বিশ্বের অনেক দেশেই প্রতিবাদ-বিক্ষোভের নামে কিছু-না-কিছু বাড়াবাড়ি হয়৷ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভের সময় কিছুটা বাড়াবাড়িই করে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ তারপর যা হলো, সেই দৃশ্য এখন লক্ষ লক্ষ মানুষ দেখছেন...৷
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পরও তাঁর বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ চলছে৷ গত ২১ আগস্ট ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুরু করেছিল বিক্ষোভ৷ কিন্তু শুরুতেই বাধা৷ এক তরুণ এসে এমন কথা বললেন যে সবাই একদম চুপ৷ তরুণটি ট্রাম্পের সমর্থক হিসেবে কিছু বলেননি৷ তাই বিক্ষোভকারীরা বিনা বাক্যব্যয়ে চলে যায় ওই স্থান ছেড়ে৷
আসলে বিক্ষোভটা চলছিল ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে৷ লাইব্রেরি তো আর মিছিল-মিটিংয়ের জায়গা নয়৷ সেখানে মিছিল-মিটিং করলে যারা বই পড়তে যায়, তাদের সমস্যা হয়৷ সেই তরুণও নিশ্চয়ই পড়ছিলেন৷ তাই বিক্ষোভকারীরা যখন জ্বালাময়ী স্লোগানে ব্যস্ত, তখনই গটমট করে সেখানে হাজির সেই তরুণ৷ এসে শুধু বললেন, ‘‘হেই, হেই, হেই, হেই দিস ইজ লাইব্রেরি৷'' বলেই হন হন করে হেঁটে আবার চলেও গেলেন৷
ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন তারকারা
01:58
তাঁর এই অভিভাবকসুলভ মন্তব্য এবং বিক্ষোভকারীদের সুবোধ বালক-বালিকার মতো লাইব্রেরি ছেড়ে যাওয়ার এই ভিডিও এখন ভাইরাল৷ গত কয়েক দিনে ইউটিউবে ভিডিওটি প্রায় ছয় লক্ষবার দেখা হয়েছে৷
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম ভাষণে জনতার প্রশংসা করেন ট্রাম্প৷ বলেন, ‘‘আজ ওয়াশিংটন থেকে ক্ষমতা তুলে দেয়া হচ্ছে আপনাদের হাতে৷’’
ছবি: Reuters/C. Barria
জনগণের হাতেই ক্ষমতা
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই দিনটিকে স্মরণ করা হবে জনগণের জয় হিসেবে৷
ছবি: Getty Images/AFP/S. Loeb
বিক্ষোভ সত্ত্বেও ভিড়
ট্রাম্পের শপথগ্রহণের দিনেও যুক্তরাষ্ট্র শান্ত ছিল না৷ এমনকি ওয়াশিংটন ডিসিতেও প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে৷ তারপরও তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখো মানুষ৷ ট্রাম্প তাঁদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷
ছবি: Reuters/K. Lamarque
সবার জন্য শিক্ষা, সুরক্ষা, চাকরি
প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম ভাষণে সবার জন্য উন্নত শিক্ষা, নিরাপত্তা এবং কর্মসংস্থানের আশ্বাস দেন ডোনাল্ড ট্রাম্প৷
ছবি: Getty Images/A. Wong
প্রেসিডেন্টের কাছে জনতাই সব
‘‘আপনার-আমার সবারই এক দেশ, আপনাদের সাফল্যই আমার সাফল্য, আপনাদের হৃদয়ই আমার হৃদয়৷’’
ছবি: Getty Images/AFP/M. Ralston
শুধু দেশের জন্য কাজ
ধনকুবের থেকে রাজনীতির ময়দানে এসেই রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়া ট্রাম্প বলেছেন, ‘‘এখন থেকে আমার লক্ষ্য শুধু দেশের ভবিষ্যৎ গড়া৷’’
ছবি: Reuters/L. Nicholson
‘ওবামা পরিবার ছিল চমৎকার’
ট্রাম্প ভাষণ শুরু করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানিয়ে৷ এ সময় ওবামা দম্পতির প্রশংসা করেছেন৷ ওবামা ও মিশেলের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘‘ওবামা পরিবার ছিল চমৎকার৷’’
ছবি: Reuters/B. Snyder
অ্যামেরিকায় উগ্রবাদীদের জায়গা নেই
‘‘অ্যামেরিকার মানুষের আর ভয়ের কারণ নেই৷’’ এ কথা বলে নতুন মার্কিন প্রেসিডেন্ট জানান, উগ্রবাদী ইসলামপন্থিদের সমূলে উৎপাটন করা হবে৷
ছবি: Reuters/B. Snyder
দেখুন বড় স্বপ্ন
ট্রাম্প বলেন, ‘‘আমাদের এখন আগামীর পথে এগিয়ে যেতে হবে৷ বড় কাজের জন্য দেখতে হবে বড় স্বপ্ন৷’’
ছবি: Reuters/L. Nicholson
যুক্তরাষ্ট্রের জন্য এক স্মরণীয় দিন
২০ জানুয়ারি, ২০১৭ – এই তারিখটিকে অ্যামেরিকা চিরকাল স্মরণ করবে বলেও মনে করেন ট্রাম্প৷
ছবি: Reuters/C. Barria
‘অ্যামেরিকা উইল বি গ্রেট এগেইন’
ট্রাম্প বলেন, ‘‘আজ থেকে এ দেশ চলবে নতুন দৃষ্টভঙ্গি নিয়ে আর তা হবে ‘অ্যামেরিকা প্রথম’৷’’ পাশাপাশি নির্বাচনি প্রচারাভিযানের সময় থেকে বলে আসা ‘আমরা আবার একসঙ্গে অ্যামেরিকাকে মহান জাতির উচ্চতায় নিয়ে যাবো’ অঙ্গিকারেরও পুনর্ব্যক্ত করেন তিনি৷