‘এই দেশে ভিন্নমত পোষণ করা কি অপরাধ?'
১৬ ডিসেম্বর ২০২২ডয়চে ভেলের খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশোতে উপস্থিত হয়ে বিএনপি নেতা রুমিন ফারহানা এসব অভিযোগ করেন৷ তিনি বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে এতটা ‘হাইপ' তৈরি হবার কারণ আইনশৃঙ্খলা বাহিনী তিন চারদিন আগে থেকে জায়গাটি ঘিরে রেখেছে৷ তিনি অভিযোগ করে বলেন, তারা ‘কী নিয়ে ভেতরে গেল' তা সাংবাদিকদের দেখতে দেয়নি৷ ‘‘রাত তিনটায় কেন মহাসচিবকে গ্রেফতার করা হল?,'' প্রশ্ন করেন তিনি৷
এক পর্যায়ে তিনি প্রশ্ন করেন, ‘‘এই দেশে বিএনপি করা কি অপরাধ? এই দেশে ভিন্নমত পোষণ করা কি অপরাধ?''
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু৷ তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে৷ জনগণকে সুরক্ষা দেয়া তাদের কাজ৷ ‘‘গত পাঁচ বছর ধরেই তো রাস্তা বন্ধ করে সমাবেশ বন্ধ,'' নয়াপল্টনে পুলিশের অনুমতি না দেয়া প্রসঙ্গে বলেন তিনি৷ আওয়ামী লীগ কি রাস্তা দখল করে সমাবেশ করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সমাবেশ হয়েছিল মাঠে৷ অতিরিক্ত জনসমাবেশের কারণে রাস্তা ব্লক হয়ে গিয়েছিল৷ তখন রাস্তা বন্ধ করে দেয়া হয়৷'' এ কারণেই এখন যেন কেউ রাস্তা বন্ধ করে সমাবেশ না করতে পারে, তাই পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি৷
এদিকে, রুমিন ফারহানা সংসদ থেকে পদত্যাগ বিষয়ে বলেন, সংসদে যোগ দেয়া যেমন দলীয় সিদ্ধান্ত ছিল, তেমনি সংসদ থেকে পদত্যাগ করাও দলীয় সিদ্ধান্ত৷ ‘‘তবে এটি আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তও ছিল,'' বলেন তিনি৷
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মায়ের কান্না সংগঠনের ঘটনার বিষয়ে রুমিন বলেন, ‘‘উনি যে গেছেন, তা সরকারের তরফে একেবারেই পছন্দ হয়নি৷'' বাবু বলেন, ‘‘পিটার হাসকে ঘিরে ধরা মোটেই ঠিক হয়নি৷ তবে একজন কূটনীতিক এভাবে বিচরণ করবেন তা তো সরকারকে জানাতে হবে৷ দায়দায়িত্ব যেহেতু সরকারের ওপর আসে, সরকারকে অবহিত করাও দরকার৷''
জেডএ/এআই