1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ভ্রমণলাতিন আমেরিকা

উরুগুয়ের অন্যরকম ‘বিচ বাস’

১৩ আগস্ট ২০২৫

উরুগুয়ের আটলান্টিক উপকূল পৃথিবীর একপ্রান্তের শেষ বলে মনে হতে পারে৷ সেখানকার গ্রাম কাবো পোলোনিওতে মানুষের চেয়ে বেশি সীল বাস করে এবং সেখানে গাড়ি চালানোর জন্য কোনো রাস্তা নেই৷

সমুদ্র সৈকতের কাছে একটি ট্রাকের প্রতীকী চিত্র
পোলোনিওতে আসার অন্যতম আকর্ষণের হলো এই লাফানো, দোলানো ট্রাক যাত্রা৷ (প্রতীকী চিত্র)ছবি: Apu Gomes/AFP

তবে সেখানে একটি অন্যরকম ট্রাক চলে৷ এই ট্রাকে উঠতে প্রতিবছর কয়েক হাজার পর্যটক সেখানে ছুটে যান৷

কাবো পোলোনিওতে স্থায়ী বাসিন্দার সংখ্যা ১০০ জনেরও কম৷ গ্রীষ্মের ছুটির সময় কয়েক হাজার পর্যটক সেখানে যান৷ বেশিরভাগ দর্শনার্থীর জন্য সেখানে পৌঁছানোর একমাত্র উপায় একটি অনন্য ট্রাক, যা ‘বিচ বাস' নামেও পরিচিত৷ এডিসন লরেঞ্জো এমন এক ট্রাক চালান৷ তিনি বলেন, ‘‘এটিই একমাত্র জায়গা যেখানে আপনি এই ধরণের পরিবহণ পাবেন৷ কারণ কাবো পোলোনিও স্বতন্ত্র৷ এখানে আপনি ট্রাকে করে আট কিলোমিটার পথ ভ্রমণ করতে পারেন, যে পথের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর৷''

বিরল প্রজাতির ব্যাঙ এবং উদ্ভিদের আবাসস্থল হওয়ায় ট্রাকগুলোকে শুধুমাত্র একটি সরু রাস্তা ধরে চলাচলের অনুমতি দেওয়া হয়৷

পুরনো সামরিক ট্রাক থেকে অনন্য ‘বিচ বাস’ উরুগুয়েতে

04:21

This browser does not support the video element.

সবধরনের পথে চলতে পারা এসব ট্রাক উরুগুয়ের সেনাবাহিনী ব্যবহার করতো৷ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী থেকে এগুলো কেনা হয়েছিল৷ প্রতিটির আলাদা নাম আছে, সজ্জাও ভিন্ন৷ বেশিরভাগই চার চাকার ট্রাক, তবে কিছু ছয় চাকারও আছে৷

সেখানে ট্রাক চালানো একটি পারিবারিক ব্যবসা৷ বংশ পরম্পরায় এটি চলে আসছে৷ একজন চালক ফেডেরিকো কার্ডোজা জানান, ‘‘আমার বাবা এই কোম্পানির মালিক৷ তিনি সারা জীবন এখানেই কাটিয়েছেন৷ আমার ১৩ বছর বয়স থেকে আমি গাড়ি চালাচ্ছি৷''

আরেকজন চালক আগুস্টিনা নুনিয়েজ৷ একই বংশের সদস্য নুনেজ রঙিন ট্রাক চালান৷ তিনি বলেন, ‘‘আমি মা'র কাছ থেকে শিখেছি৷ তিনি ১৯৮৯ সালে এই ট্রাকগুলো চালানো প্রথম নারী ছিলেন৷ তাই আমি যখন ছোট ছিলাম তখন সবসময় তার সঙ্গে চড়তাম৷ এই ট্রাকের নাম মেডুসা, কারণ, আমি মেডুসার গল্পটি সত্যিই পছন্দ করি৷ আর সাপ আর রঙ৷''

যাত্রীদের জন্য কাবো পোলোনিওতে আসার অন্যতম আকর্ষণের হলো এই লাফানো, দোলানো ট্রাক যাত্রা৷

জোয়েল ডুলরয়/জেডএইচ

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ