1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতি

১৪ মে ২০১২

বাংলাদেশে হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় বিরোধী দল বিএনপি’র নেতাদের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট৷ জানানো হয়েছে, এই মামলায় চার্জশিট না দেয়া পর্যন্ত তাঁদের গ্রেপ্তার বা হয়রানি করা যাবেনা৷

ছবি: DW/S.K.Dey

প্রধান প্রশাসনিক কেন্দ্র বা সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আগাম জামিন আবেদনে গত সপ্তাহে হাইকোর্টের বিভক্ত রায়ের পর, আজ তার নিষ্পত্তি করেছে তৃতীয় বিচারপতি মো. আনোয়ারুল হকের একক বেঞ্চ৷ আদালত বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা এবং হান্নান শাহ সহ ২৫ জন নেতাকে আগাম জামিন দিয়েছে৷ জানা গেছে, তাঁদের এই জামিন মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত বহাল থাকবে৷ যা সাংবাদিকদের জানান তাঁদের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ৷

তিনি জানান, এই মামলায় বিএনপি নেতাদের মূল আসামিদের সহযোগী হিসেবে দেখানো হয়েছে৷ অথচ মামলায় মূল আসামিদের নামই নেই৷ তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, এতে সমস্যা নেই৷ তদন্তে মূল আসামিদের নাম বেরিয়ে আসবে৷

আগাম জামিন পওয়ার পর বিএনপি নেতাদের পক্ষে প্রতিক্রিয়া জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই মামলা ষড়যন্ত্রমূলক৷ তিনি বলেন, তাঁরা একই সঙ্গে আদালতে আইনী লড়াই এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন৷

অন্যদিকে, গত রবিবার চট্টগ্রামে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ২৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়৷ এজাহারে ১৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ আর গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ