1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপাসনালয়ের ছবি বিভেদ ভুলিয়ে দেয়

৪ এপ্রিল ২০১৮

গোটা বিশ্বে ধর্ম নিয়ে লড়াই, বিভেদের শেষ নেই৷ কিন্তু সব ধর্মই কি এক শিক্ষা দেয় না? এক শিল্পী তাঁর ছবির মাধ্যমে বিভিন্ন ধর্মের উপাসনালয়ের মধ্যে মিল তুলে ধরছেন৷ নিজস্ব শৈলিতে তিনি সেই বৈশিষ্ট্য তুলে ধরছেন৷

Ausstellung Ola Kolehmainen - Geometric Light (Ola Kolehmainen/Gallery TaiK(Ausschnitt))
ছবি: Ola Kolehmainen/Gallery TaiK(Ausschnitt)

রোম শহরে প্যান্থিয়ন, ইস্তানবুলে হাগিয়া সোফিয়া অথবা ভিয়েনা শহরের সিনাগগ – গির্জা, মসজিদ বা সিনাগগ – ভালো করে তাকালে তবেই বোঝা যায় ঠিক কী দেখা যাচ্ছে৷

 ওলা কোলেমাইনেন প্রাচীন সব উপাসনালয়কেই মোটিফ হিসেবে বেছে নেন৷ উপযুক্ত পরিবেশ পেলে তবেই তিনি সে সবের ছবি তোলেন৷ তিনি বলেন, ‘‘প্রবেশ করার সময় উপযুক্ত আলোকসম্পাত চাই৷ আমি এক শক্তির খোঁজ করি৷ কিছু জায়গায় তা সহজেই পাওয়া যায়, অন্যান্য জায়গায় সেটা পাওয়া কঠিন৷ আবার সহজে পেলেও তা ক্যামেরাবন্দি করা কঠিন৷''

তাঁর ছবি বিভেদ ভুলিয়ে দেয়

02:28

This browser does not support the video element.

ওলা কোলেমাইনেন বার্লিনের ক্যাথিড্রালের ছবি তুলছেন৷ সেই লক্ষ্যে তিনি সঠিক মোটিফ, আদর্শ দাঁড়ানোর জায়গা ও আদর্শ আলো খুঁজছেন৷ ভিতরের অনবদ্য পরিবেশ ও মাত্রা ছবিতে ফুটিয়ে তোলাই আসল চ্যালেঞ্জ৷ ওলা বলেন, ‘‘আমি ছবিকে কয়েকটা ভাগে বিভক্ত করি৷ অর্থাৎ ভেঙে ফেলে আবার জোড়া দেই৷ কিন্তু সেটা নিখুঁত হয় না৷ নির্দিষ্ট দূরত্ব থেকে দেখলে দর্শকের ত্রিমাত্রিক উপলব্ধি হয়৷''

কোলেমাইনেন-এর শিল্পসৃষ্টি শুটিং-এর পর সৃষ্টি হয়৷ বার্লিনে নিজের স্টুডিওয় তিনি বিভিন্ন টুকরো জুড়ে বড় প্যানোরামা সৃষ্টি করেন৷ তিনি বলেন, ‘‘এ সবই ডিজিটাল পদ্ধতিতে করা সম্ভব৷ কিন্তু আমার অ্যানালগই পছন্দ৷ সঙ্গে হাইব্রিড সিস্টেম থাকে৷ স্থাপত্যের ছবি তোলা নয়, তাকে বিমূর্ত করাই আমার সৃষ্টির লক্ষ্য৷''

একটু দূরত্ব থেকে পর্যবেক্ষণ করলে ওলা কোলেমাইনেন-এর ছবিতে খ্রিষ্টান, ইহুদি ও মুসলিমদের উপাসনালয়গুলির মধ্যে মিল খুঁজে পাওয়া যায়৷

গ্যোনা কেটেলস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ