1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এইডসের বিরুদ্ধে লড়াইয়ে আরেকটি সাফল্য

১৬ মার্চ ২০২০

যুক্তরাজ্যে এইচআইভি আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন৷ এইডসের বিরুদ্ধে লড়াইয়ে এটি দ্বিতীয় সাফল্য৷ লন্ডনের বাসিন্দা অ্যাডাম কাস্টিঅ্যাহো প্রায় তিন বছর ধরে কোনো চিকিৎসা ছাড়াই এইডসমুক্ত আছেন৷

ছবি: Imago Images/Westend61/A. Brookes

স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ব্রিটিশ জার্নাল ‘দ্য ল্যান্সেট এইচআইভি'তে অ্যাডামকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে৷ প্রতিবেদনে চিকিৎসকরা বলেন, অ্যাডাম সুস্থ হয়ে উঠলেও সেটা ওষুধের কারণে নয়, বরং ক্যানসার আক্রান্ত হওয়ায় তাকে ‘স্টেম-সেল থেরাপি'  দেওয়া হচ্ছিল৷

তাকে যিনি ‘স্টেম-সেল' দান করেন তার শরীরে একটি বিরল জিন থাকায় অ্যাডামের শরীর এখন এইচআইভি প্রতিরোধে সক্ষম হয়ে উঠেছে৷ ২০১১ সালে টিমোথি ব্রাউন প্রথম এইচআইভি মুক্ত হন, যিনি ‘বার্লিন পেশেন্ট' নামে অধিক পরিচিত৷ প্রায় সাড়ে তিন বছর স্টেম-সেল থেরাপি নিয়ে এইডস রোগ থেকে সেরে ওঠেন৷

যেভাবে চিকিৎসা হয়

স্টেম-সেল প্রতিস্থাপনের পর সেগুলো মানবদেহে নিজস্ব রোগ প্রতিরোধ কোষের জায়গা নিয়ে নেয়৷ এভাবেই অ্যাডামের শরীরে এইচআইভি সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে৷ ৪০ বছরে অ্যাডাম তার মুক্তির কথা সবাইকে জানাতে চান৷ এ কারণেই তিনি নিজের পরিচয় প্রকাশ করেছেন৷ এক বছর আগে তাকে এইডসমুক্ত ঘোষণা করা হয়৷

অ্যাডাম পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন একথা শতভাগ জোর দিয়ে বলা যাচ্ছে না৷ তবে পরীক্ষায় দেখা গেছে, স্টেম-সেল দাতার কোষ তার শরীরের ৯৯ শতাংশ ইমিউন সেলের জায়গা নিয়ে নিয়েছে৷ তবে তার শরীরের অবশিষ্ট কোষে এখনো ভাইরাস রয়ে গেছে৷ তাই এইডস তার শরীরে ফিরে আসবে না এ কথা বলা যাচ্ছে না বলে জানান চিকিৎসকরা৷

নিউ ইয়র্ক টাইমসকে অ্যাডাম বলেন, ‘‘এটা খুবই অসাধারণ কিছু৷ আমি আশার দূত হতে চাই৷ আমি চাই না লোকে ভাবুক আমি ভাগ্যবান৷ বরং এটাই সত্যি যে, আমি সঠিক জায়গায় আছি এবং সম্ভবত সঠিক সময়েও৷''

এসএনএল/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ