উমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আগ্রহীদের আবেদন গ্রহণ করবে দেশটির সরকার৷ সোমবার থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে৷ তবে আবেদনকারীদের অবশ্যই করোনার টিকা নেয়া থাকতে হবে৷
বিজ্ঞাপন
করোনা ভাইরাসের কারণে ১৮ মাস বন্ধ রাখার পর বিদেশি মুসল্লিদের উমরাহ পালনের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব৷ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, করোনার টিকাপ্রাপ্তরা ক্রমান্বয়ে মক্কায় উমরাহ পালনে আসতে পারবেন৷ ‘‘হজ ও উমরাহ মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের জন্য উমরাহর আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দিচ্ছে৷ সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উমরাহ পালনের আবেদনও ক্রমান্বয়ে গ্রহণ করা হবে৷''
ঘোষণা অনুযায়ী, যেসব দেশ থেকে সৌদি আরবে আসা আপাতত নিষিদ্ধ সেসব দেশের টিকা নেওয়া নাগরিকরাও আবেদন করতে পারবেন৷ তবে সৌদিতে পৌঁছানোর পর তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে৷
সৌদি নাগরিকদের যেসব দেশে ভ্রমণ করা নিষেধ
পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এ মুহূর্তে কয়েকটি দেশে যাওয়া সৌদি আরবের নাগরিকদের জন্য নিষিদ্ধ৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Fayez Nureldine/AFP/Getty Images
হঠাৎ ঘোষণা...
জুলাইর শেষ সপ্তাহে কয়েকটি দেশে ভ্রমণ সাময়িকভাবে শুধু নিষিদ্ধ করেছে সৌদি সরকার৷ আরো বলেছে সেসব দেশে গেলে তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘‘এসব দেশে গিয়েছেন এমন প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে৷ দেশে ফেরার পর বড় অঙ্কের জরিমানা করার পাশাপাশি তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হবে তাদের বিরুদ্ধে৷’’
ছবি: Fayez Nureldine/AFP/Getty Images
যে কারণে নিষেধাজ্ঞা
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, যেসব দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, সেসব দেশে ভ্র্রমণের বিষয়েই এই কড়াকড়ি৷
ছবি: Fayez Nureldine/AFP/Getty Images
আর্জেন্টিনা
এ মুহূর্তে সৌদি আরবের নাগরিকরা দক্ষিণ অ্যামেরিকার দেশ আর্জেন্টিনাতেও যেতে পারবেন না৷ সেখানে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে৷
ছবি: Natacha Pisarenko/AP Photo/picture alliance
ভারত
এই মুহূর্তে যেসব দেশে সৌদি আরবের নাগরিকরা যেতে পারবেন না, সেসব দেশের তালিকার ওপরের দিকেই রয়েছে ভারত৷ দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত চার লাখ ২২ হাজারেরও বেশি মানুষ মারা গেছে৷
ছবি: Mahesh Kumar A./AP Photo/picture alliance
ব্রাজিল
আর্জেন্টিনার প্রতিবেশী দেশ ব্রাজিলের করোনা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো হলেও এখনো ভয়াবহ৷ সে দেশে সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষের প্রাণ গেছে করোনায়৷
ছবি: Andre Penner/AP Photo/picture alliance
মিশর
মিশরের করোনায় মৃতের সংখ্যা অনেক দেশের তুলনায় বেশ কম, মাত্র সাড়ে ১৬ হাজারের মতো৷ তবে সেখানেও হানা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট৷
ছবি: Ahmed Gomaa/Photoshot/picture alliance
যুক্তরাষ্ট্র
সৌদি নাগরিকদের জন্য এ মুহূর্তে ‘নিষিদ্ধ’ তালিকায় সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র৷ সেখানে করোনায় আক্রান্ত হয়ে ছয় লাখেরও বেশি মানুষ মারা গেছেন৷
ছবি: Ryan M. Breeden/Planetpix/ZUMAPRESS/picture alliance
ইন্দোনেশিয়া
এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ হাজারেরও বেশি মানুষ৷
ছবি: Willy Kurniawan/REUTERS
সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকাতেও করোনা পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ৷ সেখানে করোনা ভাইরাসের কাছে হার মেনেছেন ৭০ হাজারেরও বেশি মানুষ৷
ছবি: Rodger Bosch/AFP/Getty Images
পাকিস্তান, তুরস্ক ও অন্যান্য...
সৌদি আরবে এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষ করোনা সংক্রমণে মারা গেছেন৷ নতুন ভ্যারিয়েন্ট ঢুকে পরিস্থিতি যাতে আরো খারাপ না করে, তা নিশ্চিত করতেই কিছু দেশে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করছে সরকার৷ পাকিস্তান, আফগানিস্তান, ইথিওপিয়া, তুরস্ক, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতও আছে সেই তালিকায়৷
ছবি: Akhtar Soomro/REUTERS
10 ছবি1 | 10
আবেদনকারীদের নেয়া করোনা টিকা সৌদি সরকারের অনুমোদিত হতে হবে৷ এখন পর্যন্ত ফাইজার-বায়োনটেক, আস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসন, এই চারটি টিকার অনুমোদন দিয়েছে দেশটি৷ আগতদের প্রয়োজনে কোয়ারান্টিনে থাকার শর্তও মানতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷
রোববারের ঘোষণার আগে সৌদিতে বসবাসরত টিকাপ্রাপ্তদেরই শুধু উমরাহ পালনের সুযোগ ছিল৷ গত মাসে অনুষ্ঠিত হজে অংশ নেয়ার অনুমতি পেয়েছিলেন ৬০ হাজার বাসিন্দা৷ সৌদি প্রেস এজেন্সিকে উপ-হজমন্ত্রী আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত বলেন, কোন কোন দেশ থেকে এবং কতজন উমরাহ পালনকারী আসতে পারবেন সেটি নির্ধারণ করতে কাজ করছে সৌদি কর্তৃপক্ষ৷
বিদেশ থেকে কারো পবিত্র হজ পালন করতে যাওয়ার সুযোগ এবারও ছিল না৷ সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরতদের খুব ছোট একটা অংশই পেয়েছেন হজ পালনের সুযোগ৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Ahmed Yosri/REUTERS
সংখ্যা বৃদ্ধি
গত বছর সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরত মোট এক হাজার জনকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তে হজ পালনের সুযোগ দিয়েছিল সৌদি সরকার৷ এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হয় ৬০ হাজার৷ ওপরের ছবিতে হজ করতে আসা কয়েকজন হাজিকে মক্কার আরাফাত ময়দানে দেখা যাচ্ছে৷
ছবি: Ahmed Yosri/REUTERS
টিকা বাধ্যতামূলক
এবার এমন ৬০ হাজার জনকে সুযোগ দেয়া হয় যারা করোনার দুই ডোজ টিকাই নিয়েছেন৷এছাড়া বোতলজাত জমজমের পানি, প্যাকেটজাত পাথরের ব্যবস্থাও ছিল৷ ছবিতে মিনায় শয়তানের উদ্দেশে ছোঁড়ার জন্য প্যাকেট থেকে পাথর বের করছেন এক হাজী৷
ছবি: Ahmed Yosri/REUTERS
বয়সসীমা
সৌদি আরবের নাগরিক বা সেখানে অবস্থানরত বিদেশিদের মধ্যেও সব বয়সিরা কিন্তু হজের সুযোগ পাওয়ার জন্য আবেদন করতে পারেননি৷ শুধু ১৫ থেকে ৬৫ বছর বয়সি নারী, পুরুষদের দেয়া হয়েছে সেই সুযোগ৷
ছবি: Ahmed Yosri/REUTERS
১৫০ দেশ
করোনা মহামারির কারণে আয়োজন ছোট পরিসরের হলেও তাতে অংশ নিয়েছেন মোট ১৫০টি দেশের মুসলমান৷ওপরের ছবিতে আরাফাতের ময়দানে হাজিরা৷