1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘উহাদের গোল্ডেন নীরবতা'

১৬ জুলাই ২০১৪

হামাস যু্দ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজায় আবারো শুরু হয়েছে ইসরায়েলি হামলা৷ এই হামলায় এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার পাশাপাশি উঠে এসেছে মানবিক আবেদন৷

Palästina Israel Luftangriff auf den Gazastreifen 12.07.2014
ছবি: REUTERS

আমারব্লগে মাহবুবুল আলম লিখেছেন, ‘গাজায় মানবিক বিপর্যয়, গণহত্যা চালাচ্ছে ইসরায়েল৷' লিখেছেন, ‘‘গাজায় ইসরায়েলের হামলা সকল বর্বরতাকে হার মানিয়েছে৷ ইসরায়েল সেখানে নির্বিচারে গণহত্যা চালিয়ে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে৷ ইসরায়েলের এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠলেও গাজায় ইসরায়েলের বর্বরতা বন্ধতো হয়নি বরং বিশ্বের সকল শান্তিকামী মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে পবিত্র রমজান মাসে অবরুদ্ধ গাজায় বেসামরিক লোকজনসহ নিরপরাধ নারী-শিশুদের ওপর নির্বিচারে বোমা হামলা ও নির্মম নিধনযজ্ঞ চালিয়ে ফিলিস্তিনের পবিত্র ভূমিকে রক্তাক্ত করেছে৷'

মাহবুবুল আলম লিখেছেন, ‘‘আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকার আছে৷ গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও মানবতাবাদী বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷''

তিনি আরো লিখেছেন, ‘‘ইসরায়েলের অমানবিকতা ও নৃশংসতার বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠলেও সুপার পাওয়ার আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, তার মিত্র শক্তিবর্গ তথা বর্তমান বিশ্বের পাশ্চাত্য বৃহৎ শক্তিবর্গের পরোক্ষ-প্রত্যক্ষ মদদে ইসরায়েল তার নৃশংসতা অব্যাহত রাখতে সক্ষম হচ্ছে৷ সবচেয়ে বড় কথা মুসলিমবিশ্ব আরব লিগ, ওআইসিসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সংগঠনের মধ্যে রেষারেষি ও বৈরিতার সুযোগ নিচ্ছে আমেরিকাসহ পাশ্চাত্যশক্তির ধারক-বাহকরা৷''

নুরুজ্জামান মনে করছেন হামাস নিজ দেশের শত্রু৷ তিনি একটি কবিতা লিখেছেন আমারব্লগে৷ নাম দিয়েছেন ‘‘নিপাত যাও নিজ ঘরের যত শত্রু৷''

‘গাজা উপত্যকার রোদন-রব

কি ওদের ইন্দ্রজালের

প্রাচীরে আঘাত করে না!.....

ওরা মুসলিম তো?

নাকি গাদ্দারের দল!

এতো সহায় সম্পত্তি

তা কেন নিপীড়িতের কল্যাণে নয়,

নির্যাতিতের উপকারের অযোগ্য?

ওদের পানে চেয়ে বিজয় গানে

সুর দেয়া যাবে না৷

আঘাত হানো ওদের

ক্ষমতার দেয়ালে,

চুরমার করো স্বার্থপরের

যত কেল্লা,

নিপাত যাও নিজ ঘরের

যত শত্রু৷

সামহয়্যার ইন ব্লগে মোঃ মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘বাংলাদেশ থেকে প্রতিবাদ করতে যুক্ত হোন৷'

তিনি লিখেছেন, ‘‘নিরীহ মানুষগুলোর উপর চলছে গণহত্যা৷ আমরা নিশ্চুপ কেন? নিশ্চুপ কেন আজ মানবাধিকার সংগঠনগুলো? আমরা বাংলাদেশিরা প্রতিবাদ জানাচ্ছি৷ প্রতিবাদ জানাচ্ছি সামহোয়্যার ইন ব্লগ থেকে, জানাচ্ছি তীব্র নিন্দা৷ বাংলাদেশ থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি৷''

একই ব্লগে ব্রাত্য রাইসু একটি কবিতা লিখেছেন৷ শিরোনাম ‘উহাদের গোল্ডেন নীরবতা৷'

‘‘জাতিসংঘ, বারাক ওবামা আর ডক্টর ইউনূস

এরা সব শিশু হত্যাকারী --

নিশ্চয়ই নয়;

নয় তারা নরমাংসভোজী --

ওরাও মানুষ

জাস্ট ইসরায়েলের ভবিষ্যৎ চিন্তায়

কাতর

তাই

আপাতত নীরবতা

তাদের ঈশ্বর!''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ