1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপসাগরীয় আরব সদস্যদের সিরিয়া মিশন ত্যাগ

২৪ জানুয়ারি ২০১২

সৌদি আরবের উপসাগরীয় সহযোগী দেশগুলো সিরিয়ায় পাঠানো আরব লিগের পর্যবেক্ষক দল থেকে বেরিয়ে এলো৷ আরব দূতরা এখন ভেবে দেখছেন, এই মিশন আদৌ চালানো যুক্তিযুক্ত হবে কিনা৷

The empty chair of the Syrian delegate is seen during the Arab foreign ministers meeting at the Arab League headquarters in Cairo January 22, 2012. An Arab League committee on Syria will ask Arab foreign ministers on Sunday to extend a monitoring mission in the country by one month, sources attending the committee meeting said. REUTERS/Suhaib Salem (EGYPT - Tags: CIVIL UNREST POLITICS TPX IMAGES OF THE DAY CONFLICT)
আরব লিগের বৈঠকছবি: Reuters

আরব লিগের মনিটরিং মিশন তার সর্বশেষ প্রস্তাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা অন্যদের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছিল৷ কিন্তু সে প্রস্তাবে সিরিয়ার শাসক মহল কোন কর্ণপাতই করেনি৷ মিশনের সদস্যরা অসহায়ের মত লক্ষ করছেন যে সিরিয়ায় তাঁদের উপস্থিতি আসাদের বিরুদ্ধে দীর্ঘ দশ মাস ধরে চলতে থাকা গণ প্রতিরোধের বিরুদ্ধে সরকারের সহিংস দমন ও দলন অভিযান থামেনি৷ ফলে সিরিয়ার জনগণের কাছে আরব লিগের পর্যবেক্ষণ মিশনের বিশ্বাসযোগ্যতা থাকছেনা৷ এই পরিস্থিতিতেই উপসাগরীয় দেশগুলোর মিশন সদস্যরা বেরিয়ে এলেন৷

আরব লিগ প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে বলায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়ালেম লিগের সমালোচনা করেছেন এবং বলেছেন, পর্যবেক্ষকদের আরও এক মাস সিরিয়ায় অবস্থান করতে দেয়া হবে কিনা সেটা তাঁরা বিবেচনা করে দেখছেন৷ তিনি বলেন: ‘‘সিরিয়ায় আরব লিগ যে সমাধানের প্রস্তাব দিয়েছে, তা কোন সমাধান নয়৷ আমরা তা প্রত্যাখ্যান করছি৷ সংকটের আরব কোন সমাধান আমরা চাইনা৷'' তিনি অবশ্যস্বীকার করেন যে, সহিংস গোলযোগ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সিরিয়ায় অর্থনৈতিক সংকট তৈরি করছে৷ তবে সরকার চাপের কাছে নতজানু হবেনা৷

ফাইল ছবিছবি: dapd

কায়রোয় অবস্থিত আরব লিগের দূতরা মঙ্গলবারেই বৈঠকে মিলিত হবেন বলে কথা আছে৷ ২২ সদস্যের আরব লিগে সুদানের রাষ্ট্রদূত কামাল হাসান আলি বলেছেন, পর্যবেক্ষদের চলতি মিশনের আদৌ কোন ভবিষ্যৎ আছে কিনা তা নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে৷ উল্লেখ করা দরকার যে, এই মনিটরিং টিমে রয়েছেন ১৬৫ জন সদস্য৷ তার মধ্যে ৫৫ জন উপসাগরীয় আরব পর্যবেক্ষক বেরিয়ে এলেন৷ সিরিয়ার বিরোধী গ্রুপগুলোও মিশনের কাজে সন্তুষ্ট নয়৷ উল্লেখ্য, সিরিয়ার সরকারি বাহিনীর দমন অভিযান মঙ্গলবারও অব্যাহত ছিল৷ বিরোধীদের একটি গ্রুপের মুখপাত্র জানান, সিরীয় সেনারা হামা শহরের ওপর হামলা চালিয়েছে৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ