1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

উৎসবের আগে কেন টানা দুইদিন কলকাতায় গুলি চলেছে?

২২ সেপ্টেম্বর ২০২৫

উৎসবের আগে পরপর দুইদিন কলকাতায় গুলি চললো৷ সোমবার গার্ডেনরিচে গুলিতে একজনের মৃত্যু হয়েছে৷ নিউটাউনে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ৷

উৎসবে সেজে ওঠে কলকাতা। প্রচুর মানুষ রাস্তায় নামেন।
উৎসবের কলকাতায় কেন পরপর দুই দিন গুলি চললো?ছবি: Subrata Goswami/DW

রোববার গুলি চলেছিল চারু মার্কেটে একটি জিমে৷ দুই দুষ্কৃতী জিমের বাইরে মোটরসাইকেল পার্ক করে জিমের ভিতরে ঢুকে গুলি চালায়৷ জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালালেও তিনি বেঁচে যান৷ দুষ্কৃতীরা পালায়৷ 

কিন্তু সোমবার গার্ডেনরিচে অজ্ঞাতপরিচয় একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন৷ সকাল নটা ৪০ নাগাদ গার্ডেনরিচের মানুষ একটা গুলির শব্দ পান৷ এক যুবককে পড়ে থাকতে দেখেন৷ তার কাছে একটা পিস্তলও পাওয়া যায়৷ যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ 

ডিসি পোর্টের অফিসের কাছে এই ঘটনা ঘটে৷ ওই জায়গায় বেশ কয়েকটি কারখানা আছে৷ ঠিকা শ্রমিকরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন৷ তাছাড়া জায়গাটা ফাঁকা থাকে৷ ডিসি পোর্টসহ বাকি পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান৷ 

পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাতে থাকে৷ পুলিশ জানিয়েছে, কীভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷ আগ্নেয়াস্ত্রটি নিয়েও তদন্ত হচ্ছে৷ 

ডিসি পোর্ট বলেছেন, ‘‘এখনই এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না৷ এটা খুনের ঘটনা কিনা তাও বলতে পারছি না৷ আমরা তদন্ত করছি৷’’ 

চারু মার্কেটের ঘটনা

রোববার চারু মার্কেটে একটি জিমের মধ্যে দুই যুবক মুখ ঢেকে ঢুকে পড়ে৷ দুজনের হাতে পিস্তল ছিল৷ তাদের গায়ে রেনকোট ছিল৷ মাথায় হেলমেট ছিল৷ তারা মালিককে ডেকে দিতে বলে৷ দুজনেই গুলি চালায়৷ তারপর তারা মোটরসাইকেল করে পালায়৷ 

মালিকের গায়ে গুলি লাগেনি৷ যুবকদের চিহ্নিত করা যায়নি৷ পুলিশের তদন্ত চলছে৷ 

ডিসি সাউথ প্রিয়ব্রত রায় জানিয়েছেন, ‘‘বুলেটের খোল পাওয়া হয়েছে৷ এটা কেন হলো, তা দেখছি৷ কারা এসেছিল, সেটাও দেখা হচ্ছে৷’’

চারু মার্কেট খুবই ব্যস্ত এলাকা৷ সেখানে দিনেদুপুরে এই ঘটনা কী করে ঘটতে পারে? ডিসি সাউথ বলেছেন, সব তদন্ত করে দেখা হচ্ছে৷ 

নিউটাউনের ঘটনা

সোমবার সকালে নিউটাউনে একজন অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ পাওয়া যায়৷ ইকো পার্কের কাছে এই মৃতদেহ উদ্ধার হয়৷ রাস্তার উপর তার মৃতদেহ পড়েছিল৷ 
শ্রমিকরা জানিয়েছে, লেবার রুম থেকে চারটে মোবাইল চুরি হয়েছিল৷ তারা সেই মোবাইল চোরকে খুঁজছিলেন৷ 
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, নাকি, কেউ হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ 

রাজনৈতিক প্রতিক্রিয়া

পরপর দুই দিনে দুই জায়গায় গুলি এবং একটি মৃতদেহ উদ্ধারের পর আবার প্রশ্ন উঠেছে, কলকাতা কতটা নিরাপদ শহর? কলকাতায় উৎসবের সময় শুরু হয়েছে৷ এখন লাখ লাখ মানুষ প্রতিদিন ও রাতে বিভিন্ন মণ্ডপে ঘুরছেন৷ 
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘‘বিহার উত্তরপ্রদেশ এখন শান্ত৷  পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের রাজ্য বলে তারা মনে করছে৷ পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর রয়েছে৷’’

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, ‘‘গুলি চললো৷ এখনো কেউ গ্রেপ্তার হলো না কেন?’’
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘‘এটা স্থনীয় বিচ্ছিন্ন ঘটনা৷ কংগ্রেসের জমানায় কতজনের মৃত্যু হয়েছিল, সেটা কংগ্রেস দেখুক৷ তারপর গুলি নিয়ে কথা বলবে৷’’

কেন এত গুলি চলছে?

অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেছেন, ‘‘চারু মার্কেটের ঘটনা ঘটেছে থানার কাছে, সেখানে কিছুটা দূরেই ট্রাফিক পুলিশের কিয়স্ক আছে৷ সেখানে নয় মিলিমিটার অত্যাধুনিক পিস্তল নিয়ে দুষ্কৃতীরা ঢুকে পড়লো৷ এই ঘটনার সঙ্গে সম্ভবত ভয় দেখিয়ে টাকা আদায়ের সম্পর্ক আছে৷ এটা একদিকে যেমন সাধারণ মানুষকে ভয় দেখানোর উদাহরণ, তেমনই এটা ক্ষয়িষ্ণু শাসন ব্যবস্থার প্রমাণ৷’’

সলিল ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘সোমবারে গার্ডেনরিচের ঘটনাটা ঘটেছে ডিসি পোর্টের অফিসের কাছে৷ তার কাছে পিস্তল পড়ে ছিল৷ এই ঘটনাগুলো প্রমাণ করে কলকাতায়, বেআইনি অস্ত্র কতটা  সহজে পাওয়া যায়৷ সেই সঙ্গে এটাও প্রমাণ করে,  কলকাতা অত্যাধুনিক শহর হওয়া সত্ত্বেও সিসিটিভির না থাকার সমস্যা কতটা প্রবল৷’’
সাবেক পুলিশ কর্তা মনে করেন, ‘‘রাজ্যে আইনের শাসন বিপর্যস্ত হয়ে পড়েছে৷ সাধারণ মানুষের কোনো সুরক্ষা নেই৷ তাই ভয় পাওয়ার কারণ আছে৷ শহরে নারীর সুরক্ষাও প্রশ্নের মুখে৷ প্রতিদিন দুর্নীতি বড় সমস্যার আকার নিচ্ছে৷ ফলে খুবই চিন্তাজনক পরিস্থিতি তৈরি হয়েছে৷’’

জিএইচ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ