1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই দেশ, এই পরিবেশ

১৭ জুন ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার হ্যাঁ-না, ভালো-মন্দ নিয়ে যখন গণমাধ্যম উত্তাল, তখন যেন ভুল করেই পত্রপত্রিকাগুলোর চোখ গিয়ে পড়ে এমন কিছু সমস্যার দিকে, যেগুলো ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে৷ হয়তো আরো ভয়াবহ আকার নেবে৷

নদীমাতৃক বাংলাদেশ৷ছবি: DW/Swapan

আজ বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস৷ ‘মরুকরণের ঝুঁকিতে দেশ', শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক৷ বিশেষজ্ঞরা তাই আশঙ্কা করছেন৷ মরুকরণ চোখে পড়ে যখন বিস্তৃত এলাকা জুড়ে মাটি অনুর্বর হতে থাকে৷ দ্বিতীয়ত, যদি নদী-নালা, খাল-বিল শুকিয়ে যেতে থাকে৷ গত কয়েক দশক ধরে এই লক্ষণগুলো বাংলাদেশে প্রকট হচ্ছে, জানাচ্ছেন প্রতিবেদক৷ পানি সম্পদ মন্ত্রণালয় জরিপ করে দেখেছে, দেশের মোট ৩১০টি নদীর মধ্যে মৃত ও মৃতপ্রায় নদীর সংখ্যা ১১৭৷ কোনো নদী পলি পড়ে বন্ধ হয়ে যাচ্ছে৷ কোনো নদী দখল হয়ে যাচ্ছে ভূমিদস্যুদের হাতে৷ আর আছে জলাভূমিতে যথেচ্ছ কৃষিকাজ৷

সাধারণভাবে পরিবেশেরও একই দশা৷ ভোরের কাগজের ‘এই জনপদ' অংশের একটি প্রতিবেদনের শিরোনাম ‘ইটভাটায় সংরক্ষিত বনাঞ্চল উজাড়'৷ প্রথমেই রয়েছে: ‘‘চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর, ইসলামপুর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে গড়ে ওঠা প্রায় শতাধিক ইটভাটায় গত সাত মাসে ইছামতির সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রায় ৭০ লাখ মণ কাঠ জ্বালানি হিসেবে পোড়ানো হয়েছে৷'' এছাড়া ইছামতি বন রেঞ্জের আওতাধীন পাহাড়ের মাটি কেটে ইট তৈরী হচ্ছে৷ প্রতিবেদক বলেছেন ‘পরিবেশ বিধ্বংসী' ইটভাটার কথা, যেখানে ‘পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে' কাঠ পোড়ানো হচ্ছে৷

পরিবেশ আইনকে ফাঁকি দেওয়ার পন্থা তো একটা নয়, অনেক৷ যেমন প্রথম আলোর একটি প্রতিবেদন, শিরোনাম: ‘টিলার চূড়ায় পুকুর'৷ সূচনাটা এইরকম: ‘‘চারদিকে ঝোপঝাড়ে ঘেরা জঙ্গুলে এলাকায় এক টিলা৷ সমতল থেকে চূড়ার উচ্চতা প্রায় ৪০ ফুট৷ নীচ থেকে দেখলে সাধারণ একটি টিলা বলেই মনে হয়৷ কিন্তু কষ্ট করে ওপরে উঠলেই... দেখা যাবে, টিলার চূড়ায় আর এক পুকুর!'' অর্থাৎ পরিবেশ আইনকে ফাঁকি দিয়ে টিলা কাটা চলেছে৷ ওদিকে ধস নামার বিপদটা যে আছে, সে'কথা কেউ ভাবে না৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ