1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্থির শিক্ষাঙ্গন

১৩ সেপ্টেম্বর ২০১২

শিক্ষাঙ্গনে অস্থিরতা লেগেই আছে৷ আজ এ বিশ্ববিদ্যালয়ে তো কাল আরেকটিতে৷ এ পরিস্থিতি থেকে কীভাবে বেরোনো সম্ভব? ইমদাদুল হক মিলন মনে করেন, উপাচার্যদের ক্ষমতা বাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখতে হবে৷

ছবি: DW

বুয়েট পরিস্থিতি শান্ত হবার পরও নিশ্চিন্ত থাকা যাচ্ছে না৷ বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন আর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘাতের কথা মাথায় রেখে একটু বেশি সতর্কতা অবলম্বন করা দরকার মনে করছে সরকার৷ বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে সে কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷ উপাচার্যদের সতর্ক থাকতে বলেছেন তিনি৷ আর সবার মতো শিক্ষাঙ্গনের এমন পরিস্থিতিতে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনও উদ্বিগ্ন৷

MMT BM/130912/Interview IH Milan on situation in Bangladesh universities - MP3-Mono

This browser does not support the audio element.

তবে উদ্বেগ বা দুশ্চিন্তার পাশাপাশি ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে আশার কথাও শুনিয়েছেন তিনি৷ তাঁর মতে অস্থিরতার প্রধান কারণ অসুন্দর রাজনীতি এবং তার প্রভাব৷ এটা চলছে অনেক দিন ধরেই৷ কিন্তু জাতীয় স্বার্থেই এ অবস্থার পরিবর্তন দরকার৷ পরিবর্তন আনতে পারেন উপাচার্যরাই৷ তবে এত বড় কিছু আশা করার আগে ক্ষমতাও দিতে হবে তাঁদের৷ অবশ্য তাঁর আগে যে ক্ষমতাসীন দলের পছন্দের লোককেই উপাচার্য করার অলিখিত নিয়ম থেকে বেরিয়ে আসা দরকার সাক্ষাৎকারে সে কথাও বলেছেন ইমদাদুল হক মিলন৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ