1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপাচার্য ও শোভন-রাব্বানীর বিরুদ্ধে মামলা হবে না কেন?

১৬ সেপ্টেম্বর ২০১৯

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের বৈঠকে শোভনকে ছাত্রলীগের সভাপতি এবং রাব্বানীকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়৷ সূত্র বলছে, প্রধানমন্ত্রী বলেছেন, ওই দুইজন ‘মন্সটার' হয়ে গেছে৷

Bangladesch Rezwanul Haque Chowdhury Shovon und Golam Rabbani
ছবি: bdnews24.com

আমাদের প্রশ্ন, চাঁদাবাজি কি ফৌজদারি অপরাধ নয়? কোন কারণে চাঁদাবাজির জন্য অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে কোনো মামলা হবে না? আমার মতে, মামলা হওয়া উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধেও৷ বিষয়টি আমাদের সবার সামনে পরিষ্কার হওয়া উচিত৷ বলা হয়েছে, অন্যদিকে আমরা শুনেছি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে উপাচার্য টাকা দিয়েছেন এরকম একটি প্রেক্ষাপটে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ‘ফেয়ার শেয়ার' চেয়েছেন৷ আমরা ধরে নেই দুই পক্ষই সত্য বলেছেন৷ এবার একটি মামলা হওয়ার মাধ্যমে বিষয়টির সত্যাসত্য যাচাই করা দরকার৷

গণমাধ্যমে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম৷ পদচ্যুত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেনের কথোপকথনের একটি অডিও শোনা যাচ্ছে৷ এসব থেকে পাওয়া গল্পটি মোটামুটি এই রকম৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেছেন, এক হাজার ৪৪৫ কোটি টাকার ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পের ‘৪ থেকে ৬ শতাংশ' চাঁদা দাবি করেছিলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী৷

খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/P. Böll

প্রথমদিকে বেশ কয়েকটি গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করলেও, রাব্বানী ‘দ্য ডেইলি স্টার'-এর কাছে স্বীকার করেছেন যে, উপাচার্যের কাছে তারা তাদের ‘ন্যায্য পাওনা' দাবি করেছিলেন৷

তবে টাকার পরিমাণটি কত ছিলো তা জানাতে রাজি হননি৷ ‘ঈদের খরচ' হিসেবে ওই টাকা দাবি করেছিলেন বলেও জানান তিনি৷

জাবির উন্নয়ন প্রকল্পে বাধা হয়ে না দাঁড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এক কোটি ৬০ লাখ টাকা প্রদানের জন্য রাব্বানী উল্টো উপাচার্য ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন৷ তবে উপাচার্য এবং জাবি ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন৷

গল্পের উপসংহার মেনে নিলে সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত কিনা আপনারাই বলুন?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ