1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, টিকা আর সচেতনতার তাগিদ

২ জানুয়ারি ২০২২

বাংলাদেশে করোনা সংক্রমণ আবারো বাড়ছে৷ গত এক সপ্তাহে করোনা সংক্রমণ শতকরা গড়ে ৬০ ভাগ বেড়েছে৷ আর দেশে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ১০জন চিহ্নিত হয়েছে৷

Bangladesch | Beginn der Covid-19 Impfungen bei Schülern
প্রতীকী ছবিছবি: Mortuza Rashed

গত বছর ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর টালমাটাল ছিল দেশের স্বাস্থ্যব্যবস্থা৷ হাসপাতালে রোগিদের ভিড়, অক্সিজেন সংকটসহ নানা পরিস্থিতির মুখে পড়তে হয়েছে মানুষকে৷ এদিকে ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বরে নানা দেশে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে৷ সেই সাথে যুক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের আতঙ্ক৷

কয়েক মাসতুলনামূলক কম থাকার পর বাংলাদেশেও গত কয়েকদিন ধরে সংক্রমণের উর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে৷ পরিস্থিতি সামলাতে তাই জোর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের৷

বাড়ছে সংক্রমণ

গত ডিসেম্বরের ৬ তারিখে বাংলাদেশে করোনা সংক্রমণের  হার শতকরা এক ভাগের কাছাকাছি নেমে এসেছিল৷ ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়া এবং কমার মধ্য দিয়ে এই ধারা অব্যহত ছিল৷ ১৮ ডিসেম্বরেও সংক্রমণের হার ছিল শতকরা এক ভাগের কিছু বেশি৷ কিন্তু এরপর থেকে সংক্রমণ আবার বাড়তে থাকে৷ গত ২৪ ঘন্টায় শনাক্তের হার শতকরা ২.৯১ ভাগে উন্নীত হয়েছে৷

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, স্থিতিশীল থাকার পর সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী রয়েছে৷ গত ২০ ডিসেম্বর থেকে দেশে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে৷ গত এক মাসের মধ্যে ২০ ডিসেম্বর পর্যন্ত সংক্রমণের মাত্রা ছিল দুই শতাংশের নীচে, অনেক ক্ষেত্রে তা এক শতাংশের কাছাকাছি ছিল৷ গত ২৬ ডিসেম্বর শনাক্তের হার ছিল দুই শতাংশের নীচে৷ তারপর থেকে এখন পর্যন্ত তা দুই শতাংশের নীচে আর নামেনি৷ গত ৩১ ডিসেম্বর শনাক্তের হার বেড়ে  দুই দশমিক ৭৪ শতাংশ হয়৷

‘আগের সাত দিনের তুলনায় সংক্রমণ ৬০ শতাংশ বেড়েছে’

This browser does not support the audio element.

তিনি জানান, ‘‘গত সাত দিনে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯২৪ জনের৷ আগের সাত দিনের তুলনায় সংক্রমণের মাত্রা প্রায় ৬০ শতাংশ বেড়েছে৷ গত সাত দিনে মৃত্যু হয়েছে ২০ জনের, যা আগের সপ্তাহের তুলনায় অনেক বেশি৷’’

তিনি বলেন, গত নভেম্বরে করোনা রোগী ছিল ছয় হাজার ৭৪৫ জন৷ ডিসেম্বেরে তা বেড়ে  হয়েছে ৯ হাজার ২৫৫ জন৷

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন৷ মারা গেছেন একজন৷ সারাদেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন৷ মারা গেছেন ২৮ হাজার ৭৭ জন৷ ৬১ থেকে ৭০ বছর বয়সি মানুষ সবচেয়ে বেশি মারা গেছেন, শতকরা ৩১.২ ভাগ৷

করোনা সংক্রমণে এখনো সবার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ৷

‘টিকাদান ও সচেতনতা জরুরি’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা লেনিন চৌধুরী বলেন, ‘‘আমরা মোট জনগোষ্ঠীর ৮০ভাগের অর্ধেককে এখনো টিকা দিতে পারিনি৷ টিকা পর্যাপ্ত থাকার পরও মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে৷ আমাদের দরকার এখন সবাইকে টিকার আওতায় আনা৷ আমাদের প্রচার-প্রচারণা পর্যাপ্ত নয়৷ সত্যিকার অর্থে কমিউনিটিকে এখনো সম্পৃক্ত করা যায়নি৷ এটা করা না হলে টিকায় সফলতা পাওয়া কঠিন৷’’

‘স্বাস্থ্য সচেতনতা এখন নেই বললেই চলে’

This browser does not support the audio element.

স্বাস্থ্য সতেনতা এখন নেই বললেই চলে৷ আর অনেকে মনে করছেন দুই ডোজ টিকা দেয়ার পর আর কোনো ভয় নাই৷ এই প্রবণতা অনেক ক্ষতিকর বলে মনে করেন করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. মো শহীদুল্লাহ৷

তিনি বলেন, ‘‘আমাদের মাস্ক পরতে হবে এবং সভা সেমিনার যত বেশি অনলাইনে করা যায় ততই ভালো৷ আর দ্রুত সবাইকে করোনার টিকা দিতে হবে৷’’

তার দাবি, ‘‘ওমিক্রন নিয়ে আতঙ্কের তেমন কিছু না থাকলেও এটা খুব দ্রুত ছড়ায়৷ তাই যারা টিকা নেননি তাদের মধ্যে এটা দ্রুত ছাড়ানোর আশঙ্কা আছে৷’’

জানা গেছে, জাতীয় পরামর্শক কমিটির পক্ষ থেকে মাস্ক ব্যবহারে কঠোরতা আরোপ করার জন্য সুপারিশ করা হচ্ছে৷ সভা সমবাবেশ অনলাইনে করার ওপর তাগিদ দেয়া হবে৷ জোর দেয়া হবে ভ্যাকসিন প্রদানের ওপর৷

ডা. লেনিন চৌধুরী বলেন, ‘‘ওমিক্রন ঠেকানোর জন্য স্থল এবং আকাশপথের প্রবেশে স্ক্যানিং এখনো কার্যকর নয়৷ এগুলো কার্যকর করা প্রয়োজন৷’’  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ