1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

১৮ সেপ্টেম্বর ২০১২

আলোচিত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ নিয়ে সংকট কাটেনি৷ প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানের ছুটিতে যাবার খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও তিনি আজ বলেছেন, ছুটিতে যাওয়া বা পদত্যাগের কোনো আবেদন তিনি করনেনি৷

ছবি: picture alliance / dpa

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি বাতিলের পর সরকার নানা ধরণের উদ্যোগের কথা বলে৷ অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ, মালয়েশিয়ার সঙ্গে চুক্তি – এসব কথা বলা হলেও সরকার বিশ্বব্যাংকের শর্ত পূরণ করে আবার ঋণ পাওয়ার চেষ্টায় নামে৷ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া, দুর্নীতির তদন্ত করাসহ একটি বাদে সব শর্তই পূরণ করে৷ আর ঋণ দিতে বিশ্বব্যাংকের সর্বশেষ শর্ত হল প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানকে বিদায় করা৷ এই শর্ত পূরণ করতে সোমবার তিনি একমাসের ছুটিতে গিয়েছেন এমন খবর প্রকাশ করে বাংলাদেশের সংবাদ মাধ্যম৷ কিন্তু আজ তিনি তাঁর বাসায় সাংবাদিকদের জানান, এরকম কোন ঘটনা ঘটেনি৷

তিনি উল্টে বিশ্বব্যাংকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনেন৷ তিনি বলেন, তারা গর্হিত কাজ করেছেন৷ মশিউর রহমান বলেন, এপর্যন্ত বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ দেয়ার কোন প্রতিশ্রুতি দেয়নি৷ চিঠি চালাচালি হচ্ছে৷ তাঁর মতে, বিশ্বব্যাংক যদি শেষ পর্যন্ত ঋণ দিতে রাজী হয়, তাহলেও এই সরকারের আমলে পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই৷

এদিকে দুদক জানিয়েছে, তারা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্তে ড. মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে৷ পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ বাতিল করলেও এডিবি এবং জাইকা ২১শে সেপ্টেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে এই আশায় যে এর মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ফয়সালা হয়ে যাবে৷ আর এই ফয়সালা করার সময় আছে আর মাত্র ২ দিন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ