উপাচার্য নিয়োগ করতে পারবে না রাজ্য সরকার: হাইকোর্ট
১৪ মার্চ ২০২৩
কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। আদালত জানালো, উপাচার্যদের নিয়োগ করতে পারে না রাজ্য।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ বা পুনর্নিয়োগ করার কোনও ক্ষমতা রাজ্য সরকারের নেই। একমাত্র আচার্য এই নিয়োগ করতে পারেন। আর রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন রাজ্যপাল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
হাইকোর্ট এই নির্দেশও দিয়েছে যে, রাজ্য সরকার যে উপাচার্যদের নিয়োগ করেছিল, সেই পদ খারিজ করা হলো। তার মানে, এই উপাচার্যদের ইস্তফা দিতে হবে।
তবে এক্ষেত্রে সামান্য একটা জটিলতা আছে। সেটা হলো, সম্প্রতি উপাচার্যদের নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বর্তমান রাজ্যপাল আনন্দ বোসের কাছে গেছিলেন। রাজ্যপাল এই উপাচার্যদের পদের মেয়াদ তিনমাস বাড়িয়ে দিয়েছিলেন। যেহেতু এটা আচার্য রাজ্যপালের সিদ্ধান্ত, তাই এটা বলবৎ হওয়া উচিত।
ইস্তফা দিতে চান আলিয়ার নিগৃহীত উপাচার্য
উপাচার্য নিগ্রহের ঘটনার পর আলিয়া বিশ্ববিদ্যালয় আবার খবরের শিরোনামে। উপাচার্য মহম্মদ আলি ইস্তফা দিতে চেয়েছেন।
ছবি: Subrata Goswami/DW
আলিয়া বিশ্ববিদ্যালয়
দেশের অন্যতম পুরনো শিক্ষাপ্রতিষ্ঠান। এখন রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা এই বিশ্ববিদ্যালয়ের আগের নাম ছিল মহামেডান কলেজ অফ ক্যালকাটা। প্রথমে কলেজের ভবন ছিল শিয়ালদহের কাছে। তারপর ওয়েলেসলি স্কোয়ারে ক্যাম্পাস হয়। এখন পার্ক সার্কাস, তালতলা ও নিউ টাউনে আলিয়ার ক্যাম্পাস আছে।
ছবি: Subrata Goswami/DW
কী পড়ানো হয়
আলিয়াতে এখন পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, নার্সিং, বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয়। কলা বিভাগের বিষয়ের মধ্যে উর্দু, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজও আছে।
ছবি: Subrata Goswami/DW
উপাচার্য নিগ্রহ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন মহম্মদ আলি। আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। সেখান থেকে আলিয়ার উপাচার্যের দায়িত্ব নিয়েছেন। দিন কয়েক আগে গিয়াসুদ্দিন নামে এক ছাত্রনেতা ও তার দলবল উপাচার্যের ঘরে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে, চড় মারার হুমকি দেয়। তার উপর মানসিক নির্যাতন করে গিয়াসুদ্দিনরা। এই গিয়াসুদ্দিন একসময় তৃণমূল ছাত্রশাখার নেতা ছিল। আগেও সে দুইজন উপাচার্যকে নিগ্রহ করেছিল বলে অভিযোগ।
ছবি: Subrata Goswami/DW
দায়িত্ব ছাড়তে চান
মহম্মদ আলি এখন আলিয়ার দায়িত্ব ছাড়তে চান। তিনি বলেছেন, নৈতিক দায় নিয়ে তিনি এই পদ ছেড়ে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে চান। মহম্মদ আলি জানিয়েছেন, তিনি সত্যিই ভয় পেয়ে গেছিলেন। পুলিশকে ডাকলেও তারা আসেনি। তার মনে হচ্ছিল, গিয়াসুদ্দিনরা কিছু করে দেবে
ছবি: Subrata Goswami/DW
তৃণমূল নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, তাদের সঙ্গে গিয়াসুদ্দিনের কোনো সম্পর্ক নেই। কিন্তু গোটা ঘটনায় বেশ কিছু তৃণমূল নেতা ও মন্ত্রীর নাম সামনে এসেছে। কিছু ভিডিও ক্লিপে (যার সত্যতা ডিডাব্লিউ যাচাই করতে পারেনি) রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, গোলাম রাব্বানিদের নাম এসেছে। ছবিতে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে গিয়াসুদ্দিনকে দেখা যাচ্ছে।
ছবি: Subrata Goswam/DW
কে এই গিয়াসুদ্দিন?
গিয়াসুদ্দিন ২০১২-১৩ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল। ২০১৪ সালে গিয়াসুদ্দিনকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়। ২০১৭ সালে আলিয়া ক্যাম্পাসের হস্টেল থেকে টাকা আদায় করা ও ক্যান্টিনের টাকা নয়ছয় করা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ, পরপর দুই জন উপাচার্য আবু তালেব খান ও মহম্মদ আলিকেও হেনস্থা করে গিয়াসুদ্দিন। তারপর সে আলিয়া থেকে বহিষ্কৃত হয়।
ছবি: Subrata Goswami/DW
গিয়াসুদ্দিন গ্রেপ্তার
পুলিশ গিয়াসুদ্দিনকে গ্রেপ্তার করেছে। তাকে আদালত সাতদিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
ছবি: Subrata Goswami/DW
মুখ্যমন্ত্রীর দাবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''আলিয়াতে পুলিশ পদক্ষেপ নিয়েছে। যা করার করেছে। আলিয়াতে যারা পড়াশুনো করে, সবাই খুব ভালো। তবে তাদের ক্ষোভ থাকতে পারে। যে কটু কথা বলেছিল, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের এখানে কিছু হলে পুলিশ ব্যবস্থা নেয়।''
ছবি: Satyajit Shaw/DW
বিরোধীদের বক্তব্য
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ''একটা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কী করতে পারে, এটা তার প্রমাণ। আনিস খানকে নিয়ে ছাত্র আন্দোলন হচ্ছে। তার থেকে দৃষ্টি অন্যদিকে সরাতে এই ঘটনা।'' রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ''এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই এখন পশ্চিমবঙ্গের সংস্কৃতি। উপাচার্যকে ঘেরাও করা, বিক্ষোভ দেখানো রাজ্যে প্রায়ই হয়। কিন্তু আলিয়াতে যা হয়েছে তা নজিরবিহীন।''
ছবি: Satyajit Shaw/DW
রাজ্যপালের কাছে গেলেন না মুখ্যসচিব
আলিয়া-কাণ্ড নিয়ে জানতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেকথা তিনি টুইট করেও জানিয়েছিলেন। কিন্তু মুখ্যসচিব রাজ্যপালের কাছে যাননি।
ছবি: Prabakhar/DW
আনিসের মৃত্যু
কিছুদিন আগে ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়েছে। তার পরিবারের অভিযোগ, পুলিশের পোশাক পরিহিত চারজন বাড়ির ছাদ থেকে আনিসকে ঠেলে ফেলে দিয়েছিল। তাতেই তিনি মারা গেছেন। আনিস এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল।
ছবি: Subrata Goswami/DW
বিক্ষোভ চলছে
আলিয়া বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রবিক্ষোভ চলছে। উপাচার্যের সমর্থনে ও গিয়াসুদ্দিনের বিরোধিতা করে ছাত্রছাত্রীরা এখন আলিয়ায় বিক্ষোভ দেখাচ্ছেন।
ছবি: Subrata Goswami/DW
ছাত্রের দাবি
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইরফান শরিফও বিক্ষোভে সামিল হয়েছেন। ডিডাব্লিউকে তিনি বলেছেন, ''গিয়াসুদ্দিনরা আগেও সাধারণ ছাত্রদের আক্রমণ করেছিল। গিয়াসুদ্দিনের মাথার পিছনে অদৃশ্য হাত আছে। সেগুলিকে খুঁজে বের করতে হবে। গিয়াসুদ্দিনকে গ্রেপ্তার করে আনিস-কাণ্ডের মতোই সব ধামাচাপা দেয়ার চেষ্টা হচ্ছে।''
ছবি: Subrata Goswami/DW
ছাত্রনেতার বক্তব্য
পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মহম্মদ মাসাদুর রহমান ডিডাব্লিউকে বলেছেন, ''গিয়াসুদ্দিন বড় বড় নেতা-মন্ত্রীদের ছত্রছায়ায় আছে, তা ভাইরাল ক্লিপিংস থেকেই স্পষ্ট।'' মাসাদুর বলেন, গিয়াসুদ্দিনের মতো গুণ্ডাকে ছাত্রনেতা বলা উচিত নয়।
ছবি: Subrata Goswami/DW
14 ছবি1 | 14
তবে এই প্রশ্ন উঠছে, রাজ্যপাল তো পাকাপাকিভাবে এই উপাচার্যদের মেয়াদ বাড়াননি। তিনি তিনমাসের জন্য একটা ব্যবস্থা করেছিলেন। তাই এক্ষেত্রে হাইকোর্টের রায় বলবৎ হবে। উপাচার্যদের পদত্যাগ করতে হবে। তবে সরকারের তরফে রায় বিস্তারিতভাবে না দেখে কোনো মন্তব্য করতে চায় না শিক্ষা দপ্তর।
২০২১ সালে সেই সময়ের রাজ্যপাল ও বর্তমানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অভিযোগ করেছিলেন, রাজ্যের ২৪টি বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তারপর হাইকোর্টে অনুপম বেরা জনস্বার্থ মামলা দায়ের করেন।
সাবেক রাজ্যপাল ধনখড়ের সঙ্গে বিরোধের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বাদ দিয়ে উপাচার্য নিয়োগের উদ্যোগী হন। এমনকী রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয়া হয়, মুখ্যমন্ত্রীই রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন।
হাইকোর্টের রায়ে, রাজ্য সরকারের পরিকল্পনা বড় ধাক্কা খেল।