1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপ নির্বাচনের মান আরও নিচে নেমে গেছে: নির্বাচন কমিশনার

১২ নভেম্বর ২০২০

ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল আটটায় ৷ বিকালে নির্বাচন ভবন থেকে এই নির্বাচনের মান ‘আরও নিচে নেমে গেছে' বলে এক লিখিত বিবৃতিতে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

Bangladesch Wahlkommissar Mahbub Talukdar
ফাইল ছবিছবি: bdnews24.com

আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  ইভিএমে ঢাকা-১৮ উপ-নির্বাচন ভোটগ্রহণ হয় ৷ ভোটারদের ভোটকেন্দ্রে আসতে ‘বাধা দেওয়া হচ্ছে' , এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর৷ সেখানে পুলিশের সহযোগিতা ছিলো বলেও তিনি জানান৷

ধানের শীষ প্রার্থীর এসব অভিযোগ নাকচ করে দিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন৷ বিএনপির প্রার্থীর অভিযোগের কোনো সত্যতা পাননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

ভোট চলাকালে ঢাকার গুলিস্তান, মতিঝিল, শাহাবাগ, নয়া পল্টনে সাতটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুলের বাইরে ককটেল বিস্ফোরণও হয়েছে৷

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগেও কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছেন৷ ঢাকার এই উপ নির্বাচন নিয়েও তিনি ক্ষোভ  প্রকাশ করেছেন৷ নির্বাচন ভবনে নিজের অফিস থেকে ‘ঢাকা-১৮ উপ-নির্বাচন সম্পর্কে আমার বক্তব্য' শিরোনামে এক লিখিত বিবৃতি পাঠিয়েছেন বৃহস্পতিবার বিকালে ৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তাঁর সেই বিবৃতিতে বিরোধী দলের অংশগ্রহণ, সমান আচরণবিধি প্রতিপালন ও প্রার্থীদের এজেন্ট উপস্থিতি বিবেচনায় ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ নির্বাচন মানের দিক থেকে ‘আরও নিচে নেমে গেছে' বলে উল্লেখ করেছেন৷ মাহবুব তালুকদার নির্বাচনী এলাকার নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করেছেন৷ পরিদর্শন করার পর তিনি  মন্তব্য করেন, "এ নির্বাচন ‘মোটেই অংশগ্রহণমূলক হয়নি, কেবল একটু বুথ ছাড়া আমি বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট কোনো কেন্দ্রে দেখিনি৷ কোনো গণতান্ত্রিক দেশের জন্য এরকম নৈরাজ্য প্রবণতা মোটেই কাম্য নয়৷”  তিনি নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রত্যাশা করেন৷

  এনএস/কেএম ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ