1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাবা ও বক্সিং

আলেক্সান্ডার দ্লুজাক/এসবি৩ আগস্ট ২০১৫

ডানপিটে ছেলে বক্সিং করছে, শান্ত ছেলে দাবা খেলছে – এমন চিত্রটাই চোখের সামনে ভেসে ওঠে৷ কিন্তু একই ছেলে একইসঙ্গে বক্সিং করতে করতে দাবা খেলছে – এমনটা ভাবা যায়! চেসবক্সিং ঠিক সেই দৃশ্যই বাস্তব করে তুলছে৷

Berlin Chessboxing Championchips
ছবি: DW/C. Nippard

বার্লিনে বক্সিং রিং-এ যাদের দেখা যাচ্ছে, তাঁরা সাধারণ বক্সার নন৷ এর নাম ‘চেস বক্সিং'৷ বছর দশেক আগে বার্লিনে দাবা ও বক্সিং-এর সমন্বয়ে এই খেলা চালু হয়েছিল৷ গোটা বিশ্বে এর ভক্তের সংখ্যা বাড়ছে৷ জার্মানির সেরা খেলোয়াড় হলেন স্ভেন রোশ৷ তিনি আবার বিশ্ব চ্যাম্পিয়নও৷ চেস বক্সার স্ভেন রোশ বলেন, ‘‘চেস বক্সিং আমার রোমাঞ্চকর লাগে৷ এর জন্য পূর্ণ মানসিক ও শারীরিক ক্ষমতার প্রয়োজন হয়৷ বক্সিং-এর ক্ষেত্রে স্ট্যামিনা, কৌশল, চোখের নজর, কায়দা – অনেক কিছুর প্রয়োজন হয়৷ এবার সেই সঙ্গে যোগ হয়েছে দাবা খেলার বিষয়গুলি৷''

স্ভেন রোশ অনুশীলন করছেন৷ বার্লিনের এই দমকলকর্মীর জন্য বক্সিং ও দাবাখেলার এই মেলবন্ধন পছন্দের শখ৷ বছর তিনেক ধরে তিনি ‘চেসবক্সিং বার্লিন' ক্লাবে সক্রিয়৷ ২০০৪ সালে গঠিত এই ক্লাবে প্রায় ১০০ সদস্য রয়েছেন৷ বেশিরভাগই বক্সিং-এর সঙ্গে যুক্ত ছিলেন৷ শুধু দাবা খেলতেন – এমন লোকের সংখ্যা কম৷ স্ভেন বলেন, ‘‘বক্সিং-এই আমার মূল শক্তি৷ কারণ সেটাই অনেকদিন ধরে করে চলেছি, ১৩ বছর ধরে৷ দাবা আয়ত্ত করতে বেশ বেগ পেতে হচ্ছে৷

লড়াই শুরুর কিছু আগের মুহূর্ত৷ ডাচ বংশোদ্ভূত ইয়েপে রুবিং দাবা ও বক্সিং-এর মেলবন্ধনের আন্দোলনের উদ্যোক্তা৷ একটি কমিক বই পড়ে তাঁর মাথায় এই আইডিয়া এসেছিল৷ তাতেই চেস-বক্সিং-এর মৌলিক কিছু ইঙ্গিত ছিল৷ ২০০৩ সালে রুবিং আমস্টারডামে প্রথম প্রতিযোগিতা আয়োজন করেন৷ প্রথমে ব্যাপারটাকে ‘অ্যাকশন আর্ট' হিসেবে ভাবা হয়েছিল৷ তিনি নিজেই রিং-এ নেমে ‘ইয়েপে দ্য জোকার' হিসেবে প্রথম চেসবক্সিং বিশ্বকাপে জয়ী হন৷ তারপর খেলা হিসেবে চেসবক্সিং-এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে৷ ইয়েপে বলেন, ‘‘চেসবক্সিং-এর স্পিরিট আসলে উচ্চাকাঙ্ক্ষা ও বিনয়ের মিশ্রণ৷ এর মধ্যে একটা পাগলামি আছে বৈকি৷ অনেক কিছুই ত্যাগ করতে হয়৷ অনেক অনুশীলন লাগে, ফলে একই সঙ্গে বিনয় চলে আসে৷''

তিন মিনিটে এক রাউন্ড শেষ হয়৷ তারপর চলে শুধু ঘুসির লড়াই৷ বার্লিনে বিশ্বকাপের সময় প্রায় ৪০০ দর্শক এসেছিলেন৷ চেসবক্সিং সবার জন্য নয়, শুধু ট্রেন্ড-সচেতন দর্শকদেরই আকর্ষণ করে৷ জিততে হলে হয় নকআউট অথবা চেক-মেট করতে হবে৷ তবে ১১ রাউন্ডেও জয়ী নির্ধারিত না হলে পয়েন্টের বিচারে সিদ্ধান্ত নেওয়া হয়৷ বক্সিং-এর ক্ষেত্রে এগিয়ে রয়েছেন স্পেনের রদরিগেস ভেগা৷ স্ভেন রোশ দাবার দ্বিতীয় রাউন্ডে আত্মরক্ষা করতে পেরেছিলেন৷

তখনই পরিস্থিতি বদলে গেল৷ প্রতিপক্ষের অন্যমনস্কতার একটা মুহুর্ত কাজে লাগাতে পারেন তিনি৷ কয়েকটি চালেই বাজিমাত হয়ে গেল৷ স্ভেন রোশ বলেন, ‘‘আজ সন্ধ্যায় আনন্দ করতে পারবো ভেবেই ভালো লাগছে৷ প্রস্তুতির চাপ শেষ৷ অবশেষে আবার সব কিছু শান্ত হবে৷''

শুধু জার্মানি নয়, গত কয়েক বছরে ব্রিটেন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ইরানে চেসবক্সিং ক্লাব চালু হয়েছে৷ অতএব পরিবার ফুলে-ফেঁপে বেড়ে উঠছে৷ আরও পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে৷ উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো চেসবক্সিং-কে অলিম্পিকের অন্তর্গত করা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ