1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই সরকারের যত চ্যালেঞ্জ

৭ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা শপথ নিয়েছে৷ এর মধ্য দিয়ে শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন৷ অধিকাংশ নতুন মুখের সমন্বয়ে গড়া এই মন্ত্রিপরিষদ, সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ কী?

ছবি: bdnews24.com

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শেখ হাসিনা ‘ডাবল রেকর্ড' গড়লেন৷ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যেমন একটি রেকর্ড, তেমনি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়াও রেকর্ড৷ আর জাতীয় সংসদে আসন পাওয়ার দিক থেকেও এবার স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের পর রেকর্ড গড়ল আওয়ামী লীগ৷ আওয়ামী লীগ থেকে ২৫৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷ আর মহাজোটের আসন হিসেব করলে সংখ্যাটা হবে ২৮৮৷ ২৯৮ আসনের এই হিসেবে বিএনপি এবং ঐক্যফ্রন্ট থেকে ৭ জন আর ৩ জন নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে৷

 প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা সোমবার শপথ নিলো, তাতে প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের মন্ত্রিসভা৷প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন এবং উপমন্ত্রী ৩ জন৷ তাঁদের মধ্যে নতুন ৩১ জন৷ আর ২৮ জন এই প্রথম মন্ত্রী হলেন, যাঁদের মধ্যে তরুণদের প্রাধান্য রয়েছে৷ মন্ত্রিসভা থেকে ছিটকে পড়েছেন আগের মন্ত্রিসভার ২৩ জন মন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী৷ এবারের মন্ত্রিসভায় ১৪ দলীয় জোটের শরিকদের মধ্য থেকে কাউকে মন্ত্রী করা হয়নি৷ এবার জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে৷ তাই এবারের মন্ত্রিসভা ১৯৭৩ সালের পর এই প্রথম নিরঙ্কুশ ‘আওয়ামী মন্ত্রিসভা'৷ আর সংসদে আসন সংখ্যার দিক দিয়ে এককভাবে ১৯৭৩ সালের পর এই প্রথম সবচেয়ে বেশি আসন পেলো৷ স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসন পেয়েছিল৷ আর এবার পেয়েছে ২৫৭টি আসন৷

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই এবারের আওয়ামী লীগ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ সরকারে যে সংখ্যাগরিষ্ঠতা, এটা অভুতপূর্ব৷ এই অভুতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা ম্যানেজ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ কারণ, এখানে রিরোধী দল নেই বললেউ চলে৷ জবাবদিহিতার জায়গা একবারেই সংকুচিত৷ তাই জবাবদিহিতা প্রতিষ্ঠাই মূল চ্যালেঞ্জ হিসেবে প্রাধান্য পাবে৷''

ড. ইফতেখারুজ্জামান

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘পাশাপাশি প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন৷ শপথ নেয়ার আগেই তিনি বলেছেন,  বাংলাদেশে দুর্নীতিবাজের স্থান হবে না৷এখন এটা বাস্তবে কতটা সম্ভব হবে সেটাই দেখার বিষয়৷ আমি এটা বলছি, কারণ, যে ফলাফলের কথা বলা হচ্ছে, এই ফলাফলের জন্য যাঁরা অবদান রেখেছেন, তাঁদেরও তো একটা চাওয়া-পাওয়ার ব্যাপার আছে৷ ক্ষমতায় থাকলে বা ক্ষমতার কাছাকাছি থাকলে সম্পদ বাড়বে এটা অনেকে বলেছেন, এই সংস্কৃতি আমাদের এখানে চালু আছে৷ কিন্তু এটা জনগণের স্বার্থের পরিপন্থি৷ এখন শাসনক্ষমতায় যাঁরা আছেন, তাঁরা বিষয়টি কিভাবে দেখবেন৷ আমার মনে হয়, এই ক্ষেত্রে একটা বড় ঝুঁকি আছে সরকারের৷''

তিনি আরো বলেন, ‘‘প্রধানমন্ত্রী ইশতাহারে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলেছেন৷ এটা খুবই গুরুত্বপূর্ণ৷ কিন্তু এর সাথে  সব মানুষের বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত৷ আমি মনে করি, উন্নয়নের সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা বা বাকস্বাধীনতার সঙ্গে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়েছে৷ সরকারের জন্য এটাও  বড় চ্যালেঞ্জ৷''

আর মানবাধিকার কর্মী এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে৷ আগে যখন আমরা নাগরিকরা কোনো দাবি তুলেছি, তখন তারা বলেছেন নানা ধরনের বাধা ও বিরোধিতার কারণে তারা অনেক কিছু করতে পারছেন না৷ এখন তো আর সেটা নেই৷ ফলে তারা নাগরিক কল্যাণে কী করেন তা দেখতে চাই৷''

‘তারা নাগরিক কল্যাণে কি করেন তা দেখতে চাই’

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘এখন তাঁরা বলছেন, তাঁরা জঙ্গিবাদ পরাভূত করেছেন, মৌলবাদ পরাভূত করেছেন, তাঁদের বড় যে অপজিশন বিএনপি, তাঁদের ভাষায় জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছে৷ তার মানে, তাঁদের যে নীতি ও কর্মসূচি আছে, তার প্রতি প্রচুর জনসমর্থন আছে৷ এখন তাঁদের ইশতাহার, সংবিধান ও সাংবিধানিক অধিকার তাঁরা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে , মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা উচিত৷''

তিনি আরো বলেন, ‘‘সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে৷ সংবিধানের সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে, তা হলো, মানবসত্বার মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার, যার সাথে সুশাসন, দুর্নীতি দমন, মানুষের ন্যায় বিচারের প্রাপ্যতা, মর্যাদার সাথে মানুষের জীবন যাপন করাও (রয়েছে)৷ মানুষ যেন অন্যের ওপর নির্ভর না করে,স্বাধীনভাবে আত্মমর্যাদার সাথে জীবন যাপন করতে পারে, সেটা নিশ্চিত করাই এই সরকারের বড় কাজ বা চ্যালেঞ্জ বলে আমি মনে করি৷''

এদিকে শপথ নেয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বঙ্গভবনে সাংবাদিকদের বলেন, ‘‘এই নতুন সরকারের কাজ হলো আমাদের প্রতিশ্রুতি এবং ইশতাহার অক্ষরে অক্ষরে পালন ও বাস্তবায়ন করা৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কেউ বাদ পড়েছেন এটা ভাবা ঠিক হবে না৷ সবার দায়িত্ব এবং কাজ আছে৷ আমরা দল ও সরকারকে আলাদা করতে চাই৷ সরকার ছাড়াও দলের জন্য কাজ করার আছে৷ আমরা দলকে আরো শক্তিশালী এবং সংগঠিত করতে চাই৷''

তিনি আরো বলেন, ‘‘১৪ দলীয় জোটের কেউ এখনো মন্ত্রীত্ব পাননি, এর মানে এই নয় যে জোট থাকবে না বা ভেঙে গেছে৷ জোট আছে। আমরা একসঙ্গে কাজ করবো৷''

আর নতুন মন্ত্রীরা বলেছেন,‘‘মন্ত্রীত্ব পভোগের বিষয় নয়। এটা দায়িত্বের বিষয়৷ আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ