1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঋতুপর্ণাদের এশিয়ান কাপের জন্য বাফুফের যত পরিকল্পনা

বদিউজ্জামান মিলন
১৫ জুলাই ২০২৫

বাছাই পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ৷ এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে তাই সমানভাবে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম৷

জয়ের পর উচ্ছ্বাসের মুহূর্তে বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড়রা৷
টানা দুবারের সাফজয়ী নারীদের দক্ষিণ এশিয়াতে আদৌ প্রমাণের কিছু ছিল? সাফ চ্যাম্পিয়ন দলটিকে এশিয়ার মঞ্চে খেলার সুযোগ সেভাবে দিত না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷ অথচ সেই মেয়েরাই নিজেদের যোগ্যতায় খেলবে এশিয়ার সর্বোচ্চ প্লাটফর্মে৷ছবি: Badiuzzaman Milon

এএফসি এশিয়ান কাপের অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকলে চোখে পড়বে ঋতুপর্ণা চাকমার ছবি৷ অস্ট্রেলিয়া, চীন, জাপানের তারকা ফুটবলারদের পাশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের এই ফরোয়ার্ড৷

নারী এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের টিকিট বিক্রি শুরু ১৮ জুলাই৷ যে বিজ্ঞাপনে এএফসি রেখেছে ঋতুপর্ণাকে৷

বিজ্ঞাপনটিকে চাইলে প্রতীকী হিসেবে দেখাই যায়৷ বাছাই পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ৷ এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে তাই সমানভাবে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম৷ 

আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়াতে বসবে নারী এশিয়ান কাপের আসর৷ যেখানে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া৷ আরও খেলবে গত আসরের চ্যাম্পিয়ন চীন৷ যারা এশিয়ান কাপে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়ায় সরাসরি খেলার সুযোগ পেয়েছে৷ রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় জাপানও সরাসরি খেলবে৷

এশিয়ান কাপের ১২ দলের মধ্যে বাকি ৮টি দল বাছাইপর্ব পেরিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে৷ বাংলাদেশ ‘সি' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে খেলবে অস্ট্রেলিয়ায়৷ বাছাই পর্বে বাংলাদেশ হারিয়েছে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে৷ এই জয়গুলোর মাহাত্ম্য শুধু একটি বাক্যে লিখে শেষ করা যাবে না৷ কারণ বাংলাদেশ (১২৮) র‌্যাঙ্কিংয়ে বাহরাইনের চেয়ে (৯২) ৩৬ ধাপ পিছিয়ে পড়া দল এবং মাঠের লড়াইয়ে সেই বাহরাইনকে হারিয়ে দিয়েছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে৷ এরপর বাংলাদেশ হারিয়েছে গ্রুপের টপ ফেবারিট স্বাগতিক মিয়ানমারকে, যাদের র‌্যাঙ্কিং ৫৫৷ গ্রুপের কঠিন প্রতিপক্ষ মিয়ানমারকে ২-১ গোলে হারানোয় বড় অবদান রাখেন ঋতুপর্ণা চাকমা৷ দুর্দান্ত দুটি গোল করে সবাইকে মুগ্ধ করেন তিনি৷ গ্রুপের সবচেয়ে দুর্বল দল তুর্কমেনিস্তানকে (১৪১) অনুমিতভাবেই হারায় (৮-০) বাংলাদেশ৷

এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় দু দুবার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বাংলাদেশের মেয়েরা৷ টানা দুবারের সাফজয়ী নারীদের দক্ষিণ এশিয়াতে আদৌ প্রমাণের কিছু ছিল? সাফ চ্যাম্পিয়ন দলটিকে এশিয়ার মঞ্চে খেলার সুযোগ সেভাবে দিত না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷ অথচ সেই মেয়েরাই নিজেদের যোগ্যতায় খেলবে এশিয়ার সর্বোচ্চ প্লাটফর্মে৷

বাংলাদেশের সানজিদার ইস্টবেঙ্গলে অভিষেক

03:03

This browser does not support the video element.

বিশ্বকাপে খেলার স্বপ্ন

প্রথমবারের মতো এশিয়ান কাপের স্বপ্ন পূরণ হয়েছে মারিয়া মান্দা, আফঈদা খন্দকারদের৷ এবার তারা স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার৷

বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারত, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, ‍উজবেকিস্তান, ফিলিপাইন্স ও উত্তর কোরিয়া এরই মধ্যে অস্ট্রেলিয়ার টিকিট পেয়েছে৷ শুধু ‘এ' গ্রুপের বাছাই পর্বের কিছু ম্যাচ এখনও বাকি৷ ১৯ জুলাইয়ের পর পাওয়া যাবে এশিয়ান কাপের ১২তম দলটি৷

এই ১২ দল নিয়ে ২৯ জুলাই হবে চূড়ান্ত পর্বের ড্র৷ এরপরই জানা যাবে বাংলাদেশ খেলবে কোন গ্রুপে৷ প্রতিপক্ষ হিসেবেই বা কোন কোন দেশ পাবে৷

২০২৭ সালের ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে বাংলাদেশের৷ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপের সেরা ৬ দলের মধ্যে থাকলেই বাংলাদেশ খেলতে পারবে বিশ্বকাপে৷ তবে পরের দুই দলের মধ্যে থাকলেও সুযোগ রয়েছে৷ সে ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নিতে হবে৷ আর এশিয়ান কাপের সেরা আটে থাকলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশের মেয়েরা৷ ভারত, ভিয়েতনামের মতো দলগুলো চূড়ান্ত পর্বে ওঠায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে৷

ছবি: Badiuzzaman Milon

এশিয়ার কাপের প্রস্তুতি

বাফুফে এরই মধ্যে নারী ফুটবলারদের এশিয়ান কাপের প্রস্তুতির কার্যক্রম শুরু করেছে৷ জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার তো ঋতুপর্ণাদের জন্য বৈশ্বিক ‘এক্সপোজার', চেয়েছেন৷ শুধু টুর্নামেন্ট জেতা বা কোয়ালিফাই করা নয়, বিশ্বমঞ্চে খেলার জন্য ও বিশ্বমানের প্রস্তুতির জন্য প্রয়োজন নিয়মিত প্রীতি ম্যাচে খেলার সুযোগ, অভিজ্ঞতা ও প্রতিযোগিতার মুখোমুখি হওয়া৷ সেটাই দরকার এই মেয়েদের৷ তবে এর পাশাপাশি ফুটবলারদের ফিটনেস, ডিসিপ্লিন ও মানসিক দৃঢ়তা তৈরিতেও নজর দিয়েছেন তিনি৷

এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলতে মুখিয়ে রয়েছেনসাফের সেরা ফুটবলার ঋতুপর্ণা৷ মার্চের আগে যত বেশি সম্ভব ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান রাঙামাটির এই ফুটবলার৷ তিনি বলেন, ‘‘আমি এখন জাতীয় দলের ক্যাম্পে নেই৷ ভুটানে নারী লিগ খেলছি৷ কিন্তু নিজের যা যা করার দরকার যেমন কঠোর অনুশীলন সেগুলো করে যাবো৷ পাশাপাশি এশিয়ান কাপে যাওয়ার আগে আমাদের অবশ্যই বড় দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার দরকার৷ তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ‍দুর্বলতা ও শক্তি কোথায়৷ দেশের বাইরে গিয়েও ট্রেনিং করা দরকার আমাদের৷''

প্রয়োজন আরও সুযোগ-সুবিধার

বর্তমান নারী দলের বড় সমস্যা আবাসন৷ বাফুফের মতো ব্যস্ত দাপ্তরিক ভবনের চতুর্থ তলার ১১টি কক্ষে প্রায় ৭০ নারী ফুটবলার থাকেন৷ অথচ এই ভবনে নেই লিফট৷ দৈনিক একাধিকবার ট্রেনিং, জিম সেরে সেই ভবনের সিঁড়ি বেয়ে ক্লান্ত মেয়েদের পৌঁছাতে হয় কক্ষে৷ একেকটি কক্ষে ছয় থেকে আটজনকে থাকতে হয় গাদাগাদি করে৷

কিন্তু যে মেয়েরা বাংলাদেশকে এত বড় সাফল্য এনে দিচ্ছেন তাদের জন্য আরও ভালো সুযোগ সুবিধা প্রয়োজন বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার রেহানা পারভীন৷ তিনি বলেন, ‘‘আমাদের ফুটবলাররা যেখানে থাকে ওটার পরিবর্তন করা দরকার৷ ওদের আবাসন ব্যবস্থা আরও উন্নত করা উচিত৷''

‘এশিয়ান কাপে যাওয়ার আগে আমাদের বড় দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলা দরকার’

This browser does not support the audio element.

শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হলে যা প্রয়োজন

অস্ট্রেলিয়া, চীন, জাপান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে৷ বর্তমানে জাপান ৭ম, অস্ট্রেলিয়া ১৫তম ও চীনের র‌্যাঙ্কিং ১৭তম৷ চূড়ান্ত গ্রুপিংয়ের পর এদের যে কোনও একটা দলকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে বাংলাদেশ৷ এমন শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হলে অন্তত নারী ফুটবল লিগটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা প্রয়োজন৷ অথচ বাংলাদেশে নামকা ওয়াস্তে একটা নারী লিগের আয়োজন করে বাফুফে৷ যেখানে আবাহনী, মোহামেডানের মতো বড়ো কোনও দল অংশ নেয় না৷ লিগটাও দ্রুত শেষ হয়৷ তাইতো একট পেশাদার নারী লিগ চালুর আহ্বান জানালেন রেহানা৷ বললেন, ‘‘এই লিগ নিয়ে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি৷ বাদল দা যেমন মোহামেডানের, আসলাম ভাই যেমন আবাহনীর ছিলেন সেভাবেও নারী ফুটবলারদেরও একটা ঠিকানা হোক৷ ক্লাবগুলো যেন এগিয়ে আসে নারী লিগের ব্যাপারে৷ আবাহনী, বসুন্ধরার মতো ক্লাবগুলো যেন মেয়েদেরকে দলে নিতে কাড়াকাড়ি করে৷ তাহলেই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হবে৷ সেই লিগের প্রভাব পড়বে মাঠের খেলাতেও৷''

সাধারণত এশিয়ান কাপ বা বিশ্বকাপের বাছাইয়ের ক্ষেত্রে পুরুষ দলের ক্যাম্প শুরু হয় প্রতিযোগিতা শুরুর কিছুদিন আগে৷ কিন্তু মেয়েদের ক্ষেত্রে এমনটা দেখতে চান না জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম৷ মনিকা চাকমা, মারিয়া মান্দাদের জন্য বিশ্বমানের সুযোগ সুবিধা দাবি করলেন এই মিডফিল্ডার৷ তিনি বলেন, ‘‘আমাদের ট্রেনিং বা অন্য সুযোগ সুবিধা  হতে হবে বিশ্বকাপ মানের৷ কারণ আমরা যাদের বিপক্ষে খেলবো, সুযোগ সুবিধার স্ট্যান্ডার্ডও তেমনই হতে হবে৷ ঠিক এক মাস আগে ক্যাম্প শুরু করলে হবে না৷ এমনকি ট্রেনিং সেশনও দেশের বাইরে করাতে হবে৷ কারণ এশিয়ান মানের ফ্যাসালিটিজ বাফুফের নেই৷ তাছাড়া ইউরোপের অনেক দল আছে যারা নারী ইউরোতে ভালো করে৷ ওদের সঙ্গে ম্যাচ খেলানোর আয়োজন করতে হবে৷''

প্রায় দেড় যুগ আগে যখন বাংলাদেশের মেয়েরা হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে তখন বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন মাহফুজা আক্তার৷ যিনি বর্তমানে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান৷

নারী ফুটবলাররা এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে, এটা যেন স্বপ্নের মতো মনে হয় মাহফুজার কাছে৷ ঘোরলাগা বিস্ময়ে তিনি বলেন, ‘‘২০০৮ সালে যখন আমি কাজ শুরু করি তখনও ভাবিনি বাংলাদেশের মেয়েরা এত তাড়াতাড়ি এশিয়ান কাপে খেলতে পারবে৷ কিন্তু আমি সব সময় বলে এসেছি যখন যেখানে কাজ করি একটা লক্ষ্য নিয়ে কাজ করি৷ সেই লক্ষ্যটা এতদিন পূর্ণতা পেয়েছে৷ আমার স্বপ্ন পূরণে সব চেয়ে বেশি সহযোগিতা করেছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন৷ তখন তিনি বলেছিলেন কিরণ (মাহফুজা আক্তার) শুরু করো৷ একটা কিছু হবেই৷ উনি তো কোনও কিছুতে না করতেন না৷''

দক্ষিণ এশিয়ায় দুবার চ্যাম্পিয়ন হলেওএশিয়ান পর্যায়ে লড়াইয়ের মতো সামর্থ্য বাংলাদেশের হয়নি৷ সেই বাস্তবতা মানছেন মাহফুজা৷ বললেন, ‘‘আমরা এই লেভেলে ভালো করছি৷ কিন্তু ওই লেভেলে যাওয়ার মতো সময় হয়নি৷ তারপরও আমাদের সামনে একটা সুযোগ এসেছে যেটা অবশ্যই আমরা সদ্ব্যবহার করব৷ শতভাগ নয় আমরা ১২০ ভাগ দিয়ে লড়ব৷''

ছবি: Badiuzzaman Milon

এশিয়ান কাপে যাতে শক্তিশালী দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারে বাংলাদেশ সেই পরিকল্পনা এরই মধ্যে নিয়েছে বাফুফে৷ মাহফুজা জানান ইউরোপে গিয়ে অনুশীলন করবেন মনিকা, ঋতুপর্ণারা৷ তিনি বলেন, ‘‘এখন আমাদের এশিয়ান কাপ ঘিরে যে পরিকল্পনা সেটা নিয়ে আমি তাবিথ আউয়ালের (বাফুফে সভাপতি) সঙ্গে বসেছিলাম৷ তাবিথ বলেছেন আমরা এবার চেষ্টা করব ইউরোপে ওদের ট্রেনিং করানোর, ম্যাচ খেলানোর৷''

যদিও ফিফা উইন্ডোতে খুব বেশি ম্যাচ পাওয়া যাবে না বলে জানালেন তিনি৷ তারপরও কঠিন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজন করবেন৷

বাফুফে ভবনে মেয়েদের আর গাদাগাদি করে থাকতে হবে না এমন আশ্বাসও দিলেন তিনি৷ বললেন, ‘‘আমাদের পরিকল্পনা আছে বিকেএসপি বা অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হবে৷ এক্সক্লুসিভভাবে ওদের রেখে দেব৷ যেখানে ওরা শুধু ট্রেনিংয়ের মধ্যেই থাকবে৷''

‘আমরা এই লেভেলে ভালো করছি, কিন্তু ওই লেভেলে যাওয়ার মতো সময় হয়নি’

This browser does not support the audio element.

মাহফুজা ফিফার সাবেক কাউন্সিলর৷ ওই সময়ে বিভিন্ন ভেন্যুতে এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হতো তাকে৷ তখন থেকেই স্বপ্ন দেখতেন বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপে খেলবেন৷ সর্বশেষ ২০২২ এশিয়ান কাপ হয়েছিল ভারতের মাটিতে৷ সেখানেও নারী এশিয়ান কাপের চেয়ারম্যান ছিলেন তিনি৷ ওই স্মৃতিচারণা করে বলেন, ‘‘আমি যখন ফিফা কাউন্সিলর ছিলাম তখন এএফসির নারী কমিটিরও চেয়ারম্যান ছিলাম৷ তখন অন্য দলগুলো দেখে স্বপ্ন দেখতাম কবে আমাদের দলও এখানে খেলবে৷ আমার আনন্দ তখন অনেক বেড়ে যাবে৷ সর্বশেষ মুম্বাইয়ে আয়োজনের সময়ও মনে হতো আমার মেয়েরা কবে এখানে খেলবে৷ আজ যদি আমার টিম এখানে থাকত সবচেয়ে বেশি গর্ববোধ করতাম৷ সবচেয়ে বেশি খুশি হতাম৷''

বদিউজ্জামান মিলন ক্রীড়া সাংবাদিক
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ