1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

৩০ সেপ্টেম্বর ২০১৯

মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে৷ এর জন্য বিভিন্ন উৎসবের আয়োজন করেছে চীন৷ এদিকে বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছেন হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা৷

উৎসবের জন্য তৈরি চীনছবি: Getty Images/A. Kwan

১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুং৷ মঙ্গলবার সেই একই স্থানে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে ১৫ হাজার সেনা এক কুচকাওয়াজে অংশ নেবেন৷ এরপর সামরিক বাহিনীর আধুনিকতম সমরাস্ত্র প্রদর্শন করা হবে৷ সেনাদের কুচকাওয়াজের পর প্রায় এক লাখ সাধারণ নাগরিক আরেকটি কুচকাওয়াজে অংশ নেবেন৷ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বক্তব্য রাখবেন৷

এর আগে সোমবার সন্ধ্যায় তিয়েনআনমেন চত্বরে আতশবাজি পোড়ানো এবং ৭০ হাজার কবুতর ও ৭০ হাজার বেলুন ওড়ানো হয়েছে৷

রাজধানী বেইজিং চীনের জাতীয় পতাকা, লণ্ঠন, ফুল ও রাজনৈতিক স্লোগান দিয়ে ছেয়ে ফেলা হয়েছে৷

বিক্ষোভের জন্য তৈরি হংকং

প্রায় চার মাস ধরে প্রতি সপ্তাহান্তে হংকংয়ে বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থিরা৷ তবে এবার চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে মঙ্গলবার বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা৷

শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের জন্য পরিচিত ‘সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট’ বা সিএইচআরএফ মঙ্গলবার বিক্ষোভের জন্য অনুমতি চাইলে তা প্রত্যাখ্যান করেছে হংকং কর্তৃপক্ষ৷

তবে তারপরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন একদল বিক্ষোভকারী৷ তাঁরা সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসারও আহ্বান জানিয়েছেন৷

বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন একদল বিক্ষোভকারীছবি: Getty Images/AFP/N. Asfouri

পুলিশ কর্মকর্তা জন সে মনে করছেন, হংকংয়ে মঙ্গলবারের বিক্ষোভ ‘খুব খুব বিপজ্জনক’ হবে৷ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি বলছেন, কট্টরপন্থি বিক্ষোভকারীরা পুলিশ ‘হত্যা'র প্রতি সমর্থন জানাচ্ছেন৷

এদিকে, বিক্ষোভের কথা মাথায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবার ঘরের ভেতর করছে হংকং সরকার৷

জেডএইচ/এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ