‘এই গণতন্ত্র মূল্যহীন’
১ মে ২০১২‘‘হুমকি দেওয়া হয়েছে আমাদের দপ্তরের পিএবিএক্স নাম্বারের টেলিফোনে৷ নাম পরিচয় না জানিয়ে এক ব্যক্তি বলেছে, ইলিয়াস আলীকে নিয়ে যেসব খবর আমরা ছাপছি, সেসব বন্ধ করতে হবে৷ না করলে ফল ভালো হবেনা৷ আমার নাম করেই সে বলেছে, গোলাম সারোয়ারকে আমরা শেষ করে দেব৷ একবার না – কয়েকবারই এ ধরণের টেলিফোন পেয়েছি৷ ভয় পেয়েছি ৷ উৎকণ্ঠিত হওয়ার কারণও রয়েছে৷ কারণ, দেশের যা পরিস্থিতি, তাতে যেকোন কিছুই হতে পারে৷ তাই আমি জিডি করেছি৷''
গোলাম সারোয়ারের এই উত্তরের খেই ধরেই সমকাল সম্পাদক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থার মূল্যায়ন জানতে চাইলে সারোয়ার বললেন, ‘‘আসলে এই যে অবস্থা চলছে রাজনীতির নামে, তাতে উৎকণ্ঠিত হওয়ার কারণ রয়েছে৷ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের তিন বছর পরে সাম্প্রতিক সময়ে যেরকম অস্থিরতা, নৈরাজ্য আর আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মানুষ হতাশ৷''
বাংলাদেশের রাজনীতির চেনা খেলা, অর্থাৎ নির্বাচন, নির্বাচন পরবর্তীতে সরকার গঠন, বিরোধী, তা সে যে দলই হোক না কেন, তাদের সংসদ বয়কট, কয়েক বছরের মধ্যে ফের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং আবারও একই পরিস্থিতি৷ গোলাম সারোয়ার কি তেমন ছবিই দেখছেন এই মুহূর্তের ভবিষ্যৎ হিসেবে? এর জবাবে সমকাল সম্পাদকের জবাব, তিনি এই মন্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত৷ তাঁর মতে, এই গণতন্ত্র মূল্যহীন গণতন্ত্র, এই নির্বাচনও মূল্যহীন৷ আগামীতে যে নির্বাচনই হোক, তাতেও সেই এক ফলাফলই দেখা যাবে৷ এটা গ্রহণযোগ্য নয়৷ নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়, তার অধিকাংশই পালন করা হয়না৷ ইলিয়াস আলীর ঘটনাটিকে ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেভাবে বিরোধী নেতা কর্মীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, তার একটা সমাধান পাওয়া দরকার৷ সরকারকে অনেক সহনশীল হতে হবে বলে মন্তব্য করেছেন সমকাল সম্পাদক গোলাম সারোয়ার৷
সাক্ষাৎকার: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা : সঞ্জীব বর্মন