1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবৈধ অস্ত্রের ব্যবহার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ অক্টোবর ২০১২

বাংলাদেশে অবৈধ অস্ত্রের ব্যবহার এবং চোরাচালান বেড়ে যাচ্ছে৷ এখন এখানে ভাড়ায়ও অবৈধ অস্ত্র পাওয়া যায়৷ আর এইসব অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় চাঁদাবাজীসহ নানা অপরাধমূলক কাজে৷

ছবি: picture alliance/dpa

অবৈধ অস্ত্র ব্যবসায়ী দলের ২ জন সদস্য আসগর আলী এবং জাহাঙ্গীর হোসেন গোয়ন্দাদের হাতে ধরা পরার পর কথা বলেন ডয়চে ভেলে সঙ্গে ৷ তারা জানান, সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র আনা হয়৷ আর এসব অবৈধ অস্ত্র তারা সন্ত্রাসী, চাঁদাবাজসহ স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের কাছে বিক্রি করেন৷ আর ঝামেলা এড়াতে এখন সন্ত্রাসী গ্রুপের কেউ কেউ অস্ত্র না কিনে ভাড়ায়ও নেয়৷ পিস্তল রিভলভারের মত একটি আগ্নেয়াস্ত্র ২৪ ঘন্টার জন্য ভাড়া দিলে ৪ থেকে ৫ হাজার টাকা আয় হয়৷

গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মশিউর রহমান ডয়চে ভেলেকে জানান, নানা কৌশলে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র দেশের ভিতরে নিয়ে এসে ঢাকায় পাঠায় অস্ত্রের চোরাকারবারীরা৷ এজন্য তারা ফলের ট্রাক, ওষুধের বড় প্যাকেট ব্যবহার করে৷ আর সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম জানান, বিভিন্ন উৎসবের সময় ঢাকাসহ সারাদেশে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যায়৷ কারণ তখন চাঁদাবাজ-সন্ত্রাসীরা বেশি সক্রিয় থাকে৷ তিনি জানান, এইসব অবৈধ আগ্নেয়াস্ত্র এবং চাঁদাবাজির সঙ্গে কিছু রাজনৈতিক নেতাও জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে৷

পুলিশ সূত্র জানায় প্রতিবছর সারা দেশে ১ হাজারের মত অবৈধ আগ্নেয়াস্ত্র আটক হয়৷ গত এক মাসে রাজধানীতে আটক হয়েছে একশো'রও বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র৷ তবে এর এর বাইরে আরো অনেক বেশি পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র আছে সন্ত্রাসীদের হাতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ