1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এইডস প্রতিরোধে নতুন ওষুধে এলো সফলতা

২৪ নভেম্বর ২০১০

শুভ সংবাদ সব সময় আসে না৷ মাঝে মাঝে আসে৷ এইডস নিয়ে এমন এক সুসংবাদ দিলো জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএইডস৷ অন্যদিকে, মার্কিন বিজ্ঞানীদের কাছ থেকে ঘোষণা আসলো এইচআইভি সংক্রমণ প্রতিরোধক আবিস্কারের৷

HIV, AIDS, Day, World, Medicine, এইডস, প্রতিরোধ, নতুন ওষুধ,
এইডস সচেতনতায় পাটনার একটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ (ফাইল ছবি)ছবি: UNI

মারণব্যাধি এইডস বিরোধী প্রচার, জনসচেনতা সৃষ্টি, জন্ম নিরোধক সামগ্রী ব্যবহারে কুসংস্কার অনেকাংশেই অবসান হওয়ায় বিশ্বব্যাপী এইচআইভি/এইডস এর সংক্রমণ হ্রাস পেয়েছে৷ কিছুটা কমেছে এইডস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও৷ তবে এখনি এতে খুশি হবার কোন কারণ নেই৷ এখন লক্ষ্য রাখতে হবে অর্থনৈতিক সংকটের দিকে৷ এই সংকট আশাভঙ্গের কারণও হতে পারে৷ এসব কথা জানাচ্ছে ইউএন এইডস৷

তাদের হিসাবটি খুবই সরল৷ গত বছরের কার্যপ্রণালীর বিস্তারিত তথ্য প্রকাশ করে তারা বলছে, ২০০৪ সালের তুলনায় এইচআইভি সংক্রমণের হার ১৯ শতাংশ হ্রাস পেয়েছে৷ ২০০৯ সালে এই এইডস আক্রান্ত ১৮ লাখ মানুষ মারা গেছে৷ ২০০৪ সালে এই অঙ্ক ছিল ২১ লাখ৷ তারা দেখতে পেয়েছে, এইডস আক্রান্ত দেশগুলোর তরুণরা শারীরিক মিলনের জন্য নিরাপদ ব্যবস্থাগুলো গ্রহণ করছে৷ আর এর ফলেই নতুন করে রক্তে এইচআইভি পজিটিভ পাওয়া মানুষের সংখ্যাও কমেছে৷

গত বছর এইচআইভি আক্রান্ত রোগী পাওয়া গেছে ২৬ লাখ৷ ইউএন এইডস বলছে, এইডসে সবচেয়ে খারাপ পরিস্থিতি আফ্রিকার বাইশটি দেশে৷ তবে সেখানেও ২৫ ভাগ সংক্রমণ হ্রাস পেয়েছে৷

যাহোক, ইউএনএইডস যখন এই সংবাদ পরিবেশ করছে, তখন নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন দিয়েছে আরেক সংবাদ৷ চার মহাদেশের বিভিন্ন দেশে এইডস রোগীদের উপর পরীক্ষা চালানো হয়েছে একটি খাবার বড়ির৷ ফলাফল ইতিবাচক৷ এই বড়িটি মূলত সমকামী পুরুষদের জন্য৷ সমকামিতা এইডস ছড়ানোর একটি অন্যতম মাধ্যম বলে দেখা হয়ে থাকে৷ পরীক্ষার আওতায় নিয়ে আসা সমকামী পুরুষদেরকে প্রতিদিন একটি করে এই ধরণের ওষুধ গ্রহণ করার ফলে এইচআইভি সংক্রমণ কমেছে বলেই দাবি৷ তারা বলছেন, পরীক্ষাধীন ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় ৪৪ শতাংশ সংক্রমণ হ্রাস পেয়েছে৷

মার্কিন বিজ্ঞানীদের আবিষ্কৃত এই খাবার বড়ির নাম দেয়া হয়েছে ট্রুভাডা৷ গবেষণাটি পরিচালিত হয় ২০০৭ সালের জুলাই মাস থেকে ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত৷ ব্রাজিল, একুয়েডর, পেরু, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামী পুরুষদের উপর চালানো হয় এই এই পরীক্ষা৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন ওষুধের সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ