1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এআরডি-র দুই সাংবাদিককে দেশ ছাড়ার নির্দেশ ক্রেমলিনের

২৮ নভেম্বর ২০২৪

বুধবার দুই জার্মান সাংবাদিককে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। এর আগে জার্মানি রাশিয়ার দুই সাংবাদিককে একই নির্দেশ দিয়েছিল।

জার্মান সংবাদসংস্থা এআরডি
এআরডিছবি: Thomas Trutschel/Photothek Media Lab/picture alliance

জার্মান সংবাদসংস্থা এরআরডি-র দুই সাংবাদিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ক্রেমলিন। দীর্ঘদিন ধরে ওই দুই জার্মান সাংবাদিক রাশিয়ায় কাজ করছিলেন। রাশিয়া জানিয়েছে, সম্প্রতি দুই রাশিয়ার সাংবাদিককে জার্মানি ছাড়ার নির্দেশ দিয়েছিল জার্মানি, তার পরিপ্রেক্ষিতেই এই কাজ করা হয়েছে। বস্তুত, রাশিয়ার ওই দুই সাংবাদিক দেশের জাতীয় গণমাধ্যমে কাজ করতেন।

এই প্রথম নয়, আগেও রাশিয়া থেকে জার্মান সাংবাদিকদের দেশে ফিরে আসতে হয়েছে। ডয়চে ভেলের রাশিয়া দপ্তর বন্ধ করে দিয়েছে ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে এই কাজ করা হয়েছিল। বস্তুত, তার কয়েকদিন আগেই রাশিয়ার জাতীয় চ্যানেলের সম্প্রসারণ জার্মানিতে বন্ধ করে দিয়েছিল বার্লিন। বলা হয়েছিল, তারা প্রোপাগান্ডা চালাচ্ছে।

এআরডি ডয়চে ভেলের সাংবাদিককে জানিয়েছে, তাদের এক রিপোর্টার এবং এক ক্যামেরাম্যানকে ১৬ ডিসেম্বরের মধ্যে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এআরডি কর্তৃপক্ষের বক্তব্য, এর ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকলো। পশ্চিমা সাংবাদিকদের সঙ্গে বার বার এই একই কাজ করে চলেছে রাশিয়া।

নিষেধাজ্ঞা সত্ত্বেও জার্মানি ও যুক্তরাষ্ট্রের ‘পণ্য’ রাশিয়ায়

01:58

This browser does not support the video element.

রাশিয়ার প্রত্যুত্তর

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্রেমলিন এই কাজ করেছে জার্মানির কৃতকর্মের জবাবে। জার্মানি সে দেশে কর্মরত দুই রাশিয়ার সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলেই ক্রেমলিন এ কাজ করতে বাধ্য হয়েছে। জার্মানি একের পর এক অবন্ধুত্বপূর্ণ কাজ রাশিয়ার সঙ্গে করেছে বলে এদিন অভিযোগ করেন তিনি।

একটি বিষয় এদিন স্পষ্ট করে দিয়েছেন মারিয়া। জার্মানি যদি দুই রাশিয়ান সাংবাদিককে ফিরিয়ে নেয়, তাহলে এআরডি-র দুই সাংবাদিককেও রাশিয়া ফিরিয়ে নিতে পারে।

জার্মান মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার ওই সাংবাদিকের রেসিডেন্স এবং কাজের পারমিট ছিল না। সে কারণেই তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর সঙ্গে রাশিয়ার চ্যানেলের ব্যুরো বা দপ্তর বন্ধ করে দেওয়ার কোনো সম্পর্ক নেই। সঠিক কাগজপত্র সঙ্গে নিয়ে যে কোনো রাশিয়ার সাংবাদিক জার্মানিতে কাজ করতে পারেন বলে এদিন স্পষ্ট করে দিয়েছে বার্লিন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ