1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাবাংলাদেশ

এই রায় সব আইনি নজির ও যুক্তির পরিপন্থি: ইউনূস

১ জানুয়ারি ২০২৪

শ্রম আদালতে ছয় মাসের কারাদণ্ড পাওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ডয়চে ভেলেকে দেয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন৷ তার আইনজীবীর দাবি- এই বিচার কার্যক্রম ‘দেশের ইতিহাসে অভূতপূর্ব৷'

সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন ইউনূস
ছয় মাসের কারাদণ্ড দেয়ার পর ইউনূসের জামিন আবেদন মঞ্চুর করেছেন আদালতছবি: Mortuza Rashed/DW

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত৷ এছাড়া তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷ ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক এই মামলা দায়ের করেছিলেন৷

রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে ডয়চে ভেলেকে পাঠানো এক বিবৃতিতে প্রফেসর ইউনূস এই রায়কে ‘আইনি নজির ও যুক্তির পরিপন্থী' হিসেবে অভিহিত করেছেন৷ তিনি বলেন, ‘‘আমি আমার সাধ্যমতো বাংলাদেশের জনগণের সেবা করে যাবো ও সামাজিক ব্যবসার আন্দোলনে কাজ করে যাবো৷ আমার আইনজীবীরা আদালতে দৃঢ়ভাবে যুক্তি দেখিয়েছেন, আমার বিরুদ্ধে এই রায় সব আইনি নজির ও যুক্তির পরিপন্থী৷ আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানাই৷''

এদিকে ডয়চে ভেলেকে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘‘তাকে (ড. ইউনূস) এখানে আটকানোর জন্য এবং হেয় প্রতিপন্ন করার জন্য, হ্যারাসমেন্ট করার জন্য...এটা করা হয়েছে৷''

শ্রম আদালতে মামলা যেখানে পাঁচ বছরেও শেষ হয় না সেখানে এই মামলার শুনানি অস্বাভাবিক দ্রুত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি৷ জানান, এক মাসে আট-দশটি শুনানির তারিখ দেয়া হয়েছে৷ এই আইনজীবী বলেন, ‘‘এক সপ্তাহের ভেতরে শুনানি করে নজিরবিহীনভাবে রাত সাড়ে আটটা পর্যন্ত সাড়ে নয় ঘণ্টা শুনানি করে এখানে রাখা হয়েছে যেটা শ্রম আদালতের ইতিহাসে হয় নাই৷''

অস্বাভাবিক দ্রুত গতিতে ড. ইউনূসের মামলার শুনানি শেষ হয়েছে বলে অভিযোগ ইউনূসের আইনজীবীরছবি: Mortuza Rashed/DW

ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা ড. ইউনূসের জামিন আবেদন মঞ্জুর করেছেন৷ রায়ের পর সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, ‘‘যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম৷ এটাকে ন্যায়বিচার যদি বলতে চান, তাহলে বলতে পারেন৷’’

এফএস/এসিবি

রোহিঙ্গাদের জোর করে বের করে দেয়া উচিত হবে না

19:18

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ