1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মানুষের জয়’

২ এপ্রিল ২০১২

‘মানুষের জয়’৷ নতুন মিয়ানমারের স্বপ্ন৷ গণতন্ত্রের পথে মিয়ানমারের যাত্রা দীর্ঘদিন পরে৷ এভাবেই সু চি-র দলের সম্ভাব্য বিজয়ের উৎসব শুরু হয়ে গিয়েছে ইয়াঙ্গনে৷

epa03167424 Myanmar democracy leader Aung San Suu Kyi is framed by a window of a school used as a polling booth for parliamentary by-elections as she inspects voting in the constituency of Kawmhu in which she is running for a seat in parliament, in Myanmar, 01 April 2012. Millions of people in Myanmar, under military rule for decades, headed to vote in the by-election that could Suu Kyi in parliament. It is the first election the Nobel peace laureate Suu Kyi, 66, has contested, as she was under house arrest during Myanmar's past two general elections in 1990 and 2010. EPA/BARBARA WALTON
অং সান সু চিছবি: picture-alliance/dpa

উপনির্বাচনে ৪৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নোবেলজয়ী নেত্রী অং সান সু চি-র দল এনএলডি৷ বিজয়ের প্রত্যাশায় দল এবং দেশ, দুই-ই উদ্বুদ্ধ৷ সমর্থকদের বিপুল মাত্রায় দেখা যাচ্ছে সু চি-র সমর্থনে এগিয়ে আসতে৷ ইয়াঙ্গনে এনএলডি-র সমর্থকরা তো বটেই, খোদ দলের পক্ষ থেকেও বলা হয়েছে, সু চি স্বয়ং কাহমু কেন্দ্র থেকে অতি সহজেই জিতে গেছেন৷ বাকি আসনগুলির অধিকাংশতে বিজয়ের খবর স্রেফ সময়ের অপেক্ষা মাত্র৷

সময়ের অপেক্ষা কিনা, তা সময় বলবে৷ চলতি সপ্তাহের শেষ দিকে এই নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল আশা করা যাচ্ছে৷ সে পর্যন্ত প্রতীক্ষা করতেই হবে৷ এখন সু চি বলেছেন, এই মুহূর্তে প্রয়োজন অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে বোঝাপড়া এবং আলোচনা৷ তাদের সঙ্গে সঠিক বোঝাপড়া থাকলে রাজনৈতিক সমীকরণ বজায় রাখা সম্ভবপর হবে বলে বিশ্বাস এই নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রীর৷ যাঁকে বহু বছর গৃহবন্দি করে রেখেছিল মিয়ানমারে সরকারিভাবে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত ক্ষমতাসীন থাকা সামরিক জান্তা সরকার৷

সু চি’র ভক্তদের উল্লাসছবি: dapd

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনে এনএলডি দলের সদর দপ্তরের সামনে সু চি একটি ভাষণ দিয়েছেন এই নির্বাচনের সম্ভাব্য বিজয়ের দিকে তাকিয়ে৷ সেখানে কয়েক হাজার এনএলডি সমর্থকের বিজয় উৎসব শুরু করে দিয়েছে৷ সু চি-র বক্তব্য, এই নির্বাচনের ফলাফল আগামী ভবিষ্যতের উজ্জ্বল ইঙ্গিত৷ এই সাফল্য মানুষের বিজয়কে সূচিত করেছে৷ সামনে এখন অনেক কাজ৷ আর সেসব করে ফেলতে হবে সময়মত৷ তবে, সু চি বা তাঁর দল নির্বাচনে বিজয়ের প্রত্যাশা জানালেও, নির্বাচন কমিশন এ পর্যন্ত ফলাফল নিয়ে কোনরকমের বিবৃতিই দেয়নি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়/ এএফপি, রয়টার্স
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ