1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৎসজীবী হত্যা

১৮ জুলাই ২০১২

পারস্য উপসাগরে মার্কিন নৌ-বাহিনী একটি মাছ ধরার নৌকা লক্ষ্য করে গুলি চালালে নিহত হয় এক ভারতীয় মৎসজীবী, আহত হয় তিনজন৷ সংযুক্ত আরব আমিরশাহি সরকারের সঙ্গে এই ঘটনার যৌথ তদন্তের দাবি জানিয়েছে ভারত৷

ছবি: AP

দুবাই-এর অদূরে পারস্য উপসাগরের জাবেল আলি বন্দরের কাছে মার্কিন নৌ-বাহিনীর একটি জাহাজ থেকে গুলি বর্ষণে একজন ভারতীয় মৎসজীবী নিহত এবং তিনজন আহত হওয়ায় ভারত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে৷ ঐ চারজনই তামিলনাড়ুর বাসিন্দা৷ সংযুক্ত আমিরশাহির ভারতীয় রাষ্ট্রদুতকে নির্দেশ দেয়া হয়েছে, সেদেশের সরকারকে দিয়ে অবিলম্বে যেন আদালতে মামলা দায়ের করা হয়৷ ইউএই সরকার ঘটনার তদন্ত শুরু করেছে৷

মার্কিন প্রশাসন ঐ ঘটনায় দুঃখ প্রকাশ করে গুলি বর্ষণের যে কারণ দেখিয়েছে, ভারত তা মানতে অস্বীকার করেছে৷ গতকার নতুন দিল্লির মার্কিন দূতাবাস থেকে বলা হয়, বেশ কয়েকবার সতর্ক করে দেয়া সত্ত্বেও মাছধরা নৌকাটি জাহাজের খুব কাছে চলে আসে৷ তাই নিরাপত্তার কারণে গুলি চালাতে হয়৷

আহত ভারতীয় মৎসজীবীরা জানান, তাদের আদৌ সতর্ক করা হয়নি৷ দেখা দিয়েছে জলসীমা বিতর্ক৷ পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা ইউএই-এর ভারতীয় রাষ্ট্রদূতের কাছ থেকে ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন৷ আর ওয়াশিংটনে ভারতীয় রাষ্ট্রদূতকে বিষয়টি কর্তৃপক্ষের কাছে তোলার নির্দেশ দিয়েছেন৷ তারপরই নতুন দিল্লির মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইকে জানান ঘটনার তদন্ত হবে৷

এদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা হত্যার ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে চিঠি দিয়ে হতাহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ের জন্য বলেন৷

পর্যবেক্ষকরা মনে করেন, মার্কিন নৌ-বহরের উপস্থিতির দরুণ উপসাগরীয় এলাকা ভবিষ্যৎ সংঘাতের এক উৎসমুখে পরিণত হতে চলেছে৷ ইরাণের পরমাণু কর্মসূচির ইস্যুতে ইরাণের ওপর চাপ অব্যাহত রাখতে অ্যামেরিকা তার নৌশক্তি বাড়িয়ে চলেছে৷ যুক্তরাষ্ট্রের অভিযোগ, পারস্য উপসাগরে ইরাণ নৌঘাঁটি তৈরি করছে৷ সেখান থেকে আত্মঘাতি নৌযান পাঠাবার মতলব করছে৷ ইরাণের অভিযোগ, ভারতীয় মৎসজীবীদের ওপর গুলিবর্ষণ বলে দিচ্ছে, বিদেশি শক্তির উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তার পক্ষে কত বিপজ্জনক৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ