1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু ও নারী রক্ষায় হেল্পলাইন

জাহিদুল হক৭ অক্টোবর ২০১৫

মনে রাখতে না চাইলে মোবাইলে নম্বরটি তুলে রাখুন৷ না হলে এমন জায়গায় লিখে রাখুন যেন প্রয়োজন মাত্রই খুঁজে পেতে পারেন৷ কারণ খুবই গুরুত্বপূর্ণ নম্বর এটি৷ কল করা যায় বিনামূল্যে৷

Bangladesch Hotline Hilfe gewalt gegen frauen und Kinder
ছবি: Ministry of Women and Children Affairs

এটি একটি হেল্পলাইন৷ কোনো শিশু বা নারী নির্যাতনের শিকার হচ্ছে কিংবা নির্যাতিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে এই নম্বরে ফোন করুন৷ একটা না একটা সহায়তা পাওয়ার আশ্বাস দিচ্ছেন ড. আবুল হোসেন৷ তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা৷ হটলাইনটির দায়িত্বে তিনিই আছেন৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মাল্টি-সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন’ প্রকল্পের পরিচালক ড. হোসেন৷ এই প্রকল্পের আওতায় ২০১২ সালে হেল্পলাইনটি চালু হয়৷ এরপর ২০১৪ সালের ৮ মার্চ থেকে এটি টোল ফ্রি করা হয়৷ অর্থাৎ যে-কোনো মোবাইল কিংবা ল্যান্ডফোন থেকে বিনামূল্যে সেখানে ফোন করা যায়৷ সপ্তাহে সাতদিন, ২৪ ঘণ্টা যে-কোনো সময়৷

[No title]

This browser does not support the audio element.

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে ড. হোসেন একটি উদাহরণ দিয়ে হেল্পলাইনটি কীভাবে কাজ করে সেটি ব্যাখ্যা করেন৷ ‘‘ধরুন কোনো বাসায় কাজের লোককে নির্যাতন করে কেউ আটকে রেখেছে৷ বিষয়টি যদি কেউ আমাদের জানায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করতে পারি৷’’

সাম্প্রতিক সময়ে রাজন হত্যার মতো ঘটনা উল্লেখ করে ড. হোসেন বলেন, ‘‘রাজনকে যখন মারা হচ্ছিল তখন কেউ যদি আমাদের ফোন করতো তাহলে হয়ত আমরা তাকে রক্ষা করতে পারতাম৷’’

তবে অধিকাংশ মানুষ নম্বরটি জানে না স্বীকার করে তিনি বলেন, নম্বরটি চালু করার পর বিটিভি সহ বেসরকারি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয়া হয়েছিল৷ তাছাড়া মাঝেমধ্যে বিলবোর্ডে নম্বরটি প্রচারের উদ্যোগ নেয়া হয়৷ প্রতিটি মোবাইল ফোন কোম্পানি তাদের গ্রাহকদের বছরে একবার হেল্পলাইন নম্বরটি জানিয়ে বার্তা পাঠায়৷

ড. হোসেন বলেন, কোনো শিশুর যদি যৌন হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থেকে থাকে, কিংবা কোনো শিশু যদি যৌন হয়রানির শিকার হয়ে থাকে তাহলে তারা এই নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারে৷ ‘‘আমাদের সঙ্গে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকেন যিনি বিষয়টি শিশু কিংবা তার মা-বাবার সঙ্গে আলোচনা করতে পারেন’’, বলেন এই সরকারি কর্মকর্তা৷

হেল্পলাইনে প্রতিদিন গড়ে প্রায় ১৮০ থেকে ২০০টি কল আসার কথা উল্লেখ করে ড. হোসেন বলেন কেউ আইনের সহায়তা চাইলে তাকে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করিয়ে দেয়া হয়৷

আপনি কি ড. হাসানের সঙ্গে একমত? লিখুন নীচে মন্তব্যের কলামে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ