1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপন্ন পৃথিবী

১৬ ফেব্রুয়ারি ২০১৩

শুক্রবার দিনটা যেন মর্তের অধিবাসীদের স্মরণ করিয়ে দিল হাসান রাজার কথা: ‘কি ঘর বান্ধাইমু আমি শূন্যের মাঝারে৷' রাশিয়ার উপরে ফাটল মেটিয়র৷ তার কয়েক ঘণ্টা পরেই পৃথিবীর পাশ দিয়ে ছুটে গেল এক অ্যাস্টেরয়েড৷

ছবি: NASA/Science dpa

অ্যাস্টেরয়েড, মেটিয়র, মেটিওরয়েড, মেটিওরাইট, গ্রহাণু, ধূমকেতু, উল্কা, উল্কাপাত, উল্কাবৃষ্টি, নানা কথাই শোনা যাচ্ছে৷ কিন্তু মোদ্দা কথাটা হল, একই দিনে এ'ধরণের দু'টি মহাশূন্য থেকে আসা অতিথি – তাদের একজন জানান দিয়ে এবং অন্যজন আচম্বিতে – সকলকে ভাবিয়ে তুলেছে, যেমন সাধারণ মানুষ, তেমনই বিজ্ঞানী ও রাজনীতিকদের৷

Meteorite injures hundreds in Russia

This browser does not support the video element.

রাশিয়ার উল্কাটি ছিল ১৫ মিটার ব্যাসের; ওজন ১০ টন কি তার বেশি; ফেটেছে বিশটি হিরোশিমা বোমার শক্তি নিয়ে; উরাল পর্বতাঞ্চলের চেলিয়াবিন্স্ক্ শহরে ও অন্যত্র আহত হয়েছে প্রায় বারো'শ মানুষ, হাজার হাজার বাড়ির কাচ ভেঙেছে৷ উল্কার সাইজ ছিল প্রায় একটি বাসের মতো৷ পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে তা বায়ুমণ্ডলে ঢোকে ঘণ্টায় চুয়ান্ন হাজার কিলোমিটার গতি নিয়ে৷ এবং আকাশেই জ্বলেপুড়ে ভেঙে যায়৷

২০১২ ডিএ-১৪ অ্যাস্টেরয়েড বা গ্রহাণুটি রাশিয়ার উল্কার তিনগুণ বড়৷ ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর প্রায় ৩০ হাজার কিলোমিটার দূরত্ব দিয়ে যায় – যোগাযোগ সংক্রান্ত অনেক স্যাটেলাইটও ওর চেয়ে বেশি দূর থেকে পৃথিবী প্রদক্ষিণ করছে৷ একটি অ্যাস্টেরয়েডের পৃথিবীর এতো কাছ দিয়ে যাওয়া, এবং বিশেষ করে তা আগে থেকে জানা থাকার ঘটনা আগে কখনো ঘটেনি, বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসা মন্তব্য করেছে৷

রাশিয়ার আকাশে সেই উল্কাপাতের দৃশ্যছবি: picture-alliance/dpa

মুশকিল এই যে, পাঁচ লাখ থেকে দশ লাখ এই ধরণের অ্যাস্টেরয়েড – মহাশূন্যের বিচারে – পৃথিবীর কাছ দিয়েই ঘোরাফেরা করছে৷ তাদের মধ্যে মাত্র হাজার খানেক নথিবদ্ধ করতে পেরেছেন বিজ্ঞানীরা৷ পৃথিবীর বায়ুমণ্ডলে রোজ ১০০ টন পরিমাণ ‘স্টারডাস্ট' বা তারকার ধুলিকণা এসে পড়ে, তার অধিকাংশই বালির কণার মতো ছোট এবং বাতাসেই পুড়ে ছাই হয়ে যায়৷

তবে রাশিয়ায় উল্কাপাতের ঘটনা ও অ্যাস্টেরয়েড ২০১২ ডিএ-১৪'র উদয় প্রমাণ করল যে, আমাদের ছোট্ট নীল গ্রহটি ঠিক কতোটা বিপন্ন, কতোটা অসহায়৷ তাই যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল থেকে মস্কোর ডুমা অবধি রাজনীতিকরা ভাবতে শুরু করেছেন, নিজেদের মধ্যে মারামরি না করে, মহাশূন্যের এই বিপদের মোকাবিলা করার জন্য একত্রিত হলে কেমন হয়!

এসি / এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ