মনে রাখতে না চাইলে মোবাইলে নম্বরটি তুলে রাখুন৷ না হলে এমন জায়গায় লিখে রাখুন যেন প্রয়োজন মাত্রই খুঁজে পেতে পারেন৷ কারণ খুবই গুরুত্বপূর্ণ নম্বর এটি৷ কল করা যায় বিনামূল্যে৷
বিজ্ঞাপন
এটি একটি হেল্পলাইন৷ কোনো শিশু বা নারী নির্যাতনের শিকার হচ্ছে কিংবা নির্যাতিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে এই নম্বরে ফোন করুন৷ একটা না একটা সহায়তা পাওয়ার আশ্বাস দিচ্ছেন ড. আবুল হোসেন৷ তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা৷ হটলাইনটির দায়িত্বে তিনিই আছেন৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মাল্টি-সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন’ প্রকল্পের পরিচালক ড. হোসেন৷ এই প্রকল্পের আওতায় ২০১২ সালে হেল্পলাইনটি চালু হয়৷ এরপর ২০১৪ সালের ৮ মার্চ থেকে এটি টোল ফ্রি করা হয়৷ অর্থাৎ যে-কোনো মোবাইল কিংবা ল্যান্ডফোন থেকে বিনামূল্যে সেখানে ফোন করা যায়৷ সপ্তাহে সাতদিন, ২৪ ঘণ্টা যে-কোনো সময়৷
[No title]
ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে ড. হোসেন একটি উদাহরণ দিয়ে হেল্পলাইনটি কীভাবে কাজ করে সেটি ব্যাখ্যা করেন৷ ‘‘ধরুন কোনো বাসায় কাজের লোককে নির্যাতন করে কেউ আটকে রেখেছে৷ বিষয়টি যদি কেউ আমাদের জানায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করতে পারি৷’’
সাম্প্রতিক সময়ে রাজন হত্যার মতো ঘটনা উল্লেখ করে ড. হোসেন বলেন, ‘‘রাজনকে যখন মারা হচ্ছিল তখন কেউ যদি আমাদের ফোন করতো তাহলে হয়ত আমরা তাকে রক্ষা করতে পারতাম৷’’
তবে অধিকাংশ মানুষ নম্বরটি জানে না স্বীকার করে তিনি বলেন, নম্বরটি চালু করার পর বিটিভি সহ বেসরকারি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয়া হয়েছিল৷ তাছাড়া মাঝেমধ্যে বিলবোর্ডে নম্বরটি প্রচারের উদ্যোগ নেয়া হয়৷ প্রতিটি মোবাইল ফোন কোম্পানি তাদের গ্রাহকদের বছরে একবার হেল্পলাইন নম্বরটি জানিয়ে বার্তা পাঠায়৷
বাংলাদেশে বাল্যবিবাহের যে ছবি আলোড়ন তুলেছে
বাংলাদেশে বাল্যবিবাহ এখনো এক বড় সমস্যা৷ দেশটিতে ৬৫ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে আঠারো বছর বয়স পার হওয়ার আগেই৷ বার্তা সংস্থা গ্যাটি ইমেজেস-এর এক ফটোগ্রাফার তাঁর ক্যামেরায় ধারণ করছেন এমনই একটি বাল্যবিবাহের কিছু ছবি৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের বিয়ে
নওশিন আক্তারের বয়স ১৫ বছর৷ বাবার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে৷ বিয়ের দিনও সে ছুটে বেড়াচ্ছিল পড়শিদের বাড়ি বাড়ি৷ সেখান থেকেই ধরে এনে বিয়ের পিড়িতে বসানো হয় তাকে৷ তার বিয়ের, আইনি দৃষ্টিতে যা অবৈধ, কিছু ছবি থাকলো এই ছবিঘরে৷
ছবি: Getty Images/A. Joyce
বিয়ে বাড়িতে উৎসব
আগস্টের ২০ তারিখে বিয়ে হয় নওশিনের৷ নিজে বিয়ের অর্থ সে তেমন না বুঝলেও, পাড়াপড়শির এই বিয়ে নিয়ে আগ্রহের কমতি ছিল না৷ বিয়ের দিন উৎসবের এই ছবি জানান দিচ্ছে একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরের বয়স নিয়ে তাঁদের কোনো ভাবনা নেই৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের গোসল
বিয়ের দিন প্রকাশ্যেই গোসল করানো হয় নওশিন আক্তারকে৷ বাল্যবিবাহের জন্য তাকে প্রস্তুত করার অংশ এই গোসল৷ অনেকের সঙ্গে এএফপি-র আলোকচিত্রিও দেখেছেন সেই আচার৷
ছবি: Getty Images/A. Joyce
বিউটি পার্লারে নওশিন
বিয়ের জন্য সাজাতে নওশিনকে নেয়া হয়েছে বিউটি পার্লারে৷ বাংলাদেশের আনাচেকানাচে এ রকম পার্লারের সংখ্যা অনেক৷ ছবিতে কাপড় পরার সময় অপর এক নারীকে দেখছে নওশিন৷
ছবি: Getty Images/A. Joyce
কনের মেকআপ
বিয়ের সাজে সাজানো হচ্ছে নওশিনকে৷ বাংলাদেশে কনেকে বেশ রংচংয়ে মেকআপে সাজানো হয়৷ অনেক সময় চেহারার রং ফর্সা করার চেষ্টা করা হয় জোর করে, যা অনেকসময় দেখতে কিছুটা দৃষ্টিকটু হলেও ঐতিহাসিকভাবে চলে আসছে৷
ছবি: Getty Images/A. Joyce
গহনা ছাড়া কি বিয়ে হয়?
কনে নওশিনকে গহনা পড়িয়ে দিচ্ছেন তার আত্মীয়রা৷ বাংলাদেশে বিয়েতে সোনার গহনা এক অপরিহার্য উপাদান৷ কনের পরিবারের আর্থিক অবস্থা যেমনই হোক, সোনাদানা ছাড়া বিয়ে, বিশেষ করে গ্রামাঞ্চলে একরকম ভাবাই যায় না৷
ছবি: Getty Images/A. Joyce
জোর করে বিছানায় নেয়া হচ্ছে নওশিনকে
নওশিনকে তার এক আত্মীয় জোর করে টেনে নিয়ে যাচ্ছেন একটি বিছানায়, যেখানে তার ছবি তোলা হবে৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেব অনুযায়ী, বাংলাদেশে গড়ে ২৯ শতাংশ মেয়ের বিয়ে হয় তাদের বয়স ১৫ পার হওয়ার আগে৷
ছবি: Getty Images/A. Joyce
ভিডিও-র জন্য ‘পোজ’
ভিডিও-র জন্য পোজ দিচ্ছে নওশিন আক্তার৷ তার বিয়ের মুহূর্তগুলো এভাবেই ক্যামেরাবন্দি করেছেন ভাড়া করা আলোকচিত্রিরা৷
ছবি: Getty Images/A. Joyce
৩২ বছর বয়সি বর
নওশিনের বরের নাম মোহাম্মদ হাসামুর রহমান, বয়স ৩২ বছর৷ বিয়ের সন্ধ্যায় অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন রহমান৷ এএফপি-র একজন বিদেশি আলোকচিত্রি সেই বিয়েতে উপস্থিত হতে পারলেও বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারেনি গিয়ে বিয়েটি বন্ধ করতে৷
ছবি: Getty Images/A. Joyce
শ্বশুর বাড়ির উদ্দেশ্যে নওশিন
বিয়ে শেষে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে ১৫ বছর বয়সি নওশিন৷ পরিবারের সদস্যরা তাকে গাড়িতে তুলে দিচ্ছেন৷ বাংলাদেশে বাল্যবিবাহের এ সব ছবি গোটা বিশ্বের আলোড়ন তুলেছে৷
ছবি: Getty Images/A. Joyce
10 ছবি1 | 10
ড. হোসেন বলেন, কোনো শিশুর যদি যৌন হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থেকে থাকে, কিংবা কোনো শিশু যদি যৌন হয়রানির শিকার হয়ে থাকে তাহলে তারা এই নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারে৷ ‘‘আমাদের সঙ্গে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকেন যিনি বিষয়টি শিশু কিংবা তার মা-বাবার সঙ্গে আলোচনা করতে পারেন’’, বলেন এই সরকারি কর্মকর্তা৷
হেল্পলাইনে প্রতিদিন গড়ে প্রায় ১৮০ থেকে ২০০টি কল আসার কথা উল্লেখ করে ড. হোসেন বলেন কেউ আইনের সহায়তা চাইলে তাকে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করিয়ে দেয়া হয়৷
আপনি কি ড. হাসানের সঙ্গে একমত? লিখুন নীচে মন্তব্যের কলামে৷