1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এইডস দমনে সনাতন চিকিত্সা

ইসাবেলা বাউয়ার/আরবি১১ ফেব্রুয়ারি ২০১৩

আফ্রিকার রাজনীতিবিদ, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা এইডস-এর চিকিত্সায় পশ্চিমা পদ্ধতি কতটা কার্যকরী তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন৷ অনেকে দেশীয় সনাতন পদ্ধতিতে এইডস রোগের মোকাবেলা করার কথা চিন্তা করছেন৷

ILLUSTRATION - Eine rote Aids-Schleife liegt auf einem Globus über dem Kontinent Afrika, aufgenommen in Frankfurt (Oder) am 29.11.2010. Die WHO hat den 1. Dezember als den Weltaidstag 1988 ausgerufen. Rund um den Globus erinnern am 1. Dezember verschiedenste Organisationen an das Thema Aids und rufen dazu auf, aktiv zu werden und Solidarität mit HIV-Infizierten, Aids-Kranken und den ihnen nahestehenden Menschen zu zeigen. Foto: Patrick Pleul dpa/lbn
ছবি: picture-alliance/dpa

জাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ বেশ কয়েক বছর ধরে ম্যালেরিয়া ও এইডসকে দমন করতে সনাতন পদ্ধতি যেমন স্পর্শ থেরাপি ও ভেষজ ওষুধের মাহাত্ম্য তুলে ধরছেন৷ জাম্বিয়ায় এইচআইভি ভাইরাসে আক্রান্ত প্রায় ৩৬০০০ মানুষকে নিখরচায় এই ধরনের বিকল্প থেরাপি দেয়ার সুযোগ সুবিধা দেয়া হচ্ছে৷

বিশেষ হাসপাতাল

প্রেসিডেন্ট জামেহ নববর্ষের শুভেচ্ছা বাণীতে এমন একটি হাসপাতাল নির্মাণ করার ঘোষণা দিয়েছেন, যেখানে শুধু মাত্র আফ্রিকার সনাতন পদ্ধতিতে চিকিত্সা দেয়া হবে৷ সেখানে এমন ধরনের ভেষজ ওষুধপত্র ব্যবহার করা হবে, যার মাধ্যমে কয়েক দিনের মধ্যেই এইচআইভিতে আক্রান্তরা সুস্থ হয়ে উঠবেন৷ এই হাসপাতালে ১১১১ টি বেড থাকবে৷ প্রেসিডন্ট জামেহ আশা করেন, মাস ছয়েকের মধ্যেই ১০ হাজার এইডস রোগী আরোগ্য লাভ করবেন৷ ২০১৫ সালের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবে৷ আফ্রিকার বহু অসুস্থ মানুষের মনে এই ধরনের চিকিত্সা পদ্ধতি আশা আলো জাগাচ্ছে৷

ডক্টর্স উইদ আউট বর্ডার্স-এর অলিভার মল্ডেনহাউয়ারছবি: DW/Bergmann

তবে এই বিষয়টি খুব বিপজ্জনক, মনে করেন ডক্টর্স উইদ আউট বর্ডার্স-এর অলিভার মল্ডেনহাউয়ার৷ তাঁর ভাষায়, ‘‘এই ধরনের বক্তব্য রোগীদের জন্য জীবন বিপন্নকারী৷ আমরা প্রায়ই লক্ষ্য করেছি, অনেক রোগীই মৃত্যু মুখে ঢলে পড়ছেন, যাঁরা এই ধরনের কথায় আস্থা রেখে জীবন রক্ষাকারী থেরাপি প্রত্যাখ্যান করেছেন৷ হঠাৎ করে আশ্চর্যজনকভাবে এই ধরনের কঠিন রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, বিষয়টি একেবারে অবাস্তব৷''

এইডস নিরাময়কারী ওষুধ বের হয়নি

শরীরের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করে দেয়া ব্যাধি এইডসকে নিরাময় করার মত থেরাপি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি৷ এখন যে সব অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ এইডস প্রতিরোধে ব্যবহৃত হয়, সেসব ওষুধ রোগটিকে কেবল নিয়ন্ত্রণে রাখতে পারে৷ অবশ্য এই পদ্ধতির সঠিক প্রয়োগে এইচআইভি ভাইরাসকে কঠোরভাবে দমন করা যায়৷ রোগীরা প্রায় স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন৷ এইসব ওষুধপত্র নিয়মিত গ্রহণ করলে প্রায় সুস্থ মানুষের মতোই আয়ু তারা পেতে পারেন৷ তবে এই সব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও কম নয়৷ এছাড়া এইচআইভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েন, কেননা রোগটি সম্পর্কে এখনও অনেক নেতিবাচক ধারণা রয়েছে মানুষের মনে৷ আর এক্ষেত্রেই সনাতন চিকিত্সা পদ্ধতি সুফল বয়ে আনতে পারে৷ বলেন আফ্রিকান সনাতনী চিকিত্সকদের কেন্দ্রীয় সংগঠনের সমন্বয়কারী ফেপসাইল মাসেকো৷ তিনি ঐতিহ্যবাহী আফ্রিকান চিকিত্সা পদ্ধতির ইতিবাচক দিকটি তুলে ধরছেন৷ মাসেকো জানান, ‘‘এটি একটি পরিপূর্ণ চিকিত্সা পদ্ধতি৷ একজন মানুষের মন, দেহ ও আত্মার দিকটি বিবেচনা করা হয় এই পদ্ধতিতে৷''

স্বাস্থ্য রক্ষায় তিন দিক

সনাতন চিকিত্সা পদ্ধতি স্বাস্থ্য রক্ষায় এই তিনটি দিককেই গুরুত্ব দেয়৷ বলেন মাসেকো৷ এ কারণে অনেক রোগী হাসপাতালে যাওয়ার বদলে এই পদ্ধতির দিকেই ঝুঁকে পড়েন৷

তবে সনাতন পদ্ধতির সব চিকিত্সকই যে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী, একথা বলা যায় না৷ তবু ভুক্তভোগীদের ৮০ শতাংশই এই সব চিকিত্সকের শরণাপন্ন হন প্রথমে৷ এর একটা সামাজিক কারণও রয়েছে৷ বলেন, এইডস ফাউন্ডেশনের আন্দ্রে মিটি৷ তাঁর ভাষায়, ‘‘একজন সনাতন চিকিত্সক কারো বাড়িতে গেলে আশেপাশের মানুষের মনে কঠিন কোনো রোগের কথা মনে হয় না৷ যেমন ওই বাড়িতে একজন টিবি রোগী রয়েছে কিংবা আরেক বাড়িতে বাস করছেন একজন এইডস রোগী৷ কিন্তু কোনো নার্সকে দেখলে মারাত্মক অসুখের কথাই জেগে ওঠে মানুষের মনে৷''

শরীরের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করে দেয়া ব্যাধি এইডসকে নিরাময় করার মত থেরাপি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নিছবি: picture-alliance/dpa

নানা সমস্যায় পরামর্শ

সনাতনী ধারার চিকিত্সকরা শুধু রোগ বালাইয়ের চিকিত্সাই নয়, জীবনের নানাবিধ সমস্যাতেও পরামর্শ দিয়ে থাকেন৷ মানুষের আস্থাভাজন ব্যক্তিও তারা৷ এ কারণে এইডস ফাউন্ডেশন এই সব চিকিত্সকের সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী৷ এদের মাধ্যমে সংস্থাটি এমন সব মানুষের সংস্পর্শেও আসে, যাঁরা নিজে থেকে কখনও হাসপাতালে যেতেন না৷ সনাতনী চিকিত্সকদের রোগটি সম্পর্কে বিশদভাবে নানাবিধ তথ্য দেয়া হয়৷ পরে তারা নার্স ও ডাক্তারদের সঙ্গে একত্রে কাজ করেন৷ হাসপাতালে গিয়েও তারা রোগীদের পরামর্শ দিয়ে থাকেন৷ ডাক্তাররা রোগীদের অবস্থা সম্পর্কে সনাতনী চিকিত্সকদের অবগত করান৷ রোগী বাড়িতে ফিরে এলে সনাতনী পদ্ধতিতে ভেষজ ওষুধ দিয়ে চিকিত্সা করেন তাঁরা৷ নজর রাখেন রোগীর স্বাস্থের প্রতি৷ প্রয়োজন হলে আবার হাসপাতালে পাঠিয়ে দেন৷ এইভাবে তারা এইডস-এর চিকিত্সায় পরিপূরক হতে পারেন৷ আফ্রিকার এইডস প্রতিরোধী সংস্থাগুলি সাদরে গ্রহণ করছে তাদের সহযোগিতা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ