1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উমরাহ পালনকারীদের জন্য খুলছে মক্কা

৮ আগস্ট ২০২১

উমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আগ্রহীদের আবেদন গ্রহণ করবে দেশটির সরকার৷ সোমবার থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে৷ তবে আবেদনকারীদের অবশ্যই করোনার টিকা নেয়া থাকতে হবে৷

Haj und Eid Al Adha 2021
ছবি: Saudi Ministry of Media/REUTERS

করোনা ভাইরাসের কারণে ১৮ মাস বন্ধ রাখার পর বিদেশি মুসল্লিদের উমরাহ পালনের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব৷ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, করোনার টিকাপ্রাপ্তরা ক্রমান্বয়ে মক্কায় উমরাহ পালনে আসতে পারবেন৷ ‘‘হজ ও উমরাহ মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের জন্য উমরাহর আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দিচ্ছে৷ সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উমরাহ পালনের আবেদনও ক্রমান্বয়ে গ্রহণ করা হবে৷''

ঘোষণা অনুযায়ী, যেসব দেশ থেকে সৌদি আরবে আসা আপাতত নিষিদ্ধ সেসব দেশের টিকা নেওয়া নাগরিকরাও আবেদন করতে পারবেন৷ তবে সৌদিতে পৌঁছানোর পর তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে৷

আবেদনকারীদের নেয়া করোনা টিকা সৌদি সরকারের অনুমোদিত হতে হবে৷ এখন পর্যন্ত ফাইজার-বায়োনটেক, আস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসন, এই চারটি টিকার অনুমোদন দিয়েছে দেশটি৷ আগতদের প্রয়োজনে কোয়ারান্টিনে থাকার শর্তও মানতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

রোববারের ঘোষণার আগে সৌদিতে বসবাসরত টিকাপ্রাপ্তদেরই শুধু উমরাহ পালনের সুযোগ ছিল৷ গত মাসে অনুষ্ঠিত হজে অংশ নেয়ার অনুমতি পেয়েছিলেন ৬০ হাজার বাসিন্দা৷ সৌদি প্রেস এজেন্সিকে উপ-হজমন্ত্রী আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত বলেন, কোন কোন দেশ থেকে এবং কতজন উমরাহ পালনকারী আসতে পারবেন সেটি নির্ধারণ করতে কাজ করছে সৌদি কর্তৃপক্ষ৷

এর আগে টিকাপ্রাপ্ত বিদেশি পর্যটকদের জন্য ১ আগস্ট থেকে সীমান্ত খোলে মধ্যপ্রাচ্যের দেশটি৷ 

এফএস/আরআর (এএফপি, রয়টার্স)

২২ জুলাইর ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ