1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একই মঞ্চে দুই জার্মান চ্যান্সেলর!

২৯ অক্টোবর ২০২১

একজন বিদায়ী সরকার প্রধান, আরেকজন সম্ভাব্য চ্যান্সেলর৷ আঙ্গেলা ম্যার্কেল ও ওলাফ শলৎস রোমে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকগুলিতে যৌথভাবে জার্মানির প্রতিনিধিত্ব করছেন৷

জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও পরিবেশ নীতির ক্ষেত্রে জার্মানির ধারাবাহিকতা তুলে ধরতে চান দুই নেতা (ফাইল ছবি)ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার হস্তান্তর হলেও বাকি বিশ্বের প্রতি জার্মানির নীতির ক্ষেত্রে ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে৷ বিশেষ করে জি-টোয়েন্টি গোষ্ঠীর প্রতি জার্মানির অবস্থানে কোনো বিঘ্ন ঘটবে না৷ এমন জোরালো বার্তা তুলে ধরতে বিদায়ী জার্মান চ্যান্সেলর সে দেশের আগামী সম্ভাব্য চ্যান্সেলরকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক জার্মান সরকারের এক কর্মকর্তা জার্মানির প্রতিনিধিত্বের ক্ষেত্রে এমন ‘ঐতিহাসিক ফরম্যাট’-এর পরিকল্পনা জানান৷ রোমে সপ্তাহান্তে জি-টোয়েন্টি সম্মেলনে এমন অভিনব ঘটনা দেখা যাবে৷ রবিবার থেকে ব্রিটেনের গ্লাসগো শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও পরিবেশ নীতির ক্ষেত্রে জার্মানির ধারাবাহিকতা তুলে ধরতে চান দুই নেতা৷

শলৎস-কে অবশ্য আলাদা করে রোমে যেতে হচ্ছে না৷ বিদায়ী সরকারের অর্থমন্ত্রী হিসেবে তিনি জি-টেয়েন্টি মঞ্চে এমনিতেই উপস্থিত থাকছেন৷ বার্লিনে জোট সরকার গঠনের লক্ষ্যে আলোচনা সফল হবে, এমনটা ধরে নিয়ে শলৎসকে ঘিরে আগ্রহও কম নয়৷ সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে তিনি ডিসেম্বর মাসেই চ্যান্সেলর হিসেবে শপথ নেবেন৷ তাই জার্মানির সম্ভাব্য নতুন চ্যান্সেলরের সঙ্গে শুরু থেকেই ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে অনেক নেতাই আগ্রহী৷ বাইডেন ছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর্জেন্টিনা, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতাদের সঙ্গেও ম্যার্কেল ও শলৎস বৈঠকে বসছেন৷ তাছাড়া ইরান সংক্রান্ত নীতির ক্ষেত্রে সমন্বয় করতে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির শীর্ষ নেতাদের বৈঠকেও শলৎস উপস্থিত থাকছেন৷

ভিন্ন রাজনৈতিক শিবির থেকে এলেও শলৎসের নেতৃত্ব সম্পর্কে সন্তুষ্টি গোপন করছেন না ম্যার্কেল৷ ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী হিসেবে শলৎস গত চার বছর ধরে ম্যার্কেলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন৷ নির্বাচনি প্রচারের সময় শলৎস ভাবে-ভঙ্গিতে নিজেকে ম্যার্কেলের প্রকৃত উত্তরসূরি হিসেবে তুলে ধরেছেন৷ গত সপ্তাহে ম্যার্কেল বলেন, শলৎসের নেতৃত্বে আগামী সরকার গঠিত হলে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন৷

জার্মানিতে জোট সরকার গঠনের প্রক্রিয়া এমন একটা সময়ে চলছে, যখন অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত জরুরি হয়ে পড়ছে৷ বিদায়ী সরকারের পক্ষে কার্যনির্বাহী ভূমিকায় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কঠিন৷ করোনা সংকট ও তার অর্থনৈতিক প্রভাব সামলাতে হিমসিম খাচ্ছে জার্মানি৷ একাধিক আন্তর্জাতিক সম্মেলনেও জার্মানিকে উপস্থিত থাকতে হচ্ছে৷ বিদায়ী ও সম্ভাব্য সরকারের সদস্য হিসেবে ওলাফ শলৎস এ ক্ষেত্রে ধারাবাহিকতা ও সমন্বয়ের প্রতীক হয়ে উঠছেন৷

এসবি/জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ