1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একজন কম নিয়েও ন্যুরেমবার্গের সঙ্গে ড্র করল ব্রেমেন

১৮ সেপ্টেম্বর ২০১১

একজনকে কম নিয়ে খেলেও ন্যুরেমবার্গের বিরুদ্ধে ড্র করলো ভেরডার ব্রেমেন৷ ফলে বুন্ডেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিলো ব্রেমেন৷ অন্যদিকে অনেক বছর পর কোলনের কাছে হারলো বায়ার লেভারকুজেন৷

ন্যুরেমবার্গ আর ব্রেমেনের খেলার একটি দৃশ্যছবি: picture alliance / dpa

ব্রেমেন আর ন্যুরেমবার্গের ম্যাচটি বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়৷ প্রথমার্ধের খেলা শুরুর মাত্র ১৭ মিনিটের মাথায় গোলরক্ষক টিম ভিজেকে হারিয়ে বেশ বড় একটি ধাক্কা খায় ব্রেমেন৷ ন্যুরেমবার্গের স্ট্রাইকার ক্রিস্টিয়ান আইগলারকে ঠেকাতে রাগবি খেলোয়াড়ের মত যেভাবে লাফ দেন ভিজে, তারপর রেফারির আসলে লাল কার্ড না দেখিয়ে কোন উপায় ছিল না৷ বদলি হিসেবে নামেন দ্বিতীয় গোলরক্ষক সেবাস্টিয়ান মিলিট্জ৷ এর সাত মিনিট পর ন্যুরেমবার্গকে এগিয়ে নেন তুর্কি মিডফিল্ডার মেহমেত একিকি৷

প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধ শুরু হতে দেরি হয়৷ পরে খেলা শুরু হলে সমতা ফেরায় ব্রেমেন৷ ৬২ মিনিটের মাথায় হেড করে গোল করেন ব্রেমেনের ডিফেন্ডার ফিলিপ ভোলশাইড৷ এই ড্রর ফলে ম্যোয়েশেনগ্লাডবাখের সঙ্গে যৌথভাবে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রইলো ব্রেমেন৷

কোলন আর লেভারকুজেনের খেলাছবি: picture-alliance/dpa

এদিকে অনেক বছর পর বায়ার লেভারকুজেনকে হারালো কোলন, তাও আবার ৪-১ ব্যবধানে৷ গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব চেলসির কাছে ২-০ গোলে হারার পর এই পরাজয় লেভারকুজেনের জন্য বেশ বড় ধাক্কা৷ এছাড়া ম্যাচ চলাকালে তাদের খেলোয়াড় আন্দ্রে শ্যুরলে লাল কার্ড দেখেন৷ তবে কোচ রবিন দত্ত স্বীকার করেছেন, কোলন ভালো খেলেই ম্যাচ জিতেছে৷ খেলায় কোলনের জার্মান স্ট্রাইকার লুকাস পোডল্সকি দুটি গোল করেন৷ বাকি দুই গোল করেন নোভাকোভিচ ও জাজালো৷ লেভারকুজেনের অধিনায়ক সাইমন রোল্ফস একটি গোল শোধ করেন৷ পয়েন্ট তালিকায় লেভারকুজেন এই মুহূর্তে ছয় নম্বরে অন্যদিকে কোলন রয়েছে ১২ নম্বরে৷

অন্য খেলায় কাইজার্সলাউটার্ন মাইন্জকে ৩-১ গোলে হারিয়ে এই মৌসুমের প্রথম জয় পেয়েছে৷ হফেনহাইম ঘরের মাঠে ভোল্ফসবুর্গকে হারিয়েছে ২-১ গোলে৷ এই জয়ের ফলে হফেনহাইম পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিলো৷

এদিকে রবিবার বর্তমান চ্যাম্পিয়ন বুরুসিয়া ডর্টমুন্ড খেলবে হ্যানোভারের বিরুদ্ধে৷ প্রথম পাঁচ ম্যাচের দুইটিতেই হেরে এই মুহুর্তে বেকায়দায় রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা৷ অন্য ম্যাচে শালকের মুখোমুখি হচ্ছে জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ