এইউ মহাপরিকল্পনায় গাদ্দাফি প্রশাসনের সম্মতি
১১ এপ্রিল ২০১১এইউ প্রতিনিধি দলের সফরে অগ্রগতি
মুয়াম্মার গাদ্দাফির সাথে শনিবার সাক্ষাৎ করলেন এইউ প্রতিনিধি দলের সদস্যরা৷ দলে রয়েছেন মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহামেদ উলুদ আবদেল আজিজ, মালির প্রেসিডেন্ট আমাদু তৌমানি তৌরে, কঙ্গোর ডেনিস সাসু নাগেসু এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা৷ এছাড়া উগান্ডার প্রেসিডেন্টের পক্ষে রয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী হেনরি অরিয়েম ওকেলো৷ বৈঠক শেষে গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হন জ্যাকব জুমা৷ তিনি বলেন, ‘‘ভ্রাতৃপ্রতিম দেশের নেতার প্রতিনিধিরা আমাদের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন৷'' তিনি আরো বলেন, ‘‘আমরা সেখানে যুদ্ধবিরতির একটি সুযোগ সৃষ্টি করতে ন্যাটো'র কাছেও আহ্বান জানাবো বোমা হামলা বন্ধ করার৷''
বিদ্রোহীদের সাথে বৈঠক করবে এইউ প্রতিনিধি দল
প্রতিনিধি দলটি বেনগাজিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে বৈঠক করবেন আজ৷ সেখানে বিরোধী নেতাদের কাছে আফ্রিকান ইউনিয়নের পরিকল্পনা উপস্থাপন করা হবে৷ একইসাথে তাদেরকে অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে৷ তবে গাদ্দাফি কিংবা তাঁর ছেলেরা ক্ষমতায় থাকা পর্যন্ত কোন অস্ত্রবিরতি নয় বলে ইতিমধ্যে তাদের শক্ত অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বিরোধী পক্ষ৷ এদিকে, আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার রামতানে লামামরা জানিয়েছেন, এইউ প্রতিনিধি দলের সাথে বৈঠকে গাদ্দাফির ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে৷ তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, ‘‘মূলত গণতান্ত্রিকভাবে তাদের নেতা নির্বাচিত করাটা লিবিয়ার জনগণের উপরই নির্ভর করছে৷'' তিনি আরো জানান, লিবিয়া সফররত এইউ প্রতিনিধি দলের প্রস্তাবিত মহাপরিকল্পনার মধ্যে রয়েছে অস্ত্রবিরতি, জাতীয় সংলাপের আয়োজন, লিবিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং মানবিক সাহায্য পৌঁছে দেওয়া৷
ন্যাটো'র হামলা
অন্যদিকে, এইউ নেতারা যখন শান্তি প্রক্রিয়ার জন্য লিবিয়া সফর করছেন, তখন ন্যাটো জানালো গাদ্দাফির অনুগত বাহিনীর ২৬টি সাঁজোয়া যান ধ্বংস করার খবর৷ ন্যাটোর দাবি, মিসরাতা এবং আজদাবিয়া শহরে সরকারি বাহিনীর ২৬ টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে৷ এগুলোর মধ্যে মিসরাতায় ১৪ টি এবং বাকিগুলো আজদাবিয়ায় আকাশ থেকে বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে৷ এছাড়া মিসরাতায় বেশ কয়েক হাজার বিদেশি অভিবাসী অবরুদ্ধ হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে ত্রাণ সংস্থা রেড ক্রস৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আরাফাতুল ইসলাম