1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

‘এআই কম্পিউটার' বাজারে আনছে মাইক্রোসফট

২১ মে ২০২৪

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সোমবার এআই সমৃদ্ধ কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছেন৷ কোপাইলট+ নামের এই কম্পিউটার ১৮ জুন থেকে বাজারে পাওয়া যাবে৷ দাম শুরু এক লাখ ১৭ হাজার টাকা থেকে৷

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা
ছবি: Jason Redmond/AFP/Getty Images

একে সবচেয়ে বেশি গতিসমৃদ্ধ ও সবচেয়ে বেশি এআইসমৃদ্ধ উইন্ডোজ কম্পিউটার বলে আখ্যায়িত করেছেন সত্য নাদেলা৷ অ্যাপলের সর্বাধুনিক এম৩ ম্যাকবুক এয়ারের চেয়ে এটি ৫৮ শতাংশ বেশি গতিসম্পন্ন বলে দাবি তার৷ 

মাইক্রোসফটের অংশীদার এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, স্যামসাং এআইসমৃদ্ধ কম্পিউটার বাজারে ছাড়বে৷

মাইক্রোসফট বলছে, আগামী ১২ মাসে প্রায় পাঁচ কোটি এআইসমৃদ্ধ কম্পিউটার বিক্রি হতে পারে৷কোপাইলট+ কম্পিউটারে লাইভ অনুবাদ, ইমেজ জেনারেশন, চ্যাটের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করার সুবিধা থাকবে৷

নাদেলা বলেন, ‘‘আমরা এমন এক নতুন যুগে প্রবেশ করছি যেখানে কম্পিউটার শুধু আমাদের বুঝতেই পারবে না, আমরা কী চাই এবং আমাদের উদ্দেশ্য অনুমান করতে পারবে৷''

জেডএইচ/কেএম (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ