করোনার নমুনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে রোববার গ্রেফতার হন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী৷ যে কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন তার চেয়ে মুখ্য হয়ে উঠেছেন ব্যক্তি সাবরিনা৷
বিজ্ঞাপন
আমাদের সমাজে নারীদের যে কেবল ভোগের বস্তু মনে করেন বেশিরভাগ পুরুষ তা আবারও প্রমাণ হল সাবরিনার ঘটনায়৷ সাবরিনা আরিফ চৌধুরী পেশায় একজন হৃদরোগ সার্জন৷ টেলিভিশনের পরিচিত মুখ৷ টকশোতে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন৷ কিন্তু করোনার নমুনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তার এই পরিচয়গুলো ছাপিয়ে নারী হিসেবে তিনি কতটা আকর্ষণীয় তাই যেনো প্রধান হয়ে উঠেছে৷ অর্থাৎ একদল মানুষ তার সৌন্দর্য্যকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ‘ভার্চুয়াল রেপ’ করছেন৷
হ্যাঁ তিনি সুন্দর৷ ছবি তুলতে এবং আপলোড করতে ভালোবাসেন৷ এটাই কি তার দোষ? তিনি যে দোষে দুষ্ট সেটাকে নিয়ে অনেক কথা হতে পারে, যে অন্যায় তিনি করেছেন সেসব বিষয়ে অভিযোগ উঠতে পারে৷ কিন্তু একজন নারী বলে তার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি তুলে ধরে তাঁকে হেয় করার অধিকার আপনাদের কে দিয়েছে?
কোন অল্প শিক্ষিত পুরুষ কিন্তু এসব করছেন না৷ করছেন শিক্ষিতরাই৷ এমন কি পিছিয়ে নেই গণমাধ্যমগুলো৷ কে এই সাবরিনা? তিনি সিনেমার নায়িকা হওয়ার জন্য কত দুয়ার ঘুরেছিলেন? তার স্বামীর কয়টা বিয়ে? তিনি কবে কোথায় কার সাথে ঘুরতে গিয়েছিলেন তাই নিয়ে গণমাধ্যমে রীতিমত মাতামাতি৷
এ ধরনের ঘটনায় যখন কোন পুরুষ অভিযুক্ত হন, তখন কিন্তু তার ফেসবুক প্রোফাইল ঘেটে চুলচেরা বিশ্লেষণ করা হয় না৷ আমাদের সমাজে ‘যৌন’ ‘সেক্স’ এই শব্দগুলো বলা বারণ, এই কাজগুলোও লুকিয়ে করতে হয়, তাই গুগলে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ করা শব্দ ‘সেক্স’৷ আর এই অবদমিত যৌন ইচ্ছের বলি হন সমাজের সাবরিনারা৷
ডয়চে ভেলের ফেসবুক পাতা খুললেও একই জিনিস চোখে পড়ে৷ কোন শৈল্পিক ছবি নগ্ন কেনো তা নিয়ে অনেক অশ্লীল কথা বলেন পাঠকরা, যা ওই ছবির অশ্লীলতাকে ছাপিয়ে যায়, অথচ আমাদের এলগোরিদমে উঠে আসে ওই ছবিটিই সবচেয়ে বেশি দেখা হয়েছে৷
সামাজিক যোগাযোগের মাধ্যমে সাবরিনাকে নিয়ে অজস্র স্ট্যাটাস৷ অনেকে সংবাদও শেয়ার করেছেন৷ সেগুলোর মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘‘পর্ণ স্টারের মত লাগে, একে ধর্ষণ করলে উপযুক্ত শাস্তি দেয়া হবে এছাড়া ভাষায় প্রকাশ করা যায় না এমন গালাগালি৷’’
একজন নারীর চেহারা দেখেই যদি আমাদের সমাজের ও গণমাধ্যমের ভিন্নভাবে তাকে উপস্থাপনের ইচ্ছে হয়, তাহলে বলতেই হবে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান৷ সাবরিনাকে নারী হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে দেখুন৷ আর যদি সাবরিনার সাজগোজ বা ছবি আপলোডে আপনাদের সমস্যা হয়, তাহলে তার ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট না করে চোখে ঠুলি পরে থাকুন৷ এটাই সবচেয়ে বড় সমাধান৷
গত জানুয়ারির ছবিঘরটি দেখুন...
গুগলে কাকে খোঁজেন বাংলাদেশিরা
২০১৮ সালে বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডসের শীর্ষে ছিলেন বিদেশি তারকা আর পর্ন অভিনেত্রীরা৷ কিন্তু গত বছর সেখানে পরিবর্তন এসেছে৷ দেশের ক্রিকেটাররাই এখন ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে৷
ছবি: picture-alliance/empics/D. Lipinski
১০. ডা. দীপু মনি
২০১৯ সালে বাংলাদেশে গুগলে যাদেরকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার মধ্যে ১০ নম্বরে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷ ট্রেন্ডসের গ্রাফে তাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ছয় জানুয়ারি থেকে ১২ জানুয়ারি সময়ে৷
ছবি: picture-alliance/dpa
০৯. আরমান আলিফ
গুগল ট্রেন্ডসে নয় নম্বরে আছেন সঙ্গীত শিল্পী আরমান আলিফ৷ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন ভক্তরা৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে রাজশাহী বিভাগ থেকে৷
ছবি: Google
০৮. কিয়ানু রিভস
ট্রেন্ডসে আট নম্বরে রয়েছেন ক্যানাডিয়ান অভিনেতা, প্রযোজক ও সঙ্গীত শিল্পী কিয়ানু রিভস৷ তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ৯-১৫ জুন৷
ছবি: Reuters/M. Anzuoni
০৭. মোহাম্মদ মিঠুন
গত বছরে গুগল ট্রেন্ডসের সেরা দশে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন৷ তাঁকে বেশি খোঁজা হয়েছে ১০-১৬ নভেম্বর৷ এছাড়া জুনে বিশ্বকাপ চলাকালে তাকে নিয়ে আগ্রহ ছিল বাংলাদেশিদের৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
০৬. মুশফিকুর রহিম
ট্রেন্ডসে মিঠুনের উপরে রয়েছেন আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম৷ বিশ্বকাপ, ভারত সফরসহ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন আগ্রহীরা৷
ছবি: picture-alliance/K. Schwörer
০৫. সামজ ভাই
গুগল ট্রেন্ডসে পাঁচে রয়েছেন সঙ্গীত শিল্পী সামজ ভাই৷ গত জুন থেকে শুরু করে বছরজুড়েই আগ্রহ ছিল ইন্টারনেটে তাকে নিয়ে৷
ছবি: Google
০৪. সারা আলী খান
বাংলাদেশে গুগল ট্রেন্ডসে শীর্ষদের মধ্যে আছেন ভারতীয় অভিনেত্রী সারা আলী খানও৷ তার অবস্থান চতুর্থ৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
০৩. আফিফ হোসেন
বিপিএলে নজরকাড়া পারফরমেন্সের পর ২০১৮ সালে বাংলাদেশে টি টোয়েন্টি দলে জায়গা পান ২০ বছর বয়সী ক্রিকেটার আফিফ হোসেন৷ গত বছর গুগলে তাকে নিয়ে তুমুল আগ্রহে ছিল ৮-১৪ সেপ্টেম্বর সময়টাতে৷
ছবি: Getty Images/AFP/STR
২. মোহাম্মদ নাইম
গুগল ট্রেন্ডসে দ্বিতীয় অবস্থানে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ নাঈম৷ মূলত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে৷
ছবি: Getty Images/AFP/A. Ali
০১. সাকিব আল হাসান
২০১৯ সালটা নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান৷ মাঠের পারফরমেন্স থেকে শুরু করে ক্রিকেটারদের বিদ্রোহের নেতৃত্ব কিংবা আইসিসির নিষেধাজ্ঞা বছর জুড়েই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে৷ বাংলাদেশ থেকে সার্চে তিনিই ছিলেন তাই গুগল ট্রেন্ডসের শীর্ষে৷
ছবি: Getty Images/M. Melville
২০১৮ সালে যারা ছিলেন
২০১৮ সালে বাংলাদেশ থেকে যেসব ব্যক্তিদের সার্চ করা হয়েছে গুগলে তাদের মধ্যে শীর্ষে ছিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷ এরপর ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার, ব্রিটিশ রাজকুমারী মেগান মার্কেল৷ চতুর্থ অবস্থানে ছিলেন পর্ন অভিনেত্রী মিয়া খলিফা আর পঞ্চম সানি লিওন৷ ফুটবলার এমবাপ্পে, পর্ন অভিনেত্রী মিয়া মালকোভা, শিল্পী নিক জোনাস, খালেদা জিয়া ও হিরো আলমও ছিলেন তালিকায়৷