1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমর্থন হারাচ্ছেন ম্যার্কেল?

১১ মে ২০১৬

কিছুকাল আগে পর্যন্ত জনমত সমীক্ষায় শীর্ষে বিচরণ করতেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ অথচ এখন জার্মানির দুই-তৃতীয়াংশ মানুষ তাঁকে চতুর্থ বারের মতো চ্যান্সেলর হিসেবে দেখতে চান না৷

চাপ সত্ত্বেও নিজস্ব বিশ্বাসে অটল ম্যার্কেল
চাপ সত্ত্বেও নিজস্ব বিশ্বাসে অটল থাকেন ম্যার্কেলছবি: picture-alliance/dpa/B. Roessler

বহুকাল ধরে সাফল্য ও জনপ্রিয়তার মানদণ্ডে ম্যার্কেলের অবস্থান যে কোনো নেতার মনে ঈর্ষা জাগানোর জন্য যথেষ্ট ছিল৷ গভীর সংকটের সময়েও জার্মানি ও ইউরোপের রাশ দৃঢ়ভাবে ধরে রেখে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন৷ কিন্তু ইউরোপের শরণার্থী সংকট তাঁর সেই অবস্থানকে নাড়িয়ে দিয়েছে৷ এমনকি নিজের রাজনৈতিক শিবিরের মধ্যও সমর্থন হারাচ্ছেন তিনি৷ এমনকি বাভেরিয়ার খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়ন সিএসইউ দল আগামী নির্বাচনে আলাদা প্রচার অভিযানের বিষয়ে ভাবনাচিন্তা করছে৷

জার্মানির জনসাধারণের মনেও ম্যার্কেলের উপর আস্থা এই মুহূর্তে নাটকীয় মাত্রায় কমে গেছে বলে দাবি করছে একটি জনমত সমীক্ষা৷ তবে শুধু ম্যার্কেল একা নন, তাঁর জোট সরকারের দুই শরিক দলের প্রতি সমর্থনও অনেক কমে গেছে৷ সেই জরিপ অনুযায়ী ২০১৭ সালের সাধারণ নির্বাচনের পর প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ তাঁকে চ্যান্সেলর হিসেবে দেখতে চান না৷

শরণার্থী সংকট ইউরোপের রাজনৈতিক মানচিত্রের উপর গভীর প্রভাব ফেলছে, এ বিষয়ে সন্দেহ নেই৷ চলতি সপ্তাহেই অস্ট্রিয়ার চ্যান্সেলর ভ্যার্নার ফাইমান-এর পদত্যাগ পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ