1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এআই নির্মিত ছবির প্রতি বাড়তি আগ্রহ

১৯ সেপ্টেম্বর ২০২৫

ইউয়েন ছ্য পরিচালিত ‘হোয়াট'স নেক্সট?' ছবিটি পুরোপুরি এআই নির্মিত৷ আগে ছবি তৈরির বাজেট পেতে হিমশিম খেতেন তিনি৷ এখন এআই-এর কল্যাণে অল্প খরচেই ছবি বানাতে পারছেন৷

Berlin Sci-fi Filmfest
ছবি: Jeff Drives You/Courtesy Berlin Sci-fi Filmfest 2020

চীনের তরুণ পরিচালক ইউয়েন ছ্য একটি সিনেমা তৈরি করেছেন৷ আর এটা হয়ত অতীতে আপনি যেসব সিনেমা দেখেছেন তার চেয়ে ভিন্ন৷

ছবিটির নাম - হোয়াট'স নেক্সট?

চলচ্চিত্র পরিচালক ইউয়েন ছ্য অতীতে সাত বছর অন্য ছবি নিয়ে কাজ করেছেন৷ কিন্তু অর্থসংকটের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে আগ্রহী হন তিনি৷  

‘হোয়াট'স নেক্সটে?' সিনেমায় কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি৷ তার বদলে রানওয়ে নামের একটি এআই-নির্ভর সফটওয়্যারে সুনির্দিষ্ট প্রম্পট ব্যবহার করেছেন তিনি৷

হোয়াট'স নেক্সট?-এর পরিচালক ইউয়েন ছ্য বলেন, ‘‘জাদুকরি ব্যাপার হচ্ছে আমার আগে থেকে তৈরি কোনো আউটলাইন বা স্ক্রিপ্ট ছিল না৷ যখন এটি শুরু করি তখন মাথা থেকে আউটলাইন বের করি৷ আমি এআই-জেনারেটরকে একটার পর একটা অর্ডার দিয়েছি৷ আমি বিশ হাজারের বেশি ছোট ভিডিও পেয়েছি এবং সেগুলো একত্র করেছি৷ ছয় রাত ঘুমাইনি৷''

এআই দিয়ে সিনেমা: পরিচালকের গুরুত্ব কতটুকু?

03:02

This browser does not support the video element.

এআই দিয়ে তৈরি প্রথম ছবিগুলো বিভিন্ন দৃশ্য সম্পর্কে ধারণা দিয়েছে৷ পরবর্তীতে প্রম্পট লিখে এবং তাতে পরিবর্তন এনে ইউয়েন ছ্য যা চেয়েছেন, তা তৈরি করেছেন৷

তার ছবির কোনো শিল্পী বা স্ক্রিপ্ট নেই৷ এতে দেখানো হয়েছে কীভাবে মানুষের লোভ পৃথিবী ধ্বংস করছে৷  

শিকলবন্দি নারী লিঙ্গ বৈষম্যের প্রতিনিধিত্ব করছে৷ এবং পৈশাচিক মূর্তি, টাকার বিকৃত চিত্র এবং ধনীদের মধ্যে বৈঠক পুঁজিবাদের প্রতীক৷

এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে সর্বনাশের চিত্রও রয়েছে৷ সিনেমাটির সৃজনশীলতার কৃতিত্ব আসলে কার? ইউয়েনের নাকি এআই-এর? ইউয়েন মনে করেন, গল্প বলাটা মানুষের দক্ষতা৷ 

ইউয়েন ছ্য বলেন, ‘‘চলচ্চিত্র নির্মাণে গল্পটা সবসময় প্রাধান্য পায়৷ গল্প হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়৷ এআই একটি প্রযুক্তিমাত্র৷ এবং এটাকেও আমি সাসপেন্স, রোমান্স এবং অন্যগুলোর মতো চলচ্চিত্রের একটা ধরন মনে করে৷''

যেখানে কিছু চলচ্চিত্র বানাতে কোটি টাকা খরচ হয়, ইউয়েন জানিয়েছেন যে ‘হোয়াট'স নেক্সট' তৈরিতে লেগেছে শুধু তার কম্পিউটার এবং এক সপ্তাহ সময়৷

ইউয়েন ছ্য বলেন, ‘‘একজন নতুন পরিচালকের বিনিয়োগ খুঁজে পাওয়া বেশ কঠিন৷ এটা আমাকে আমার মতামত বিশ্বের কাছে তুলে ধরার একটা সুযোগ দেবে৷ এবং এতে করে আমি অন্যদের চোখেও পড়তে পারি৷''

বার্লিনালেতে ‘হোয়াট'স নেক্সট?'-এর কয়েকটি প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে গেছে৷ দর্শকদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি করা চলচ্চিত্রটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে৷

প্রতিবেদন: ম্যাডেলাইনে পিট/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ