1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এইডস দিবস

১ ডিসেম্বর ২০১৩

১৯৮৮ সাল থেকে ডিসেম্বর মাস শুরু হয় এইডস নিশ্চিহ্ন করার পথে জোর কদমে এগিয়ে চলার বাসনা নিয়ে৷ তাই পহেলা ডিসেম্বরে ‘বিশ্ব এইডস দিবস’ পালিত হয় সারা বিশ্বে৷ এবার দিনটি পালন করা হবে কিছু আশা আর অনেক আশঙ্কা নিয়ে৷

Woman with aids awareness red ribbon in hands isolated on white © Africa Studio #38935429
ছবি: Fotolia/Africa Studio

এইডস রোগী বাড়ছে কিনা, এইচআইভি ভাইরাসে সংক্রমণ কমছে কিনা – এসব হিসাব করতে গেলে তুলনায় চলে আসে ২০০৫ সাল৷ সে বছর সারা বিশ্বে এইডস কেড়ে নিয়েছিল ২৩ লক্ষ মানুষের প্রাণ৷ কোনো অস্ত্রের ঝনঝনানি নয়, কোনো রক্তপাত নয়, এইডস-এর কারণে নীরবে ধুঁকে ধুঁকে এখনো মারা যাচ্ছে অনেক মানুষ৷ ২০০৫ সালের পর থেকে এইডস-এর কারণে এক বছরে এত মানুষ আর মারা যায়নি৷ সচেতনতা বাড়ানোর উদ্যোগ, রোগ নির্ণয়, চিকিৎসা আর এইডস-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচার যতটা, সেই তুলনায় অর্জন অবশ্য অনেক কম৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র দেয়া তথ্য অনুযায়ী, গত বছর এ রোগে ভুগে সারা বিশ্বে মারা গেছে ১৬ লাখ মানুষ৷ সংখ্যাটিকে ৮ বছর আগের তুলনায়, অবস্থা উন্নতির সবচেয়ে বড় মাপকাঠি হিসেবে দেখলে ভুল হবে, কেননা, জাতিসংঘের এই সংস্থা একই প্রতিবেদনে দিয়েছে কিছু দুশ্চিন্তা বাড়ানোর মতো খবরও৷ প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কালে এইচআইভি ভাইরাসে সংক্রমিত কিশোরের সংখ্যা এক তৃতীয়াংশ বেড়েছে৷

এইডস হয় এইচআইভি ভাইরাসে সংক্রমিত হলে৷ এইচআইভি-র সংক্রমণ মূলত অনিরাপদ যৌন সম্ভোগের কারণে হয়৷ তবে চিকিৎসা বা মাদক নেয়ার সময় এক জনের ব্যবহার করা সিরিঞ্জ অন্য কেউ ব্যবহার করার কারণেও বিশ্বব্যাপী অসংখ্য মানুষ রোগাক্রান্ত হচ্ছে৷ কিশোর-কিশোরীদের মাঝেও এসব কারণে এইচআইভির সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে৷ এশিয়াতেও এ বয়সের এইডস রোগী বাড়ছে৷ আক্রান্তদের মাঝে নাকি মাদকসেবকই বেশি৷

বিশ্ব এইডস দিবসছবি: BZgA

এইডস-এর ব্যাপারে কোনো আলোচনায় শিশুদের প্রসঙ্গটি সাধারণত খুব একটা গুরুত্ব দেয়া হয় না৷ বিশ্বে শিশুদের এইচআইভি পরীক্ষা করানোর বিষয়টিও বিশ্বে কোনো দেশেই পর্যাপ্ত গুরুত্ব পায় না৷ তাই বাবা বা মায়ের কারণে কোনো শিশুর শরীরে এইডস বাসা বাঁধলেও, তা জানা যায় অনেক দেরিতে৷ গত বছর এমন ২ লাখ ৬০ হাজার শিশুর দেহে এইডস ধরা পড়েছে৷ শিশুদের বাঁচাতে তাই এক প্রতিবেদনে জন্মের সময়ই এইচআইভি পরীক্ষার সুপারিশ করেছে ইউএনএইড৷

এমন কিছু শঙ্কা বাড়ানো বাস্তবতা মেনে নিয়ে এ বছরও সারা বিশ্বে পালিত হচ্ছে ‘এইডস দিবস'৷ সচেতনা বাড়ানোর জন্য নানা ধরণের কর্মশালা, বিনোদনমূলক অনুষ্ঠান তো থাকছেই, এইডস নিয়ে বিতর্ক, এইডস-এর বিরদ্ধে লড়াইকে সহজ করার জন্য তহবিল সংগ্রহেরও উদ্যোগ নেয়া হচ্ছে বিভিন্ন দেশে৷ ব্রিটেনের নর্দান রেল এইডস বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে এই দিনে৷ তাই এবারও বিনে পয়সায় যাত্রী নিয়ে সেই ‘অ্যাওয়ারনেস ট্রেন' ছাড়বে৷ যাত্রীদের মাঝে সচেতনতা বাড়ানোর অনুষ্ঠানটি হবে লিডসে৷

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স, ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ