1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসৌদি আরব

উৎপাদন কমানোর ঘোষণায় তেলের দাম বাড়ছে

Sanjiv Burman৩ এপ্রিল ২০২৩

তেল রপ্তানিকারক দেশের সংস্থা ওপেক-এর কয়েকটি সদস্যরাষ্ট্র রোববার তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে৷ সে কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে৷

ওপেক-এর কয়েকটি সদস্যরাষ্ট্র রোববার তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে৷ সে কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে৷
ওপেক-এর কয়েকটি সদস্যরাষ্ট্র রোববার তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে৷ সে কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে৷ছবি: Bilal Qablan/AFP/Getty Images

বাজার স্থিতিশীল রাখতে ‘সতর্কতা' হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওপেক৷ এর ফলে এ বছরের মে থেকে শেষ পর্যন্ত প্রতিদিন দশ লাখের চেয়ে বেশি ব্যারেল তেল কম উৎপাদন করা হবে৷ এর আগে গত অক্টোবরে দিনপ্রতি তেল উৎপাদন ২০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছিল ওপেক৷

রোববারের ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫.৩ শতাংশ বেড়ে ৮৪.১ ডলার হয়েছে- যা চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ৷

এর আগে গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া দিনপ্রতি তেল উৎপাদন পাঁচ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছিল৷

তেলের দাম বৃদ্ধি তেল আমদানিকারক দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷

তবে তেলের দাম বাড়লে রাশিয়া লাভবান হবে৷ কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ইইউসহ কয়েকটি গুরুত্বপূর্ণ তেলের বাজার হারিয়েছে৷

তেল উৎপাদন বাড়াতে সৌদি আরব ও অন্যান্য বন্ধুরাষ্ট্রকে অনুরোধ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র৷ কিন্তু এতে সফলতা আসেনি৷ ওপেকের সবচেয়ে বড় তেল উৎপাদক সৌদি আরব দিনপ্রতি তেল উৎপাদন পাঁচ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে৷

এছাড়া ইরাক দিনপ্রতি দুই লাখ ১১ হাজার ব্যারেল, সংযুক্ত আরব আমিরাত এক লাখ ৪৪ হাজার, কুয়েত এক লাখ ২৮ হাজার, কাজাখস্তান ৭৮ হাজার, আলজেরিয়া ৪৮ হাজার এবং ওমান ৪০ হাজার ব্যারেল কম তেল উৎপাদন করবে বলে জানিয়েছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ