‘এই সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে না'
২৬ মে ২০২৩শুক্রবার ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন৷ এবারের আলোচনার বিষয় ছিল, নির্বাচন ও ভিসা নিষেধাজ্ঞা৷ সেখানে পার্থ বলেন, ভিসা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের নতুন নিষেধাজ্ঞায় বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ সরকার৷
তিনি বলেন, ‘‘নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে নির্বাচন সুষ্ঠু করার কথা বলছে৷ এর অর্থ ব্লিঙ্কেনের সরকার মনে করে না বর্তমান সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে৷''
৩ মে নিধেধাজ্ঞার বিষয়টি জানার পর আওয়ামী লীগ যে বেকায়দায় পড়েছে তা বোঝা যায় পরের ঘটনাবলী দেখে বলে মনে করেন পার্থ৷ ‘‘প্রধানমন্ত্রী বিবিসিকে ও পরে দেশে অ্যামেরিকার সমালোচনা করে কথা বললেন৷ এরপরের ঘটনাগুলো দেখেন,'' বলেন তিনি৷
নিষেধাজ্ঞার পর সামাজিক গণমাধ্যমসহ সবজায়গায় মানুষ উৎসব করছে বলে মন্তব্য করেন পার্থ৷ তিনি মনে করেন, গাজীপুরে নির্বাচনে বেশি মানুষের অংশ নেয়ার কারণ এরই মার্কিন নিষেধাজ্ঞা৷
বিজেপি চেয়ারম্যান বলেন, ‘‘মানুষ কেন্দ্রে আসা বন্ধ করে দিয়েছিল৷ অ্যামেরিকার ঘটনার পর ৫০ ভাগ ভোট পড়েছে৷ হয়তো মানুষের মধ্যে আস্থা ফিরেছে যে এবার কারচুপি হবে না৷''
আলোচনা প্রসঙ্গে এক পর্যায়ে তিনি বলেন, ‘‘এখন তো মানুষ কারচুপি হলে নির্বাচন কমিশন নয়, বরং মার্কিন দূতাবাসে ছবি পাঠাবে৷'' এই নির্বাচনে বিদেশিরা আগেরবারের চেয়ে অনেক বেশি ‘জড়িত' বলে মনে করেন তিনি৷
নির্বাচনের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, এখনো জোটের রাজনীতি বা মেরুকরণ শুরু হয়নি৷
অনুষ্ঠানে আরো ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন৷ তিনি মনে করেন, গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে, এবং সেখানে নৌকা হারেনি৷
‘‘নির্বাচন কমিশন যে নিরপেক্ষ, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গণতন্ত্রের কথা বলেছেন, সেই গণতন্ত্র যে দেশে আছে, তা আবারো প্রমাণিত হয়েছে,'' বলেন আহমদ হোসেন৷ তিনি আরো বলেন, ‘‘জাতীয় নির্বাচনে জাহাঙ্গীর নৌকার পক্ষেই থাকবেন৷''
মার্কিনিদের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘প্রটোকল উঠে যাচ্ছে৷ সামনে দেখুন আরো কী কী হয়৷''
মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় বিএনপি বেকায়দায় পড়েছে বলে দাবি করেন তিনি৷ বলেন, ‘‘এখন তারা বলতে পারবে না যে নির্বাচনে আসবে না৷ আগুন সন্ত্রাস করতে পারবে না৷ তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়বে৷''
বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তা নিয়ে আওয়ামী লীগ ভাবছে না বলে দাবি করেন তিনি৷ বলেন, আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচন চায়৷ সেখানে বিএনপি চাইলে আসতে পারে৷
জেডএ/এআই