1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এইচআইভি-র মোকাবিলা

১৯ এপ্রিল ২০১৩

মায়ের থেকে শিশুর রক্তে এইচআইভি-র সংক্রমণ নতুন নয়৷ কিন্তু ক্যান্সারের মতো এইচআইভি-ও যদি একেবারে শুরুর দিকে শনাক্ত করা যায়, তাহলে এইডস-এর হাত থেকে বাঁচা যায় অচিরে৷

ছবি: Jim Watson/AFP/GettyImages

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের জন হপসিন্স চিলড্রেনস সেন্টারে একটি শিশুর জন্মের ঠিক আগে হাসপাতালে মায়ের রক্তে এইচআইভি শনাক্ত করা হয়েছিল৷ ডাক্তাররা আর দেরি করেন নি৷ জন্মের ঠিক পরেই তাঁরা শিশুটিকে ৩টি অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের ককটেল বা মিশ্রণ দিয়েছিলেন৷ তাঁদের বিশ্বাস ছিল, যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরু করার ফলে ভাইরাস আর লুকানোর জায়গা তৈরি করতে পারে নি৷ কারণ সেটা একবার তৈরি হলেই সব চিকিৎসা আটকে দেয়৷

শিশুটির শরীর থেকে এইচআইভি পুরোপুরি লোপ পায়নি, সামান্য পরিমাণ বাকি রয়েছে৷ এতটাই কম যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো চিকিৎসা ছাড়াই কাজ করছে৷ শিশুটির বয়স এখন প্রায় আড়াই বছর৷ শেষবার পরীক্ষার সময় ডাক্তাররা শিশুটির শরীরে আর কোনো ভাইরাসই খুঁজে পান নি৷ প্রায় ১০ মাস আগেই কিন্তু ওষুধ দেওয়া বন্ধ করা হয়েছিল৷ শিশুটি ভালোই রয়েছে৷

শিশুটি ভালো থাকলে সেটা হবে এক অভাবনীয় ঘটনা৷ বিশেষ করে এশিয়া ও আফ্রিকায় যে সব শিশু ঝুঁকির মুখে রয়েছে, তারা এর সুফল পেতে পারে৷ শুধু ২০১১ সালেই প্রায় ৩ লক্ষ শিশু এইচআইভি-তে আক্রান্ত হয়েছিল৷

এসবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ