বুধবার বাইডেন এই ঘোষণা দিয়েছেন। সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী বসে আছেন।
বিজ্ঞাপন
খুব গুরুত্বপূর্ণ সময়ে মেক্সিকো সীমান্তে যাওয়ার কথা ঘোষণা করেছেন জো বাইডেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার এবিষয়ে একটি বক্তৃতা করবেন তিনি। সেখান থেকেই তার সফর নিয়ে আরো তথ্য পাওয়া যাবে।
দুইবছর হয়ে গেলবাইডেন অ্যামেরিকার ক্ষমতায়। কিন্তু এখনো পর্যন্ত তিনি মেক্সিকোর সীমান্তে যাননি। যএখানে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সীমান্তের ধারে অপেক্ষারত। যত দিন যাচ্ছে, অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কেন বাইডেন সীমান্তে যাচ্ছেন না, তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেও সমালোচনা শুরু হয়েছিল। বাইডেনের সফর তারই জবাব বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসীদের কাফেলা
লস অ্যাঞ্জেলেসে অভিবাসন সংক্রান্ত সম্মেলন শুরু হয়েছে৷ মেক্সিকো থেকে কাফেলা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন অন্তত ছয় হাজার মানুষ৷ এদের বেশিরভাগই ভেনেজুয়েলা এবং মধ্য অ্যামেরিকা থেকে এসেছেন ৷ ছবিঘরে বিস্তারিত৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
হাজারো মানুষের কাফেলা
লাতিন অ্যামেরিকার বিভিন্ন দেশের মানুষ আছেন এই কাফেলায়৷ তাদের গন্তব্য যুক্তরাষ্ট্র৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
যাত্রা পথে নদী
যাত্রা পথে নদীও তাদের গতি রোধ করতে পারেনি৷ নদী পার হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে এগিয়ে চলেছেন অভিবাসীরা৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
বিশ্রাম
কাফেলায় অংশ নেয়া অভিবাসীরা যাত্রাপথে একটি বাস্কেটবল কোর্টে বসে বিশ্রাম নিচ্ছেন৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
সব বয়সি মানুষ
শত শত মানুষ, সব বয়সি মানুষ, আছে শিশুরাও৷ দেশের সীমানা পেড়িয়ে তাদের গন্তব্য যুক্তরাষ্ট্র৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
সন্তানের সাথে খেলা
চলতি পথে আবারও একটু বিশ্রাম৷ সেখানেই একটা কাপড় দিয়ে দোলনা ঝুলিয়ে সন্তানের সাথে খেলছেন বাবা৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
বৈরী আবহাওয়া
বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিশুরাও বড়দের সাথে তাল মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটেছে৷ বৃষ্টি থেকে বাঁচতে কেউ পলিথিন জড়িয়েছে গায়ে৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
অনেক বড় কাফেলা
অধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে এত বড় কাফেলা আর দেখা যায়নি৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
মেক্সিকো থেকে যাত্রা শুরু
সোমবার সকালে মেক্সিকোর দক্ষিণ অঞ্চল থেকে যাত্রা শুরু করেন তারা৷
ছবি: Jose Torres/Reuters
মেক্সিকো কর্তৃপক্ষের বক্তব্য
মেক্সিকোর অভিবাসন বিষয়ক জাতীয় ইনস্টিটিউট জানিয়েছে কাফেলায় কত মানুষ আছেন তারা জানেন না, এছাড়া এ বিষয়ে তারা কোন মন্তব্য করতে রাজি হননি৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
রেকর্ড সংখ্যক অভিবাসী
মেক্সিকো সীমান্ত দিয়ে গত বছর রেকর্ড সংখ্যক অভিবাসী অবৈধ ভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে৷
ছবি: Quetzalli Nicte-Ha/Reuters
10 ছবি1 | 10
এই মুহূর্তে বাইডেন কেনটাকিতে আছেন। সে কারণেই কবে এই সফর হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী সপ্তাহে বাইডেন সেখানে যেতে পারেন।
ট্রাম্পের নীতি
অভিবাসন নিয়ে ট্রাম্পের নীতি কঠোর এবং স্পষ্ট ছিল। করোনার গোড়ায় ট্রাম্প শতাব্দীপ্রাচীন আইন টাইটেল ৪২ জারি করেছিলেন। যে আইনের সাহায্যে যে কোনো সময় যে কোনো অভিবাসীকে দেশ থেকে বার করে দেওয়া যায়।
অভিবাবাসীপ্রত্যাশীদের জন্য সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায়। করোনা চলে গেছে। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি ওই আইন বাতিল করতে দেয়নি। সীমান্তবর্তী রাজ্যগুলির আবেদনের ভিত্তিতেই তা বহাল রাখা হয়েছে। যা নিয়ে দেশের ভিতর বিতর্ক যথেষ্ট দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে বাইডেন সীমান্তসফরে যাচ্ছেন। এরপর তার মেক্সিকো সফরেও যাওয়ার কথা।
অ্যামেরিকার সঙ্গে তিন হাজার ৫৭ কিলোমিটারের সীমান্ত আছে মেক্সিকোর। এই সীমান্ত ধরেই অভিবাসীরা অ্যামেরিকায় প্রবেশ করতে চান।