1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল ভিডিও

২০ জুলাই ২০১৬

দুই তরুণ-তরুণী একটি গানকে এত জনপ্রিয় করে তুলেছেন যে গত সাত মাসে ৭৭ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার ৩০২ বার দেখা হয়েছে গানটি৷ আপনিও দেখুন!

Justin Bieber Auftritt
ছবি: Getty Images

ক্যানাডিয়ান পপ শিল্পী জাস্টিন বিবারের গান ‘লাভ ইয়োরসেল্ফ'৷ তাঁর চতুর্থ অ্যালবাম ‘পার্পাস'-এ ছিল গানটি৷ অ্যালবাম প্রকাশের পরপরই মোটামুটি জনপ্রিয়তা পেয়েছিল গানটি৷ তবে এই গানের একটি ইউটিউব ভিডিও যে হারে মনোযোগ আকর্ষণ করছে, তা সত্যিই বিস্ময়কর৷ ভিডিওটি দেখে নীচে একজন মন্তব্যও করেছেন, ‘‘গানটি প্রায় ৯ মাসের পুরনো৷ এই ২০১৬ সালেও কেন যে মানুষ গানটি এত শুনছে, বুঝতে পারছিনা৷''

গানটি লিখেছেন এড শিরান৷ চমৎকার লিরিক্স, যেখানে এক প্রেমিক তাঁর প্রেমিকাকে বলছে, ‘তুমি নিজেকে ভালোবাসো'৷

বিচ্ছেদের মুহূর্তের কথা৷ সেখানে প্রেমিক একে একে তুলে ধরেছে সমস্ত অনুযোগের কথা৷ তবে শেষ কথা একটাই- নিজেকে ভালোবেসো৷ এই বক্তব্যের জন্য সংগীত সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল গানটি৷

এই ইউটিউব ভিডিওতে গানের চমৎকার কথা এবং সুরের সঙ্গে যোগ হয়েছে খুব ভালো নাচ৷ মূলত দৈনন্দিন নানা কাজ এবং ছোট-বড় নানা অনুভূতিও নাচের মাধ্যমে অবলীলায় প্রকাশের দক্ষতায় মুগ্ধ হয়ে মানুষ বারবার দেখছেন ভিডিওটি৷ তাই গত সাত মাসে ৭৭ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার ৩০২ বার দেখা হয়েছে ওপরের এই ইউটিউব ভিডিও৷ আপনিও দেখুন!

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ