনি আবার কাজে যোগ দিয়েছেন৷ তিনি বলেছেন তাঁর ব্যাপারে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন তাই তিনি মেনে নেবেন৷ প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন৷ তবে ইতিমধ্যেই ড. মসিউর রহমানকে ক্রয় কমিটি এবং বিশ্বব্যাংকের ইন্টেগ্রিটি অ্যাডভাইজার পদ থেকে বাদ দেয়া হয়েছে৷

রোববার বিকেলে তাঁকে দুদক কার্যলয়ে কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়৷ দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান, বিশ্বব্যাংক যাদের দুর্নীতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে তাদের মধ্যে ড. মসিউর রহমানের নাম আছে৷ ক্যানাডার পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের যে কাগজপত্র পাওয়া গেছে সেখানেও তাঁর নাম রয়েছে৷

দুদক কার্যলয়ে জিজ্ঞাসাবাদের পর বাইরে সাংবাদিকদের কাছে ড. মসিউর রহমান নিজেকে নির্দোষ দাবী করেন৷

এদিকে মসিউর রহমানের ফের কাজে যোগ দেয়া নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা উড়িয়ে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তিনি বলেন, মসিউর রহমানের ব্যাপারে সরকার তার আগের অবস্থানেই আছে৷ আর পদ্মা সেতু নিয়ে সব সংকট কেটে গেছে৷ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট চলতি মাসেই ঢাকা আসছেন৷

অন্যদিকে আওয়ামী লীগের সিনিয়র নেতা সবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কয়েকজন ব্যক্তির কাজ এবং আচরণের জন্য পদ্মা সেতুর কাজ বার বার পিছিয়ে যাচ্ছে৷ তাদেরকে বাদ দিয়ে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিতে হবে৷

পদ্ম সেতু প্রকল্পে দুর্নীতির ব্যাপারে দুদকের তদন্ত সন্তোষজনক হওয়ার ওপরেই নির্ভর করছে বিশ্বব্যাংকের অর্থায়ন৷ এই প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি মার্কিন ডলার দেয়ার কথা রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ